বৃষ্টির পূর্বাভাস
বায়ুদূষণের শীর্ষে আজ জেরুজালেম, ঢাকায় কী অবস্থা
আজ সোমবার, সপ্তাহের তৃতীয় কর্মদিবস। রাজধানী ঢাকাতে আজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও সকাল থেকেই রোদঝলমলে আবহাওয়া, তাপমাত্রাও কিছুটা বেশি অনুভূত হয়েছে। তবে এর মধ্যেও ঢাকার বাতাসে দূষণের মাত্রা অনেকটা কম বলে জানিয়েছে বাতাসের দূষণের মান নির্ধারণকারী সংস্থা আইকিউএয়ার।
সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বাতাসের একিউআই সূচক ছিল ৫৩। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার ৬৭তম স্থানে নেমে এসেছিল ঢাকা।
এদিকে, এই তালিকার শীর্ষে সাধারণত আফ্রিকান বা দক্ষিণ এশিয়ার কোনো শহর থাকলেও আজ শীর্ষে রয়েছে ইসরায়েলের জেরুজালেম। শহরটির একিউআই স্কোর ২৩২— যার মানে শহরটির বাতাস হয়ে উঠেছে ‘খুব অস্বাস্থ্যকর’। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ ও কঙ্গোর কিনশাসা। স্কোর যথাক্রমে ১৮২ ও ১৬৫।
অন্যদিকে, বায়ুমান সূচক অনুযায়ী ঢাকার স্কোর ‘মাঝারি’ শ্রেণিভুক্ত হলেও শহরটির বাতাসের মান ভালো হয়ে ওঠার খুব কাছাকাছি। গতকাল সকালের দিকে ৫০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘ভালো’ হয়ে উঠেছিল। সে তুলনায় আজ সামান্য অবনতি হলেও খুব বেশি অস্বাস্থ্যকর হয়ে ওঠেনি শহরটির বাতাস।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
তবে গতকাল ৯০ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকার নিচের দিকে থাকলেও আজ শীর্ষ দশে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। ১৪৪ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে শহরটি। অন্যদিকে, গতকালের চেয়ে আজ ভারতের দিল্লির বাতাসের দূষণ কমেছে। ৭৭ স্কোর নিয়ে ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে শহরটির বাতাস।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১১৬ দিন আগে
ঈদের দিন বাড়বে গরম, ঝরবে বৃষ্টি
আগামীকাল সারাদেশে পালিত হবে ঈদুল আজহা। অনেকটা পথ পাড়ি দিয়ে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে নিজ বাড়িতে গিয়েছেন অনেকে। তবে শান্তিতে ঈদে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি ও গরম। কারণ শনিবার (৭ জুন) সারাদেশে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা বাড়ারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৬ জুন) সারাদেশের সকাল ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, আগামীকাল ঈদের দিনও বৃষ্টি থাকতে পারে। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রাও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আরও পড়ুন: সাত জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত
তাছাড়া, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্যও আজ কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে বৃষ্টি।
আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। তাই এ সময় যারা কোনো কাজে বাইরে বের হবেন, প্রস্তুতি নিয়েই বের হওয়া উচিত।
তাছাড়া, এসব এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।
১৮২ দিন আগে
দেশজুড়ে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি আরও বিস্তৃত হওয়ার উপযোগী পরিবেশ বিদ্যমান। পাশাপাশি, চলতি মাসের ২৭ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা দেশের সামগ্রিক আবহাওয়ায় পরিবর্তন আনতে পারে।
সোমবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এতে আরও বলা হয়েছে, এদিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আরও পড়ুন: একটু বৃষ্টিতেই হাঁটুজল ঢাকায়, নগরবাসীর ভোগান্তি চরমে
এ ছাড়া, রাজধানী ঢাকাসহ পাশ্ববর্তী এলাকার সকাল ৭টা থেকে পরের ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ (সোমবার) ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদদের ভাষ্যে, মৌসুমি বায়ুর অগ্রগতির প্রভাবে আগামী দিনগুলোতে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে, তবে আজকের জন্য ঢাকার পরিবেশ তুলনামূলকভাবে শুষ্ক ও স্থির থাকবে।
১৯৩ দিন আগে
দেশের সাত বিভাগে বৃষ্টির পূর্বাভাস
রাজধানী ঢাকাসহ সাতটি বিভাগে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এসময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আর অস্থায়ীভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ‘অস্বাস্থ্যকর বাতাস’ নিয়ে বিশ্বে চতুর্থ দূষিত শহর ঢাকা
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানী ঢাকাসহ সারা দেশের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, সারা দেশের সকাল ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
২২০ দিন আগে
২৪ ঘণ্টায় ঢাকাসহ সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।’
রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোরে দেশের সর্বোচ্চ ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আর গতকাল ও আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ দশমিক ২ ও ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যথাক্রমে পাবনার ঈশ্বরদীতে ও বান্দরবানে।
এদিকে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ঢাকাসহ সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস
৫১৬ দিন আগে
৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়- বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়।
পূর্বাভাসে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এদিকে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
অন্যদিকে, গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে।
আরও পড়ুন: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
ঢাকাসহ ৩ বিভাগে বইছে মৃদু-মাঝারি শৈত্যপ্রবাহ: বিএমডি
৬৭২ দিন আগে
চলমান মৃদ্যু শৈত্যপ্রবাহের মধ্যে ঢাকায় কবে বৃষ্টি হবে?
চলমান মৃদ্যু শৈত্যপ্রবাহের মধ্যে আজ বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, প্রথম ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
এদিকে, পরের ২৪ ঘণ্টায় বলা হয়েছে- রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বুলেটিনে আরও বলা হয়, রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন: আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে বলে উল্লেখ করা হয়।
সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে অধিদপ্তর জানিয়েছে।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে বান্দরবানে। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয় টেকনাফে।
আরও পড়ুন: দেশে মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দৈনন্দিন জীবন
মঙ্গলবার সকালে বিশ্বে দ্বিতীয় দূষিত বাতাস ঢাকার
৬৮৮ দিন আগে
দেশের কিছু অংশে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাদের নিয়মিত পূর্বাভাসে জানিয়েছে, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অধিদপ্তরের উক্ত নিয়মিত বুলেটিনে আরও বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও এতে জানান হয়।
আরও পড়ুন: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা চতুর্থ
রবিবার সকাল ৬টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহীতে। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলী এবং রাজশাহীতে।
দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৩৪ মিলিমিটার রেকর্ড করা হয় সিলেটে।
এদিকে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আরও পড়ুন: ঢাকাসহ অন্যান্য বিভাগে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর
৯২৯ দিন আগে
বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে: বিএমডি
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আরও পড়ুন: আগামী ৩ দিন বৃষ্টির সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে, ‘দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
এতে বলা হয়েছে, ‘খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে প্রবল তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।’
আবহাওয়া অধিদপ্তর জানায়, ‘সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’
এছাড়াও, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা: বিএমডি
রেকর্ড পরিমাণ তাপমাত্রার মধ্যেও বিশ্বের পঞ্চম দূষিত শহরের তালিকায় ঢাকা
৯৬৩ দিন আগে
দেশে আরও বৃষ্টিপাত হতে পারে: আবহাওয়া অফিস
আগামী ২৪ ঘণ্টায় দেশে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আরও পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় বৃষ্টি সম্ভাবনা
এতে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে
যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের তেতুলিয়ায় ২১ দশমিক ১ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি হতে পারে
এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে।
১১৪৭ দিন আগে