নারায়ণগঞ্জ
ঘূর্ণিঝড় মোখা: ৬০ ঘণ্টা পর চাঁদপুর নৌরুটে লঞ্চ চলাচল শুরু
ঘূর্ণিঝড় মোখার কারণে ৬০ ঘন্টা বন্ধ থাকার পর সোমবার সকাল ১১টা থেকে চাঁদপুর-ঢাকা, নারায়ণগঞ্জ,সহ দেশের বিভিন্ন নৌ রুটে আবার যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু করেছে।
বিআইডাব্লিউটিএ চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হওয়ার পর চাঁদপুর ঘাটে মাইকিং করে ঘোষণা হচ্ছে। বিষয়টি লঞ্চ মালিক পক্ষকেও জানানো হয়েছে।
সকাল ১০টায় লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, লঞ্চ চলাচলের ঘোষণা করা হলেও ঘাটে যাত্রী সংখ্যা কম। লঞ্চগুলো সিডিউল ঠিক নেই। ঘাটে এমভি আব এ জম জম-১, এমভি সোনার তরী-৩, এমভি সোনার তরী-৪ অবস্থান করছে। পর্যায়ক্রমে সিডিউলের লঞ্চগুলো ঘাটে আসছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ-মিয়ানমার উপকূল অতিক্রম শেষ করেছে: আবহাওয়া অধিদপ্তর
ঘাটে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক আবদুর রহমান জানান, যাত্রী আসলে চলাচলে কোন সমস্যা হবে না। কারণ একাধিক লঞ্চ ঘাটে অবস্থান করছে। সকাল ১১টায় আব এ জম জম-১ লঞ্চটি সদর ঘাটের উদ্দেশ্যে চাঁদপুর থেকে ছেড়ে যায় ।
ওদিকে মহাবিপদ সংকেতের কারণে প্রায় ৫০ ঘন্টা বন্ধ থাকার পর আজ সকাল ৬টা থেকে চাঁদপুর হরিণা ফেরিঘাট থেকেও শরিয়তপুরের আলুরবাজার ফেরিঘাটে ফেরি চলাচল আবার শুরু করেছে বলে চাঁদপুর ঘাটের ম্যানেজার ফয়সল আলম চৌধুরী জানান।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা সামান্য দুর্বল হয়ে পড়েছে, মিয়ানামারের স্থলভাগে অবস্থান করছে: বিএমডি
রূপগঞ্জে দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নে বৃহস্পতিবার রাতে দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আহতরা হলেন- মাসুম বিল্লাহ (২৬) ও জোবায়ের (২৪)। তারা স্থানীয় ওয়ার্ড যুবলীগের সদস্য।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া শুক্রবার বলেন, মাসুমের কোমরে ও জোবায়েরের পিঠে গুলি লাগে। দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বান্দরবানে ৩ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, আহত ১
তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে স্থানীয় থানায় অবহিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিউ মার্কেটের সামনে প্রতিদ্বন্দ্বী দলের ২০-২৫ জন তাদের ওপর হামলা ও গুলি চালায়।
পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে এলাকায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
না.গঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু: তদন্ত কমিটি গঠন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড (আর আই সি এল) কারখানায় বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় মিলের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হকের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা কারখানাটি পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কারখানাটির সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া এ ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
বিষয়টি নিশ্চিত করে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কারখানাটি পরিদর্শনে আসেন। সেখানে আমি সহ বিদ্যুত বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌখিকভাবে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন। আমাকে আহ্বায়ক এবং বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে সদস্য করার কথা তিনি বলেছেন। তবে এখন পর্যন্ত অফিসিয়ালি লিখিত কোন নির্দেশনা পাইনি। লিখিত নির্দেশনা পেলে সে অনুযায়ী কাজ করব।
রূপগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা বা অভিযোগ দেওয়া হয়নি। ক্ষতিগ্রস্তদের পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ না দিলে দোষীদের অভিযুক্ত করে পুলিশ বাদী হয়ে মামলা করা হবে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার সাওঘাট এলাকায় অবস্থিত রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড (আর আই সি এল) কারখানায় লোহা গলানোর ভাট্টি (চুল্লি) বিস্ফোরণে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত ও ছয় শ্রমিক দগ্ধ হন। পরে গুরুতর অবস্থায় দগ্ধদের রাজধানির শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: রূপগঞ্জে স্টিল কারখানায় বিস্ফোরণে ১জন নিহত, আহত ৬
রূপগঞ্জে স্টিল কারখানায় বিস্ফোরণে ১জন নিহত, আহত ৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরআইসিএল স্টিল নামের একটি কারখানায় লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার আরআইসিএল স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শংকর (৪০)।
আরও পড়ুন: দিনাজপুরে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, মোটরসাইকেল চালকসহ নিহত ২
আহতরা হলেন- মো. জুয়েল (২৫), গোলাম রব্বানী রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), ইয়াসিন (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)। গুরুতর অবস্থায় দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শ্রমিকরা জানান, শ্রমিকরা কারখানার ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় ১৫ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে ৭ জন গুরুতর দগ্ধ হন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। এ সময় শ্রমিক শংকরকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক। আরও কয়েকজন হয়ত দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে আনা হয়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
আরও পড়ুন: গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১
রূপগঞ্জে স্টিল কারখানায় বিস্ফোরণে ১জন নিহত, আহত ৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাইপলাইনে লিকেজ, অধিকাংশ এলাকা গ্যাসবিহীন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় তিতাসের গ্যাস সরবরাহ পাইপে লিকেজ সৃষ্টি হয়ে গ্যাস নির্গত হয়েছে।
খবর পেয়ে তিতস কতৃপক্ষ রূপগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে লিকেজ মেরামতের কাজ শুরু করেছে। তবে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে তিতাসের কর্মকর্তাদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. রাজিব জানান, বিকালে লিকেজ হয়ে বিকট শব্দে গ্যাস বের হতে থাকে। প্রায় এক কিলোমিটার দূর থেকেও গ্যাস নির্গত হওয়ার শব্দ পাওয়া যায়। এ সময় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে অনেকেই সেখানে ছুটে গিয়ে জড়ো হতে থাকেন।
তিনি আরও বলেন, পরে তিতাসের লোকজন গ্যাস সাপ্লাই বন্ধ করে দিলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং আতঙ্ক দূর হয়। তবে আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস বন্ধ থাকায় মানুষ দুর্ভোগে পড়েন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পাইপলাইন লিকেজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে মানুষ
এ ব্যাপারে রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক মেজাবহ উর রহমান জানান, সোমবার বিকাল সাড়ে চারটায় দিঘীবরাব এলাকায় তিতাসের ভাল্ব স্টেশনের অভ্যন্তরে গ্যাস সরবরাহের পাইপ সামান্য ফেটে লিকেজ সৃষ্টি হলে বিকট শব্দে গ্যাস বের হতে শুরু করে।
