খেলাধুলা
বিজিএমইএ প্যাডেল কাপ-২০২৫ এর সফল সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত দু’দিনব্যাপী 'বিজিএমইএ প্যাডেল কাপ ২০২৫' টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা প্যাডেল টেনিস গ্রাউন্ডে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
এই প্রতিযোগিতায় বিজিএমইএ এর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা নতুন (বিগিনার) এবং অভিজ্ঞ (এডভান্সড), এই দুই ক্যাটাগরিতে অংশগ্রহন করেছেন। বিগিনার ক্যাটাগরিতে ১১টি টিম ও এডভান্সড ক্যাটাগরিতে ৮টি টিম, সর্বমোট ১৯টি টিম প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে।
বিজিএমইএ এর পরিচালকদের মধ্য থেকে শাহ রাঈদ চৌধুরী, নাফিস - উদ-দৌলা, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, আসেফ কামাল পাশা, মোহাম্মদ সোহেল এবং সাকিফ আহমেদ সালাম খেলায় অংশগ্রহণ করেন।
উভয় ক্যাটাগরির ফাইনাল ম্যাচ শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বিজিএমইএ এর এই উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন।
বিগিনার গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে 'সি' টিম; ফাহিম টেক্সটাইল মিলস লিঃ এর পরিচালক ফাহিম ফয়সাল ও পরিবার সদস্য আহনাফ আবতাহি আমিন।
অ্যাডভান্স গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ‘ই’ টিম, জালাল হ্যাটস অ্যান্ড অ্যাপারেলস লিঃ এর পরিবার সদস্য আহমেদ আল সালমান ও ভয়েজার অ্যাপারেলস লিঃ এর পরিবার সদস্য নাসাফ আহমেদ নাসির।
সমাপনী বক্তব্যে বিজিএমইএ পরিচালনা পর্ষদের সদস্য শাহ রাঈদ চৌধুরী বলেন, ‘আমরা আনন্দিত যে, আমাদের শিল্পখাতের সদস্যদের জন্য এই সফল টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। সদস্যদের মধ্যে কর্মউদ্যম বাড়াতে এবং পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার অভিপ্রায় থেকে বিজিএমইএ এই প্যাডেল কাপ আয়োজন করেছে।’
বিজিএমইএ প্যাডেল কাপ ২০২৫ আয়োজনে স্পন্সর হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক; কিট পার্টনার হিসেবে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড, দৌড়; কো-পার্টনার হিসবে বিকাশ এবং মিডিয়া কভারেজে টি- স্পোর্টস সহযোগিতা প্রদান করেছে।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— বিজিএমইএ-এর সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, বিজিএমইএ-এর পরিচালনা পর্ষদের সদস্য শাহ রাঈদ চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহিম, আসেফ কামাল পাশা, মোহাম্মদ সোহেল, সাকিফ আহমেদ সালাম, বিজিএমইএ এর স্পোর্টস কমিটির চেয়ারম্যান মোঃ সাজ্জাদ আলী খান ও কমিটির কো-চেয়ারম্যান এম ইশফাক আহসান।
৪ দিন আগে
নারী আম্পায়ার শাথিরা জেসিকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অভিনন্দন
ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামের (আইভিএলপি) সাবেক শিক্ষার্থী শাথিরা জাকির জেসিকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (২৬ আগস্ট) এক বার্তায় তাকে অভিনন্দন জানায় দূতাবাস।
