উলিপুর
উলিপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শাহরিয়ার হোসেন বাদল (১৫) নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (০৩ মে) বেলা ১১টায় উলিপুর-রাজারহাট সড়কের উলিপুর সিনেমা হলের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
শাহরিয়ার হোসেন বাদল উলিপুর পৌরসভার নারিকেলবাড়ী কুড়ারপাড় গ্রামের ফরিদুল ইসলাম বাবুর পুত্র।
সে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের স্কুল শাখার মানবিক বিভাগের ছাত্র।
প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহরিয়ার হোসেন বাদল বুধবার সকালে পালসার মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। এরপর উলিপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় উলিপুর-রাজারহাট সড়কের উলিপুর সিনেমা হলের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কে ছিটকে পড়ে। হেলমেট না থাকায় তার মাথার সামনের অংশ থেতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে বাদল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে মাথায় আঘাত পায় এবং হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
উলিপুরে ডায়রিয়ায় কিশোরের মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ টারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সোহেল মিয়া (১৪) উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ টারিপাড়া গ্রামের ফরিদ আলীর ছেলে।
আরও পড়ুন: জন্মদিনে অতিরিক্ত মদপানে কিশোরের মৃত্যু
জানা গেছে, সোমবার সন্ধ্যায় সোহেল ডায়রিয়ায় আক্রান্ত হলে পরিবারের কাউকে জানায়নি। পরদিন মঙ্গলবার সকালে স্বজনরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ বলেন, শিশুটির ফুড পয়জনিং হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পথেই মারা গেছে।
প্রসঙ্গত, প্রচণ্ড দাবদাহে উলিপুর উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়া, জ্বর ও সর্দিসহ নানা রোগের প্রার্দুর্ভাব দেখা দিয়েছে।
গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সিংহভাগ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
আরও পড়ুন: বরিশালে সৎ মায়ের ছোড়া গরম পানিতে কিশোরের মৃত্যু!
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
কুড়িগ্রামে গলায় খেঁজুর আটকে শিশুর মৃত্যু!
কুড়িগ্রামের উলিপুরে গলায় খেজুর আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার নন্দু নেফরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনজিল মিয়া (৭) নন্দু নেফরা এলাকার সোলেমান মিয়ার ছেলে এবং স্থানীয় পপুলার মডেল কিন্ডারগার্ডেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: চৌগাছায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে শিশুর মৃত্যু
নিহত শিশুর দাদা ফয়জার আলী বলেন, ওই দিন কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষ মনজিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু আমরা তাকে রংপুর না নিয়ে কুড়িগ্রাম সদরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাই। সেখানে তার গলার এক্সরে করানো হয়। রিপোর্টে গলার সমস্যা ধরা না পরায় আমরা তাকে বাড়িতে নিয়ে আসি। রবিবার সকালে হঠাৎ করে মনজিলের গলায় তীব্র ব্যথা অনুভব হলে তাকে উলিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুনাইগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শুক্রবার বিকালে শিশু মনজিল মিয়া খেজুর খাওয়ার সময় গলায় আটকে যায়। এসময় পরিবারের লোকজন তাকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিলে কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষ মনজিলকে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু পরিবারের লোকজন তাকে রংপুর না নিয়ে কুড়িগ্রাম সদরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গলার এক্সরে করেন। রিপোর্টে গলার সমস্যা ধরা না পরায় তারা তাকে বাড়িতে নিয়ে আসেন। এর পরদিন সকালে গলায় তীব্র ব্যাথা অনুভব করায় ফের তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তখন মনজিলকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাদিয়া জেরিন বলেন, হাতপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় পাওয়ার টিলার চাপায় শিশুর মৃত্যু
কুড়িগ্রামে ট্রাক্টর চালকের লাশ উদ্ধার
কুড়িগ্রামের উলিপুরের মালতিবাড়ী এলাকার এমপির পুকুর থেকে আরিফ হোসেন(৩৫) নামের এক ট্রাক্টর চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যার দিকে এমপির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আরিফ উলিপুর পৌরসভার পাখিরখামারের পশ্চিম শিববাড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আরও পড়ুন: সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
এছাড়া আরিফ তার মা সহ নানার বাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানান, বিকালের দিকে এমপির পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে স্থানীয়দের ধারণা লাশটি দুই থেকে তিন দিন আগের। এছাড়া দুইদিন থেকে আরিফ নিখোঁজ ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন: বগুড়ায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত
কুড়িগ্রামের উলিপুরে গরুবোঝাই নছিমনের সঙ্গে ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় নছিমনের চালকসহ আহত হয়েছে তিনজন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের এ দুর্ঘটনা ঘটে।
নিহত এরশাদুল হক (৫৫) থেতরাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলীর ভাই। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।
