বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার মাঠজুড়ে রোপা আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। ফলন ঘরে তোলার আগমুহূর্তে আধাপাকা ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন আমনচাষিরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃষ্টিতে সব উপজেলার কিছু এলাকায় আমন ধান নুয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে। চলতি মৌসুমে জেলায় মোট ৮৬ হাজার ৬৪৫ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে।
শনিবার (১ নভেম্বর) জেলার বিভিন্ন উপজেলায় সরেজমিনে দেখা যায়, হলুদ হয়ে আসা ধানের শীষ মাটিতে লেগে গেছে। বিঘার পর বিঘা জমির ধান শুয়ে পড়ায় ফলন ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন কৃষকেরা।
কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামের কৃষক ছালাম মিয়া জানান, তিনি এক একর জমিতে আমনের আবাদ করেছেন। ১৫ দিন পর ধান কাটার কথা ছিল।
তিনি বলেন, অনেক কষ্ট করে আবাদ করেছি। এখন কাটার সময় এলো, তখনই টানা বৃষ্টিতে ধান মাটিতে পড়ে গেছে। জমিতে পানি জমে শীষ ভিজে নষ্ট হচ্ছে, ফলন অর্ধেকে নেমে আসতে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাইখুল আরেফিন বলেন, ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যেসব ধান নুয়ে পড়েছে, সেগুলো গোছা করে বেঁধে দিলে কিছুটা হলেও ক্ষতি কমানো সম্ভব।