জেসি ওয়ার্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ পরিচালনার জন্য প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে নিযুক্ত হয়ে ইতিহাস গড়তে চলেছেন।
দূতাবাস বার্তায় জানিয়েছে, আমেরিকান এক্সচেঞ্জ প্রোগ্রাম খেলাধুলার মাধ্যমেও সুযোগ তৈরি করে বিশ্বব্যাপী সংযোগ তৈরি করে এবং উদ্ভাবনকে উৎসাহিত করে।
১০০ দিন আগে
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ: বাছাইপর্বে লাওসের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে জয়ের সূচনা করেছে বাংলাদেশ।
বুধবার (৬ আগস্ট) ভিয়েনতিয়েনের নিউ লাওস জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এই পর্বে তাদের প্রথম ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে এবং ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকার জোড়া গোল ও মিডফিল্ডার মুনকি আক্তারের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।
মাত্র ১৭ বছর বয়সী সাগরিকা সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এই ম্যাচেও তার ধারাবাহিকতা ধরে রেখেছেন।
ম্যাচের ৩৬ মিনিটের মাথায় শান্তি মার্ডির কর্নার থেকে হেড করে গোল করে তিনি প্রথম গোলটি করেন। পরে ৫৮ মিনিটে গিয়ে তৃষ্ণা রানীর কাছ থেকে সময়োপযোগী পাস পেয়ে শান্তভাবে গোল করেন মুনকি।
ম্যাচটি ৮৬ মিনিটে গড়ালে লাওস একটি গোল করে রক্ষণাত্মক দুর্বলতা কাজে লাগায়। তবে কিন্তু সাগরিকা আবারও নিজের দলের জয় নিশ্চিত করেন।
ফিফা র্যাঙ্কিংয়ে লাওস ২১ ধাপ এগিয়ে (বাংলাদেশের ১২৮ নম্বরের বিপরীতে ১০৭ পয়েন্ট) থাকা সত্ত্বেও, বাংলাদেশই বলের নিয়ন্ত্রণ করে এবং আরও বেশি সুযোগ তৈরি করেছে।
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ১৩টি বাছাইপর্বের মধ্যে এটি বাংলাদেশের তৃতীয় জয়।
বাংলাদেশ পরবর্তীতে পূর্ব তিমুর-লেস্টের মুখোমুখি হবে। অন্যদিকে পূর্ব তিমুর-লেস্টের বিপক্ষে ৯-০ গোলে জয়ী দক্ষিণ কোরিয়া গোল ব্যবধানে গ্রুপে শীর্ষে থাকবে। গ্রুপ বিজয়ী এবং আটটি গ্রুপের সেরা তিন রানার্সআপ দল ২০২৬ সালে ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে।
১২০ দিন আগে
বন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার তাসকিনের, বললেন ‘ভুল বোঝাবুঝি’
শৈশবের বন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় দলের ক্রিকেটার পেসার তাসকিন আহমেদ। তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি শুধু একটি ভুল বোঝাবুঝি ছিল।
সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। মারধরের অভিযোগকে ‘ভিত্তিহীন গুজব’ আখ্যা দিয়ে তাসকিন আহমেদ তার ভক্তদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রবিবার (২৭ জুলাই) গভীর রাতে রাজধানীর মিরপুর মডেল থানায় সিফাত উর রহমান নামের এক ব্যক্তি একটি জিডি করেন। এতে তিনি অভিযোগ করেন, তাসকিন তাকে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। সিফাত তাসকিনের দীর্ঘদিনের বন্ধু বলেও জানা গেছে।