আরও পড়ুন: বাঁশখালীতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
স্থানীয়রা জানান, নাজিমখাঁন বাজার থেকে আসা গরুবোঝাই একটি নছিমনের সঙ্গে উলিপুরগামী ইটবোঝাই একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটলে গরুবোঝাই নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একটি খাদে পড়ে যায়। এসময় নছিমনে থাকা গরু ব্যবসায়ী এরশাদুল হক নছিমনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এদের মধ্যে নছিমন চালক দিপু মিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে গেছে। এছাড়া এ বিষয়ে অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: বিদ্যালয়ের পিকনিক বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০
দিনাজপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল চালক নিহত
কুড়িগ্রামে অটোরিকশা কিনতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন চালক
কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা কিনতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন চালক। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া এলাকায় রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত রফিকুল ইসলাম (৩৫) ওই এলাকার মৃত ফাকু শেখের ছেলে। এছাড়া রফিকুল ইসলাম দুই সন্তানের জনক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে মুসল্লিরা ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে রাস্তার পাশে থাকা বাঁশের ঝাড়ে গলাকাটা ব্যক্তির লাশ দেখতে পায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে নিহত ব্যক্তিকে রফিকুল ইসলাম বলে শনাক্ত করেন। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যান।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
স্বজনরা জানান, নতুন অটোরিকশা কিনতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন রফিকুল ইসলাম।
নিহতের স্ত্রী লাইজু বেগম বলেন, স্বামী রফিকুল ইসলাম কয়েকদিন আগে তার পুরাতন অটোরিকশাটি প্রায় ৮০ হাজার টাকায় বিক্রি করেন। এরপর বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। ওই দিন সন্ধ্যায় নতুন অটোরিকশা কেনার জন্য সব টাকা সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে আর তিনি বাড়িতে ফেরেনি। শুক্রবার সকালে এলাকাবাসী বাড়ির কাছের বাঁশঝাড়ে তার স্বামীর গলাকাটা লাশ দেখতে পেয়ে খবর দেন।
তিনি বলেন, স্বামী নতুন অটোরিকশা কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে ফিরলেন লাশ হয়ে। তার ধারণা দুর্বত্তরা স্বামীর কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করেছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য শাহাজাহান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রফিকুল ইসলামের গলাকাটা লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বিষয়টি তদন্তাধীন রয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সেচপাম্পের ঘর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
শেরপুরে ধারালো অস্ত্রের আঘাতে নিহত কৃষকের লাশ উদ্ধার
কুড়িগ্রাম থেকে উলিপুর পর্যন্ত রেল ট্র্যাক সম্প্রসারণ কাজের উদ্বোধন
কুড়িগ্রাম থেকে উলিপুর পর্যন্ত রেল ট্র্যাক নবায়ন এবং রেল স্টেশনের এপ্রোচ সড়ক ও পার্কিংসহ পুননির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের আয়োজনে উলিপুর রেলস্টেশনে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এমএ মতিন এই কাজের উদ্বোধন করেন।
আরও পড়ুন: মেট্রোরেলে থাকবেন ৬ নারী চালক, উদ্বোধনে চালাবেন মরিয়ম আফিজা
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী (পশ্চিম) আসাদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম প্রমুখ।
কুড়িগ্রাম এক্সপ্রেস উলিপুর রেলস্টেশন পর্যন্ত চলাচলের জন্য মিটারগেজ স্টিল ও কাঠের স্লিপার রেললাইন-১৯ কিলোমিটার, কুড়িগ্রাম স্টেশনে-৩টি এবং উলিপুর স্টেশনে একটি শাখা রেল লাইনের জন্য প্রায় ৩০ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৩শ টাকা ব্যয়ে পুননির্মাণ কাজ করা হবে। দেড় বছর মেয়াদকালে এই কাজ বাস্তবায়ন করবে বিশ্বাস কনস্ট্রাকশন।
বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ জানান, এই প্রকল্প বাস্তবায়ন হলে উলিপুর থেকে ঢাকার সঙ্গে সরাসরি রেল পথে কুড়িগ্রাম এক্সপ্রেস চলাচল করতে পারবে।
দারিদ্রপীড়িত কুড়িগ্রামের সাধারণ মানুষ স্বল্প খরচে যাতে রাজধানীর সঙ্গে যোগাযোগ করতে পারে তাতে এটি ভূমিকা রাখবে।
আরও পড়ুন: আগামীকাল মেট্রোরেলের প্রথম অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মেট্রোরেলের জন্য বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে: ডিএমপি কমিশনার
উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে উপজলার ধামশ্রনী ইউনিয়নের বিজয়রাম তবকপুর খেয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ময়না বেগম (৪০) ওই গ্রামের ছক্কু মিয়ার স্ত্রী। ওই দম্পতির দুই মেয়ে রয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
ঘটনার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) মোকারম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়না তিন থেকে চার মাস যাবৎ মানসিক রোগে ভুগছেন। শনিবার ভোর আনুমানিক ৪ টার দিকে সে সবার অজান্তে গোয়াল ঘরের ধরনার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ময়না বেগম মানসিক ভাবে অসুস্থ ছিল।
উভয় পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুন: পাউরুটির সঙ্গে শিশুপুত্রকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা!
