অনুষ্ঠানটির আয়োজন করে দেশে জ্ঞান বিস্তারের কেন্দ্র নওয়াজেশ নলেজ সেন্টার এবং ওয়াইল্ডটিম।
সামুদ্রিক জীব বিশেষ করে বঙ্গোপসাগরের হাঙর ও রে মাছ বিষয়ক শীর্ষস্থানীয় গবেষক আলিফা বাংলাদেশে হাঙর ও রে মাছ নিয়ে গবেষণা এবং তাদের সংরক্ষণ সম্পর্কে তার কথা তুলে ধরেন।
তিনি দেশে-বিদেশে হাঙর ও রে মাছ সংক্রান্ত গবেষণায় তার অভিজ্ঞতাও জানান বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আলিফা বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য, সামুদ্রিক মৎস খাতের অবদান, সমুদ্র অর্থনীতি ও তার প্রভাব এবং অর্থনীতিতে জাহাজ পরিচালনা, মৎস আহরণ ও পর্যটনের মতো সমুদ্র ভিত্তিক শিল্পের অবদান নিয়ে কথা বলেন।
তিনি সাগরের জীববৈচিত্র্য ধ্বংসের বড় হুমকিগুলো, জীববৈচিত্র্য রক্ষায় উপকূলীয় জনগোষ্ঠীর ভূমিকা, হাঙর ও রে মাছ খাত, হাঙর ও রে মাছের পরিচিত ও দুর্লভ জাত, তাদের সংখ্যা হ্রাসের মূল কারণ, সাগরের জীববৈচিত্র্য রক্ষায় অবিলম্বে কী পদক্ষেপ নেয়া যেতে পারে এবং এসব রক্ষায় নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়েও আলাপ করেন।
ওয়াইল্ডটিমের সুরাইয়া ইসলাম লাইভ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এবং আলিফার সাথে ফলপ্রসূ আলোচনা চালিয়ে যান। এ সময় নওয়াজেশ নলেজ সেন্টার গ্রুপে ৪৫ জন উপস্থিত ছিলেন। সেই সাথে ওয়াইল্ডটিমের মেহেরুন নিগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে ওয়াচ পার্টির আয়োজন করেন এবং এতে প্রায় ১৭ জন যোগ দেন।
অনুষ্ঠানের শেষ দিকে আলিফা সামুদ্রিক জীব নিয়ে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের নিজের অভিজ্ঞতা জানান এবং কিছু দিকনির্দেশনা দেন।