পোস্টে তাসকিন লিখেন, ‘এমন অভিযোগ আমি, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় ‘
গুজবকে বিশ্বাস না করে মানুষ সত্যের সঙ্গে থাকবেন বলে আশা প্রকাশ করেন জাতীয় দলের এই তারকা খেলোয়াড়।
১২৯ দিন আগে
নিকো, লুইসকে না পেয়ে র্যাশফোর্ডকে দলে টানছে বার্সেলোনা
নিকো উইলিয়ামসকে নিয়ে কম নাটক হয়নি। কিন্তু শেষমেষ তাকে না পেয়ে লুইস দিয়াসকে দলে টানতে মরিয়া হয়েছিলেন বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর দেকো। তার মধ্যেই সবাইকে অবাক করে দিয়ে মার্কাস র্যাশফোর্ডকে দলে ভেড়ানোর খবর চাউর হয়েছে।
ইংলিশ ফুটবলের দলবদল-সংক্রান্ত সবচেয়ে নির্ভরযোগ্য সাংবাদিক ডেভিড অর্নস্টাইন জানিয়েছেন, এক মৌসুমের জন্য র্যাশফোর্ডকে ধারে পেতে মধ্যস্থতাকারীর মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। রুবেন আমোরিমের দলে ব্রাত্য এই উইঙ্গারের জন্য প্রস্তাবটি প্রাথমিকভাবে গ্রহণ করেছে ইউনাইটেড। আলোচনা একেবারে শেষ পর্যায়ে, এখন কয়েকটি বিষয় সমাধানে শেষ মুহূর্তের আলোচনা চলছে।
বার্সেলোনায় এলে র্যাশফোর্ডের বেতনের পুরোটাই বহন করবে বার্সেলোনা। সেইসঙ্গে আগামী মৌসুমে যদি তাকে স্থায়ীভাবে কিনে রেখে দিতে চায়, তবে ৩৫ মিলিয়ন ইউরোর মতো গুনতে হতে পারে ক্লাবটিকে। অন্তত বার্সেলোনার সংবাদ কভার করা ইতালিয়ান সাংবাদিক মাত্তেও মোরেত্তো তেমনই বলেছেন।
এদিকে, ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানোও ‘হেয়ার উই গো’ বলে র্যাশফোর্ড-বার্সা দলবদলের বিষয়টি নিশ্চিত করে দিয়েছেন।
আরও পড়ুন: বার্সেলোনাসহ ৫ ইউরোপীয় ক্লাবকে বড় অঙ্কের জরিমানা
রোমানো জানিয়েছেন, আজ রবিবার অথবা আগামীকালই ইংল্যান্ড থেকে কাতালুনিয়ায় পৌঁছাবেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। এরপর শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আগামী সপ্তাহ, অর্থাৎ সোমবার থেকে যেকোনো দিন তার দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা দেবে বার্সেলোনা।
সবকিছু ঠিকঠাক থাকলে কাতালান ক্লাবটির প্রাক-মৌসুম সফরেও সঙ্গী হবেন র্যাশফোর্ড।
এদিকে, আর্থিক জটিলতার কারণে এখনও ১:১ নিয়মে ফিরতে পারেনি বার্সেলোনা। কয়েকদিন আগে এস্পানিওল থেকে দলে ভেড়ানো তরুণ গোলরক্ষক জোয়ান গার্সিয়ারই এখনও লা লিগায় নিবন্ধন সম্পন্ন করতে পারেনি ক্লাবটি। ফলে র্যাশফোর্ডের নিবন্ধনেও সময় লাগবে। তবে বার্সেলোনায় খেলতে সমস্ত অনিশ্চয়তা দূরে ঠেলে প্রস্তাব আসার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান তিনি।
এর আগে গত মৌসুমের জানুয়ারির দলবদলের সময়ও বার্সেলোনায় আসার ইচ্ছাপ্রকাশ করেছিলেন র্যাশফোর্ড। সে সময় নিজের প্রতিনিধিকে দিয়ে ক্লাবটির কাছে প্রস্তাবও পাঠিয়েছিলেন তিনি। তবে তখন শেষ পর্যন্ত তাকে দলে টানেনি কাতালানরা।
এরপর মৌসুমের বাকি সময়ের জন্য ধারে উনাই এমেরির অ্যাস্টন ভিলায় যান তিনি। সেখানে ঘরোয়া ও ইউরোপা লিগে নিজের প্রতিভার সাক্ষর রাখেন র্যাশফোর্ড। সেইসঙ্গে ১৭ ম্যাচে ১০ গোলে অবদান রাখেন (৪ গোল ও ৬ অ্যাসিস্ট)।