তিনি আরও বলেন, খবর পেয়ে আমাদের যাত্রামুড়া বিপণন বিভাগের কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও টেকনিশিয়ানরা ঘটনাস্থলে যান। পরে পাঁচটার দিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে পাইপের লিকেজ মেরামতের কাজ শুরু করেন তারা। ফলে রূপগঞ্জের অধিকাংশ এলাকায় বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
তিনি বলেন, এটা আমাদের ভাল্ব স্টেশনের বাউন্ডারির ভেতরে নিজস্ব জায়গায়। এর ভেতরে কোনো মানুষের প্রবেশের সুযোগ নেই। কোনো ধরনের দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা নেই। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।
মেজাবহ বলেন, মে দিবসের ছুটির দিন সব শিল্প করাখানা বন্ধ থাকায় গ্যাসের অতিরিক্ত চাপের কারণে লিকেজ সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করছি। তবে ফেটে যাওয়া পাইপটি পরিবর্তনের কাজ চলছে। সম্পূর্ণ কাজটি শেষ করতে সময় লাগবে। আশা করি চার-পাঁচ ঘন্টার মধ্যে কাজটি শেষ করা যাবে। পরে পুনরায় গ্যাস সরবরাহ শুরু করা হবে।
আরও পড়ুন: সিদ্দিক বাজারে বিস্ফোরণ গ্যাস লিকেজ থেকে হয়নি: তিতাস গ্যাস
নারায়ণগঞ্জে পাইপলাইন লিকেজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে মানুষ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাই প্রেশার তিতাস গ্যাসের পাইপলাইনে লিকেজ হয়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সড়কের রূপসী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপসী কাঞ্চন সড়কে তিতাস গ্যাসের আট ইঞ্চি ব্যাসের পাইপ রয়েছে। দুপুর ১টার দিকে রূপসী এলাকায় ওই পাইপ লাইনে হঠাৎ লিকেজ হয়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এ সময় বিস্ফোরণ হওয়া জায়গা থেকে বিকট শব্দ করে গ্যাস বের হচ্ছিল। এতে করে রূপসীসহ আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিল্প এলাকা হওয়ায় কল-কারখানার শ্রমিক এবং মালিকপক্ষের লোকজনের মধ্যেও এ আতঙ্ক ছড়িয়েছে।
খবর পেয়ে তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের যাত্রামুড়া শাখা কার্যালয়ের কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে পার্শ্ববর্তী গ্যাসের ডিআরএস (গ্যাসের নিয়ন্ত্রণ স্টেশন) থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেন। পরে ধীরে ধীরে শব্দ কমতে থাকে এবং গ্যাস বের হওয়া বন্ধ হয়।
আরও পড়ুন: রাজধানীর বেশ কয়েকটি এলাকায় 'গ্যাসের গন্ধ' সমস্যাটির সমাধান করা হয়েছে: তিতাস গ্যাস
এ ঘটনায় উপজেলার তারাবো, বরাবো, যাত্রামুড়া, রূপসী, মুড়াপাড়া, মাছিমপুর, মিরকুটিরছেও, ভুলতা, পাচাইখা, শোনাবো, গোলাকান্দাইল, শাওঘাট, সিংলাব, মিয়াবাড়িসহ আরও বিভিন্ন এলাকার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন তিতাসের আবাসিক গ্রাহকেরা।
লাইন মেরামতের কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহের দাবি জানান সেখানকার বাসিন্দারা।
তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের যাত্রামুড়া শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মেজবাউল হক বলেন, পাইপলাইনে লিকেজ হয়ে গ্যাস বেরোচ্ছে এমন সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে তিতাসের লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং ডিআরএস থেকে তাৎক্ষণিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও বলেন যে লিকেজ হওয়া পাইপলাইন দ্রুত মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলে পুনরায় গ্যাস সরবরাহ চালু করা হবে।
আরও পড়ুন: গ্যাসের গন্ধের খবরে ঢাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জ্বালানি মন্ত্রণালয়ের
নারায়ণগঞ্জে নির্যাতনে শিশুর মৃত্যু, সৎ বাবা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় সৎ বাবার নির্যাতনে আবদুল্লাহ নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাগানবাড়ি এলাকায়।
