বাংলাদেশে আয়ারল্যান্ডের অনারারি কনসাল ও কসমস গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাসুদ জামিল খান সম্প্রতি তার বাসভবনে ব্যারোনেস নুয়ালা ও’লোন ও বাংলাদেশে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলিকে (ভারতের দিল্লি ভিত্তিক) সম্মানসূচক একটি নৈশভোজের আয়োজন করেছেন।
ব্যারোনেস নুয়ালা ও’লোন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য এবং উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ওম্বাডসম্যান ছিলেন। তিনি পুলিশ সংস্কার ও মানবাধিকার সংক্রান্ত বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত।
নৈশভোজে শিক্ষাবিদ, কূটনীতিক, ব্যবসায়ী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত কেভিন কেলি বলেন, ‘আপনাদের সুন্দর বাসভবনটি যেন একটি আর্ট গ্যালারি, এখানে এসে আমরা সবসময়ই উষ্ণ অভ্যর্থনা পাই।’
আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘মাইকেল মিলার (ইইউ রাষ্ট্রদূত) ও সারা কুক (যুক্তরাজ্যের হাইকমিশনার) এই উদ্যোগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আয়ারল্যান্ড ও ব্রিটেনের নতুন সরকারের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা চলছে, যাতে শান্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ করা যায়। ইউরোপীয় ইউনিয়ন সেই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এখানেও এই মিলনমেলার সত্যিই অনন্য।’