তবে এপ্রিল মাসে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আগেভাগেই তার মৌসুম শেষ হয়ে যায়। শেষ চার ম্যাচে ভিলানদের হয়ে খেলতে পারেননি তিনি। এমনকি ইংল্যান্ড জাতীয় দলের জন্য অ্যান্ডোরা ও সেনেগালের বিপক্ষে ম্যাচের জন্য থমাস টুখেলের ঘোষিত স্কোয়াডেও জায়গা হয়নি তার।
ইউনাইটেডের সর্বোচ্চ আয়ের খেলোয়াড়দের একজন র্যাশফোর্ড। তার সাপ্তাহিক বেতন ৩ লাখ ৮০ হাজার ইউরোরও বেশি। এই বেতনের তিন-চতুর্থাংশ পরিশোধ করে ভিলা। এর পাশাপাশি পারফরম্যান্সভিত্তিক বোনাসও দিয়েছে ক্লাবটি।
এ বছরের শুরুতে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেছিলেন, তিনি লামিন ইয়ামাল ও রাফিনিয়ার পাশাপাশি উইংয়ে আরও খেলোয়াড় চান। বিকল্প না থাকায় মৌসুমের শেষভাগে এসে খানিকটা ভুগতেও হয়েছে দলটিকে।
আরও পড়ুন: নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধার বার্সেলোনার
এরপর মৌসুম শেষ হলে আথলেতিক বিলবাউয়ের তরুণ প্রতিভা নিকো উইলিয়ামসের প্রসঙ্গটি আরও একবার সামনে আসে। কিন্তু শুরুতে বার্সেলোনা সাফ জানিয়ে দেয়, নিকোর জন্য অপেক্ষা করে গত বছরই ছেড়ে গেছে বার্সেলোনার ট্রেন।
তবে নিজেই এবার প্রতিনিধিকে দিয়ে বার্সায় খেলার আগ্রহ প্রকাশ করেন নিকো। সেইসঙ্গে ব্লাউগ্রানা জার্সি পরতে প্রয়োজনে গতবার বার্সেলোনার প্রস্তাবিত বেতনের চেয়েও কম নিতে রাজি বলে জানান তিনি। এমনকি বায়ার্ন মিউনিখ তাকে অপেক্ষাকৃত অনেক বেশি বেতনের প্রস্তাব দিলেও বার্সেলোনায় খেলার আগ্রহ থেকে তিনি তা প্রত্যাখ্যান করেন।
বাঁ উইংয়ে তার শক্তি ও তীব্র আগ্রহ বিবেচনায় আর্থিক বিষয়গুলো নিয়ে নড়েচড়ে বসে বার্সা কর্তৃপক্ষ। নিকোর রিলিজ ক্লসের ৬০ মিলিয়ন ইউরো জোগাড়ও শুরু করে তারা। শেষ পর্যন্ত যখন বিলবাউয়ের কাছে প্রস্তাব দেওয়া হবে, তখনই সবাইকে অবাক করে দিয়ে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নেন তিনি।
পরে অবশ্য জানা যায়, বিলবাউকে ট্রান্সফারের অর্থ পরিশোধ করলেও নিজের নিবন্ধনের বিষয়টি নিয়ে লিখিত নিশ্চয়তা চেয়েছিলেন নিকো। কিন্তু বার্সেলোনা তা দিতে অস্বীকৃতি জানালেও তিনি মৌসুমের শুরু থেকেই দলের সঙ্গে খেলবেন বলে মৌখিক নিশ্চয়তা দিয়েছিল। তবে তাতে আশ্বস্ত হতে পারেননি তিনি। অন্যদিকে, নিজের বড় ভাই ইনিয়াকি উইলিয়ামস এবং ক্লাবের পক্ষ থেকে তাকে বারবার নতুন চুক্তিতে সই করতে চাপ দেওয়া হচ্ছিল।
নিকোর সঙ্গে হওয়া তিক্ত অভিজ্ঞতার পর নিজের প্রথম পছন্দ লিভারপুলের কলম্বিয়ান তারকা লুইস দিয়াসের দিকে দৃষ্টি দেন দেকো। তার জন্য উঠেপড়ে লাগে বায়ার্নও। কিন্তু দুই ক্লাবের প্রাথমিক প্রস্তাবই প্রত্যাখ্যান করে লিভারপুল। এরপর কয়েক দফায় বায়ার্ন অর্থের পরিমাণ বাড়ালেও তাতে এখনও রাজি হয়নি ইংলিশ লিগ চ্যাম্পিয়নরা। এই অবস্থা এবং নিজেদের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে দিয়াসের দিক থেকে মুখ ফেরায় বার্সেলোনা।
আরও পড়ুন: এমবাপ্পের হ্যাটট্রিক ম্লান করে মৌসুমের শেষ এল ক্লাসিকোও জিতল বার্সেলোনা