চাঁদপুরে আ.লীগ নেতা হত্যায় সন্দেহভাজন কিশোরের ‘আত্মহত্যা’
উলিপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে নিজ জমিতে গরু দিয়ে হালচাষ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যৃ হয়েছে। এ সময় বজ্রপাতে তার হালের গরু দুটিও মারা যায়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলায় রামদাস ধনিরাম কানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শহিদুল ইসলাম (৪৫) ওই গ্রামের জহুর উদ্দিনের ছেলে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রুহুল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহিদুল নিজের জমিতে দুটি গরুর সাহায্যে লাঙ্গল দিয়ে জমি চাষ করছিলেন। এমন সময় বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই কৃষক শহিদুল ইসলাম এবং তার হালের দুটি গরু মারা যায়।
আরও পড়ুন: ধানখেতে সার দিতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সুবর্ণচরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
মেঘনায় বজ্রপাতে জেলে নিখোঁজ, আহত ১
ভয়াবহ ভাঙনের মুখে উলিপুরের তিস্তা পাড়ের মানুষ
আবারও ভয়াবহ ভাঙনের মুখে পড়েছেন কুড়িগ্রামের উলিপুরের তিস্তাপাড়ের মানুষ।
গত তিন দিনে ভাঙনের তোড়ে তিন গ্রামের মানুষ হারিয়েছেন আড়াই শতাধিক বাড়িঘর। ভাঙনে বিলিন হয়ে গেছে একটি কমিউনিটি ক্লিনিক, দুটি মসজিদ, একটি মন্দির, ঈদগাহ মাঠ, বজরা পশ্চিমপাড়া দাখিল মাদ্রাসা, পুরাতন বজরা বাজার ও একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙন কবলিতরা আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে।
আরও পড়ুন: বিপদসীমার ২৮ সেমি ওপরে তিস্তার পানি
গত এক মাস আগে ভাঙন শুরু হয় উলিপুরের বজরা ইউনিয়নের পশ্চিম কালপানি বজরা, কালপানি বজরা ও সাতালস্কর গ্রামে। উত্তরে জজমিয়ার বাড়ী থেকে দক্ষিণে রোস্তম মৌলভীর বাড়ী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা ব্যাপী ভাঙন শুরু হয়েছে।
কালপানি বজরার মোজাম্মেল হক (৬৫) জানান, ‘তিনদিন থাকি এটে (খোলা মাঠে) পরি আছি। গরীব মানুষ জায়গা নাই কোটে যাই। আজকে বজরা বাজারের বাসিন্দা দূর সম্পর্কের জেঠতো ভাই টিটু মিয়া তার খুলিত (আঙিনায়) ঘর তোলার অনুমতি দিছে। দেখি ওটে যায়া আপাতত উঠি, তারপর মাবুদ দেখপে।’
আরও পড়ুন: তিস্তাপাড়ে ভাঙনে মানুষের মানবেতর জীবন
উলিপুর উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার জানান, ‘দ্রুততম সময়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ভাঙন কবলিতদের তালিকা করতে বলা হয়েছে। তালিকা পেলেই সহযোগিতা শুরু করা হবে।’
তিনি বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে আমরা ভাঙনের বিষয়গুলো আপডেট করেছি। বাজেট না থাকায় তারা মুভমেন্ট করতে পারছে না বলে জানিয়েছে। আর খোলা আকাশে কেউ থাকলে সেটা আমার নজরে আসেনি। আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।’
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, ‘গত ২০-২৫ বছর আগে মূল নদীর স্রোত ছিল এই এলাকায়। গ্রামগুলোর উজানে নদী শাসনের ব্যবস্থা নেয়ায় এখানে হঠাৎ করে ভাঙন শুরু হয়েছে। আমরা বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি। দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: তিস্তার ভাঙন: গাইবান্ধা ও কুড়িগ্রামে শতাধিক পরিবার গৃহহীন