নিহত শিশু আব্দুল্লাহ যাত্রাবাড়ি এলাকায় একটি মাদরাসায় পড়াশুনা করত।
আরও পড়ুন: হবিগঞ্জে নারীকে বেত্রাঘাত ও পাথর মারার অভিযোগ, গ্রেপ্তার ৪
এদিকে নিহত শিশুর মা স্বপ্না আক্তার মুন্নি স্বামী আরিফকে অভিযুক্ত করে গত মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার সূত্রধরে পুলিশ বুধবার (২৬ এপ্রিল) সৎ বাবা আরিফকে রাজধানীর যাত্রাবাড়ি থানার কুতুরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে বিকালে আদালতে পাঠায়।
জানা যায়, ২৪ এপ্রিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আবদুল্লাহকে মারধর করেন আরিফ। একপর্যায়ে বাড়ির গলির রাস্তায় টাঙানো মইয়ে ঝুলিয়ে মারধর করেন। মাইয়ের ওপর থেকে নিচে ফেলে দেন। দুই পা ধরে শূন্যে ভাসিয়ে দেওয়ালের সঙ্গে মাথায় আঘাত করেন।
এ ঘটনায় আব্দুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২৫ এপ্রিল সকালে আরিফ মাতুয়াইল মাতৃসনদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
সেখালে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
এরপর আরিফ লাশ দাফন করার কথা বলে পালিয়ে যায়।
নিহতের মা স্বপ্না আক্তার মুন্নি বলেন, ‘আমি আমার সন্তানের হত্যার বিচার চাই, হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তার আরিফ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।
আরও পড়ুন: কক্সবাজারে ট্রলারে ১০ লাশ উদ্ধারের ঘটনায় মামলা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
সিলেটে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করল র্যাব
নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে এক কিশোরকে কুঁপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান সজিব (১৬) চাঁপাইনবাবগঞ্জের কালুপুরের শফিকুল ইসলামের ছেলে এবং ভুলতা স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। তারা রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের বলাইখাঁ গ্রামের হারুন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার ১০/১২ সদস্যের একদল কিশোর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ক্লাসরুম থেকে ডেকে নিয়ে বিদ্যালয় গেটেই সজীবকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে।
তিনি বলেন, লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৬৫ বছরের বৃদ্ধ নিহত
নারায়ণগঞ্জে দুই ভাইকে কুপিয়ে হত্যা: যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে ৩ ভাই নিহত
নারায়ণগঞ্জে জামিন পেয়ে আদালত থেকে বের হয়ে আসামির মৃত্যু
নারায়ণগঞ্জে জামিন পেয়ে আদালত থেকে বের হয়ে এক আসামির মৃত্যু হয়েছে।
নিহত জালাল আড়াইহাজার থানার একটি জালিয়াতি মামলার আসামি।
গত বুধবার তাকে গ্রেপ্তারের পর তাকে আড়াইহাজার থানা পুলিশ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-এর আদালতে হাজির করে। এ সময় আসামি পক্ষের উকিল জামিনের আবেদন করলে আদালত তাকে জামিন দেন।
আরও পড়ুন: বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
জামিন পাওয়ার পরই আদালত প্রাঙ্গণেই অসুস্থ হয়ে পড়েন জালাল। পরে তার ছেলে পুলিশের সহায়তায় তাকে শহরের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আসামিকে আড়াইহাজার থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। সেখানে সে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন।
তিনি আরও বলেন, পরে বের হয়ে সে অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে তার ছেলের সঙ্গে পুলিশ সদস্য ও লেগুনা ঠিক করে দেই। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