শেষ পর্যন্ত গত সপ্তাহে নাকি ৬০ মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে রাজি হয়েছিল কাতালান ক্লাবটি। তবে স্বাভাবিকভাবেই ৯০ মিলিয়ন ইউরো চাওয়া লিভারপুলের কাছে সেটি পাত্তা পায়নি। তাই দীর্ঘদিন ধরে নিজের স্বপ্নের ক্লাবে খেলতে চাওয়া ইংলিশ প্রতিভাকেই দলে ভেড়াচ্ছে বার্সেলোনা।
এই চুক্তি কার্যকর করায় বার্সা কোচ হান্সি ফ্লিকের ভূমিকা ছিল বলে স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। জার্মান এই কোচের অধীনে একেকটি দানবে পরিণত হয়েছে দলটির তরুণ ফুটবলাররা। আনসু ফাতি ছাড়া বেশিরভাগ খেলোয়াড়ই ফর্মের তুঙ্গে রয়েছেন।
ফলে ফ্লিকের তত্ত্বাবধায়নে আসন্ন বিশ্বকাপের আগে নিজের হারানো ফর্ম ফিরে পাবেন, সঙ্গে স্বপ্নের ক্লাবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে থেকে যাবেন বহু বছর—র্যাশফোর্ডের পাশাপাশি এই প্রত্যাশায় বুক বেঁধেছেন বার্সেলোনার কোটি সমর্থক।
১৩৭ দিন আগে
বার্সেলোনাসহ ৫ ইউরোপীয় ক্লাবকে বড় অঙ্কের জরিমানা
আর্থিক নীতিমালা ভঙ্গের দায়ে বার্সেলোনা, চেলসি, অ্যাস্টন ভিলা, অলিম্পিক লিওঁ ও রোমাকে বড় অঙ্কের জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। পাশাপাশি এই ক্লাবগুলোর বিরুদ্ধে উয়েফার প্রতিযোগিতায় নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উয়েফার ক্লাব ফিন্যান্সিয়াল কন্ট্রোল বডি (সিএফসিবি) এই জরিমানা করেছে। উয়েফা বলছে, এই পদক্ষেপের মাধ্যমে ক্লাব ফুটবলে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় সংস্থাটি।
উয়েফার আর্থিক নিরীক্ষা অনুযায়ী, ২০২৪ সালের উয়েফার নির্ধারিত আর্থিক লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ায় ক্লাবগুলো এই জরিমানার মুখে পড়েছে। পরের মৌসুমে ব্যর্থতার পুনরাবৃত্তি হলে আরও বড় জরিমানা গুনতে হতে পারে ক্লাবগুলোকে।
এক বিবৃতিতে সিএফসিবি জানিয়েছে, ‘সম্পদ বিক্রি, খেলোয়াড় বিনিময় এবং সংশ্লিষ্ট পক্ষের মধ্যে খেলোয়াড় স্থানান্তরের মাধ্যমে যে আয় হয়, তা ক্লাবের হিসাব-নথিতে অন্তর্ভুক্ত করা যাবে না।’
ক্লাব বিশ্বকাপে আজ ব্রাজিলের ক্লাব পালমেইরাসকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট চেলসি। এমন খুশির দিনেও ক্লাবটিকে দুঃসংবাদ শুনতে হলো।
এই জরিমানার সবচেয়ে বড় অঙ্ক গুনতে হচ্ছে চেলসিকে। ক্লাবটিকে সর্বোচ্চ ৩১ মিলিয়ন ইউরো (৩৬.৫ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে। এর মধ্যে আয়ের বিধি লঙ্ঘনের দায়ে ২০ মিলিয়ন ইউরো এবং স্কোয়াড গড়তে ব্যয়ের নীতিমালা ভঙ্গের অভিযোগে আরও ১১ মিলিয়ন জরিমানা করা হয়েছে। এটি এক মৌসুমে কোনো ক্লাবকে উয়েফার করা সর্বোচ্চ জরিমানা।
আরও পড়ুন: ট্রাম্পকে শান্তির বার্তা দিলেন রোনালদো
তবে এই শাস্তি এখানেই শেষ নয়; নির্ধারিত সময়ের মধ্যে ক্লাবের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত না করতে পারলে তাদের আরও ৬০ মিলিয়ন ইউরো (৭১ মিলিয়ন ডলার) অতিরিক্ত জরিমানা গুনতে হতে পারে।
