
রাজধানী ত্রিপোলির যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণাঞ্চল। ছবি: এপি
কায়রো, ২৭ জুন (এপি/ইউএনবি)- লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার জানিয়েছে, তারা রাজধানী ত্রিপোলির কাছে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর এক লিবিয়ান কমান্ডারের কাছ থেকে পুনরায় দখল করে দিয়েছে। ওই কমান্ডারের বাহিনী রাজধানী দখল করার জন্য গত তিন মাস ধরে লড়াই চালিয়ে যাচ্ছে।
ত্রিপোলি সরকার বুধবার এক বিবৃতিতে জানায়, তাদের মিলিশিয়ারা গারইয়ান শহর পুনরুদ্ধার করেছেন। সেই সাথে তারা সব এলাকা থেকে হানাদারদের না বিদায় করা পর্যন্ত মুক্তির অভিযান বজায় রাখার অঙ্গীকার করেছে।
কমান্ডার খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি গত এপ্রিলে ত্রিপোলি অভিমুখে অভিযান শুরু করে। তাদের দাবি, তারা শহরটিকে মৌলবাদী মিলিশিয়াদের হাত থেকে মুক্ত করতে চায়।
ত্রিপোলি থেকে ১০০ কিলোমিটার দূরের শহর গারইয়ান হাফতারের বাহিনীর রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ পথ ছিল।