শিশু ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড
ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে নিয়মিত যানজটে বিপর্যস্ত ফতুল্লাবাসী
যানজটের নগরীতে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা। চাষাড়া থেকে ঢাকা-নারায়ণগঞ্জের পুরাতন সড়কটির পঞ্চবটি, ফতুল্লা বাজার, পোস্ট অফিস থেকে পাগলার মুন্সী খোলা পর্যন্ত যানজট যেন নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে।
স্কুল-কলেজের শিক্ষার্থী এবং গামেন্টর্স শ্রমিকসহ নানা পেশাজীবী মানুষ যানজটের শিকার হচ্ছেন প্রতিনিয়ত।
তবে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা ট্রাফিক সংস্থাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরধারীর অভাবে যানজট কোনও ভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ফলে সকাল থেকে রাত পর্যন্ত এ সড়কে গণপরিবহন ব্যবহারকারী সাধারণ যাত্রীদের ভোগান্তির কোনও শেষ নেই।
জানা যায়, এই যানজটের সূত্রপাত পঞ্চবটী মোড়ে; যত্রতত্র মিশুক/ইজিবাইক দাড় করিয়ে যাত্রী তোলা আর রাস্তার দুইপাশে এলোমেলো ফুটপাত। এদিকে ফতুল্লা মসজিদ সংলগ্ন বাজারের প্রবেশ মুখে মালবাহী ট্রাক রেখে লোড-আনলোড করা এবং সরু রাস্তার উভয় পাশে থানার প্রবেশ মুখ থেকে ফতুল্লা বালুঘাট পর্যন্ত উভয় পাশে ফুটপাত গড়ে ওঠা।
এছাড়া, ফতুল্লা পোস্ট অফিসে শিবু মার্কেটের প্রবেশ মুখের উভয় পাশে অবৈধভাবে গড়ে ওঠা ইজিবাইক স্ট্যান্ড।
ফলে এই অত্যাবশ্যকীয় সড়কে যানজট লেগেই থাকে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় ঘণ্টার পর ঘণ্টা।
আরও পড়ুন: ঢাকার যানজট সমস্যা নয়, চ্যালেঞ্জ: ডিএনসিসি মেয়র
এমনকি যানজটের আরেকটি কারণ হলো ঢাকা-নারায়ণগঞ্জ ডিএনডি সড়কে খালি ট্রাক পার্কিং করা। খালী ট্রাকগুলোও ঢাকা-নারায়ণগঞ্জ ডিএনডি সড়কের দুইপাশে রাখছেন ট্রাকের মালিক ও চালকেরা। যে যার মত করে রাস্তা দখল করে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি করছে।
এদিকে পণ্যবোঝাই ট্রাকগুলো ফতুল্লার প্রবেশ ও বহির্গমন পয়েন্ট অতিক্রম করতে প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হয়।
এছাড়া পাশে ট্রাফিক পুলিশ থাকার পরেও তারা সঠিকভাবে দায়িত্বে পালন করছেন না।
বিসিক গেট ২ থেকে পঞ্চবটি পর্যন্ত সড়কে প্রায়ই যানজট থাকে। শুধুমাত্র ট্রাক চালক ও অটোরিকশা ট্রাফিক আইন লঙ্ঘন করার কারণে যাত্রীদের জন্য প্রচণ্ড দুর্ভোগ সৃষ্টি হয়।
এমনকি পথচারীদেরও ফুটপাথে চলতে অসুবিধা হয়।
মুন্সীখোলা, তালতলা দেশের বৃহত্তম রড সিমেন্টের হাব। এখান থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে ইট, সিমেন্ট ও রড সরবরাহ করা হয়।
এই সড়কে চলাচলকারী অনেক যাত্রী বলেন, পবিত্র রমজান মাসে তাদের যাতায়াত কেমন হবে তা বলা মুশকিল। এছাড়া পুরো রাস্তা দখলের পাশাপাশি কাচা রাস্তায় ইজিবাইক-মিশুক-বাস-ট্রাক পার্ক করে মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।
এদিকে যাত্রীরা স্বীকার করেন, ছোট-বড় কোনো যানবাহনের চালকই ট্রাফিক নিয়ম মানতে চান না।
এ রুটে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং বাড়ানোর জোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
যা রাস্তার কিছু অংশ যানজট মুক্ত করতে পারে।
বিশেষত, যাত্রীরা আনন্দ এবং বোরাক পরিবহন এর চালক ও হেলপারদের ট্রাফিক বিশৃঙ্খলার জন্য দায়ী করেছে।
ফতুল্লার বাসিন্দাদের দাবি, ঢাকা-নারায়ণগঞ্জ ডিএনডি সড়কে যানজট নিরসনে চালক-হেলপার, মালিক সমিতি ও শ্রমিক নেতাদের সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে এবং এ সমস্যা সমাধানে প্রশাসন ও ট্রাফিক পুলিশকে সজাগ থাকতে হবে।
আরও পড়ুন: টঙ্গী থেকে মগবাজার পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ যানজট