অন্যদিকে, গত কয়েক বছর ধরে আর্থিক সংকটে ভুগতে থাকা বার্সেলোনার ঘাড়ে চেপেছে ১৫ মিলিয়ন ইউরো (১৭.৭ মিলিয়ন ডলার) জরিমানা খড়্গ।
এর আগেও একবার উয়েফার জরিমানার কবলে পড়েছিল বার্সেলোনা। ২০২৩ সালে আয়ের তথ্য গোপন করার অভিযোগে কাতালান ক্লাবটিকে ৫ লাখ ইউরো জরিমানা করেছিল সংস্থাটি।
এ ছাড়া অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা ফরাসি ক্লাব লিওঁকে জরিমানা করা হয়েছে সাড়ে ১২ লাখ ইউরো। নির্দিষ্ট আর্থিক লক্ষ্য পূরণে ব্যর্থ হলে ভবিষ্যতে আরও বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে এই ক্লাবটিকেও।
আমেরিকান ব্যবসায়ী জন টেক্সটরের মালিকানাধীন লিওঁ বর্তমানে আর্থিক দুরবস্থার কারণে ফরাসি ঘরোয়া লিগ ‘লিগ আ’ থেকে অবনমনের বিরুদ্ধে লড়ছে। আগামী সপ্তাহে এ বিষয়ে ক্লাবটির করা আপিলের শুনানি হওয়ার কথা। তাছাড়া, উয়েফা-নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হলে লিওঁ আগামী মৌসুমে ইউরোপা লিগ থেকেও বাদ পড়তে পারে।
এই ক্লাবগুলোর পাশাপাশি আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে ১১ মিলিয়ন ইউরো এবং ইতালির রোমাকে ৩ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হবে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিয়াগো জোতা নিহত
উয়েফার শর্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ক্লাবগুলোকে দুই থেকে চার বছরের নির্দিষ্ট সময়সীমার মধ্যে উয়েফার আয়ের নীতিমালার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য ফেরাতে হবে।
১৫২ দিন আগে
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা বিসিবির
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলমান। এর মধ্যেই শুক্রবার (৩ জুলাই) তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম শেখ।
আর এক বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন সাইফউদ্দিন। সবশেষ, গত বছরের মে মাসে জিম্বাবুয়ে সিরিজে এই ফরম্যাটে খেলেছিলেন তিনি।
আগামী ১০ জুলাই ক্যান্ডিতে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচটি হবে ১৩ জুলাই। তিন দিন পর ১৬ জুলাই শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে কলম্বোতে। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।
পড়ুন: টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
টি- টোয়েন্টি সিরিজের বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
এদিকে, শনিবার (৪ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ।
১৫৩ দিন আগে
সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিয়াগো জোতা নিহত
সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ তারকা ফুটবলার দিয়াগো জোতা প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) স্পেনের জামোরার কাছে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তাতে আগুন ধরে যায়। এতে আপন ভাইয়ের সঙ্গে নিহত হন এই তারকা ফুটবলার।
মাত্র দুই সপ্তাহ আগে নিজের দীর্ঘদিনের বান্ধবী (প্রেমিকা) রুট কারর্ডোসোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জোতা। তাদের ঘরে তিনটি শিশু রয়েছে।
তারকা এই ফুটবলারের মৃত্যুতে পুরো ফুটবল অঙ্গন ও ভক্ত-সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জোতার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে তার ক্লাব লিভারপুল। এরমধ্যেই পর্তুগালের প্রধানমন্ত্রী ও দেশটির ফুটবল ফেডারেশনও শোক বার্তা দিয়েছে।
আরও পড়ুন: ট্রাম্পকে শান্তির বার্তা দিলেন রোনালদো
পর্তুগালের পোর্তো শহরের সন্তান দিয়াগো জোতা এফসি পোর্তো ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইউরোপিয়ান ফুটবলে নিজের জায়গা করে নেন। এরপর ২০২০ সালে তিনি প্রায় ৪ কোটি ১০ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দেন। খুব দ্রুতই তিনি রেডসদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন। লিভারপুলের হয়ে ১২৩ ম্যাচে ৪৭টি গোল করেন তিনি এবং চলতি বছরের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এদিকে, তিনি ৪৯টি আন্তর্জাতিক ম্যাচে পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন এবং দুইবার উয়েফা নেশনস লিগ জিতেছেন। সবশেষ গত জুন মাসে পর্তুগালের হয়ে ন্যাশন্স লিগের শিরোপা ঘরে তুলেছিলেন জোতা।
১৫৪ দিন আগে
রংপুর ক্রিকেট গার্ডেনের দুরবস্থায় বিসিবি সভাপতি হতাশ
রংপুরের ক্রিকেটকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল।
শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে রংপুর ক্রিকেট গার্ডেনে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী উৎসব চলাকালে তিনি এসব কথা বলেন।
ক্রিকেট গার্ডেনের আউটফিল্ড দেখে হতাশা প্রকাশ করে বিসিবি সভাপতি বলেন, এই ধরনের মাঠ ক্রিকেটের জন্য কখনোই গ্রহণযোগ্য নয়। এখানে অনেক ভালো করার জায়গা আছে। বিভাগীয় শহর হওয়ার পরও রংপুরে বিভাগীয় স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম নেই। এটি দুঃখজনক।
তিনি বলেন, ‘ক্রিকেটটা শুধু ঢাকাকেন্দ্রিক নয়, সব জায়গায় ছড়িয়ে দেওয়া চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া ভালোমানের খেলোয়াড় ও কোচিং স্টাফ তৈরিতে অতীতের ভুল শুধরিয়ে নতুন ধারায় এগিয়ে যাবে বাংলাদেশ।’
পাশাপাশি রংপুরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমিসহ ক্রিকেটারদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধার দ্বার উন্মুক্ত করার প্রতিশ্রুতি দেন বিসিবি সভাপতি।
আরও পড়ুন: টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সারা দেশের অন্যান্য বিভাগীয় নগরীর মতো রংপুরও সেসব সুবিধা পাওয়ার অধিকার রাখে। কারণ রংপুর থেকেও ক্রিকেটাররা জাতীয় ক্রিকেটে প্রতিনিধিত্ব করছে। এখানকার ক্রিকেটারদের মেধা আছে। সেই মেধার মুল্যায়ন অবশ্যই বিসিবি করবে।’
রংপুরে গত পাঁচ বছরে কোনো লিগ বা টুর্নামেন্ট আয়োজন না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে কী হয়েছে জানি না, তবে এখন ধাপে ধাপে সবকিছু করা হবে। দেশের কোনও অঞ্চলই অবহেলিত থাকবে না। সব অঞ্চলের খেলোয়াড়দের মূল্যায়নের আওতায় আনা হবে। সব বিভাগেই বয়সভিত্তিক লিগ ও টুর্নামেন্ট আয়োজন করা হবে।’
পরে অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি জেলা ও স্থানীয় প্রশাসন। তিনি ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেন এবং তাদের উৎসাহিত করেন।
১৫৯ দিন আগে
টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচটি ইনিংস ব্যবধানে হারের পর আরও এক দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা। টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
শনিবার (২৮ জুন) কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ৭৮ রান ও ইনিংস ব্যবধানে হারের লজ্জায় পড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শান্ত।
সংবাদ সম্মেলনে শান্ত জানিয়েছেন, টেস্ট দলের নেতৃত্বে আর থাকতে চান না তিনি। বিসিবিকেও এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে জানান তিনি।
২০২৪ সালে ক্রিকেটের তিন সংস্করণেই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব পান নাজমুল। পরে এ বছরের শুরুতে টি–টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়েন তিনি। সে সময় তার স্থলাভিষিক্ত হন লিটন দাসকে। এরপর চলমান শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে তাকে ওয়ানডে দলের নেতৃত্বেও না রাখার বিষয়টি জানতে পারেন শান্ত। তার বদলে মেহেদী হাসান মিরাজকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডুবল বাংলাদেশ
এরপর কলম্বো টেস্ট সিরিজ শুরুর আগেই শান্তর নেতৃত্ব ছাড়ার গুঞ্জন ওঠে। টেস্ট হারের পর সেই গুঞ্জন বাস্তবতায় পরিণত হলো।
বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের ত্রয়োদশ টেস্ট অধিনায়ক শান্ত। তার অধীনে ১৪টি টেস্ট ম্যাচ খেলেছে টাইগাররা। এর মধ্যে, নিউজিল্যান্ডের বিপক্ষে একটি, পাকিস্তানের বিপক্ষে দুটি ও জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ।
এ ছাড়া ওয়ানডে ফরম্যাটে শান্তর অধীনে ১৩ ম্যাচ খেলে ৪টি জিততে পেরেছে বাংলাদেশ।
অধিনায়ক হিসেবে টেস্ট ও ওয়ানডেতে শান্তর ব্যক্তিগত পারফর্ম্যান্স ভালোই ছিল বলতে হয়। টেস্টে ক্যারিয়ারে তার ব্যাটিং গড় ৩২ হলেও অধিনায়ক হিসেবে তার গড় ৩৬। তার পুরো ক্যারিয়ারে ৭ সেঞ্চুরি আর ৫ ফিফটির মধ্যে ৩টি সেঞ্চুরি ও ২টি অর্ধ-শতক এসেছে অধিনায়ক হওয়ার পর।
সবশেষ, চলতি সিরিজে এক টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসে শতক হাঁকানোর নজিরও গড়েন তিনি। গল টেস্টে প্রথম ইনিংসে ১৪৮ রান ও দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে অপরাজিত ইনিংস খেলেন সদ্য টেস্টের অধিনায়কত্ব ছাড়া এই ব্যাটার।
ওয়ানডেতে অধিনায়ক হিসেবে তিনি আরও ভালো খেলেছেন। অধিনায়ক হিসেবে তার ব্যাটিং গড় ৫১। ক্যারিয়ারসেরা অপরাজিত ১২২ রানের ইনিংসটি অধিনায়ক থাকাকালেই এসেছে তার ব্যাট থেকে। সঙ্গে তার স্ট্রাইক রেটেও উন্নতি হয়েছে।
১৫৯ দিন আগে