সুনামগঞ্জ
সুনামগঞ্জে অটোরিকশা খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৭
সুনামগঞ্জের জামালগঞ্জে আটোরিকশা খাদে পড়ে শাহীনূর রহমান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ভীমখালী ইউনিয়নের জাল্লাবাজ গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীনূর (২০) জামালগঞ্জ উপজেলার ভীমখালী চানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
স্থানীয় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি বলেন, ‘শাহীনূরসহ আমরা আট শ্রমিক অটোরিকশা যোগে কাজের উদ্দেশে সেলিমগঞ্জ যাচ্ছিলাম। এ সময় জাল্লাবাজ গ্রামে পৌঁছানো মাত্রই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় আমরা ৭ শ্রমিক আহত হই। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাহীনূরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
জামালগঞ্জ থানার সেকেন্ড অফিসার পংকজ ঘোষ বলেন, ‘গাড়িতে আটজন যাত্রী ছিলেন। খাদে পড়ে একজনের মৃত্যু হয়। বাকিরা আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। নিহতের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।’
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জে এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
আগামী এপ্রিলে সারাদেশে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এজন্য ছাতকের বিভিন্ন বিদ্যালয়ে ফরম পূরণ শুরু হয়েছে।
তবে ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে ফরম পূরণের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ হাজার ৮০০ টাকা করে আদায় করা হলেও তা দেখার কেউ নেই।
এছাড়া গেল ২৯ ডিসেম্বর ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। কিন্তু সফটওয়্যারজনিত ত্রুটি দেখিয়ে তিন দিনের ব্যবধানে গত ১ জানুযারি দ্বিতীয় বার নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ রবিউল ইসলাম।
বার্ষিক পরীক্ষার নবম শ্রেণির দুটি ফল প্রকাশের ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন।
অভিযোগ আছে, জাতীয় শিক্ষা বোর্ডের নিয়মনীতির তোয়াক্কা না করে ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেছে ছাতকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ফলে পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে বহু শিক্ষার্থীর।
অতিরিক্ত টাকা পরিশোধ করতে দিশেহারা হয়ে পড়ছেন নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি ফিস ১৬৫০ টাকা, সেন্টার ফিস ৪৮০ টাকাসহ দুই হাজার ১৩৯ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে ১১ শর্ত
এছাড়া বিজ্ঞান বিভাগের জন্য পাঁচ হাজার ৮০০ টাকা এবং বাণিজ্য ও মানবিক বিভাগের জন্য পাঁচ হাজার ৬০০ টাকা ধরা হয়েছে। তবে সুবিধাভোগীরা ম্যানেজিং কমিটির নাম ভাঙিয়ে অতিরিক্ত টাকা আদায় করছেন।
চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করা শর্তে বলেন, তাদের কাছ তিন থেকে চার হাজার টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে।
নবম শ্রেণিতে দুবাব পরীক্ষার ফলাফল প্রকাশের সত্যতা স্বীকার করে স্কুলের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম বলেন, ‘সফটওয়্যারজনিত যান্ত্রিক ত্রুটি দেখিয়ে এসব করা হয়।’
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখরবিউল ইসলামকে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার ফোন করলে কেউ রিসিভ করেননি।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা পুলিন চন্দ্র রায় বলেন, ‘শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা আদায় করা অন্যায়। এছাড়া নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার দুটি ফলাফল প্রকাশ করতে পারেন না। এসব ঘটনার খোঁজ-খবর নিয়ে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, ‘এসএসসির নিধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা নেওয়ার প্রশ্ন ওঠে না।’
বার্ষিক পরীক্ষায় দুটি ফলাফল প্রকাশের ঘটনায় ইউএনও বলেন, ‘এসব ঘটনায় অভিযোগ পেলে শিক্ষকের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।’
২ সপ্তাহ আগে
সুনামগঞ্জে মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে নিহত ২
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জগন্নাথপুর সড়কের সিচনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০) ও শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমেদ (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী।
২ সপ্তাহ আগে
সুনামগঞ্জে হাওররক্ষা বাঁধের পিআইসি কমিটি গঠন
সুনামগঞ্জের তাহিরপুরে কৃষকদের অংশগ্রহণে হাওরের ক্ষতিগ্রস্ত ফসলরক্ষা বাঁধ মেরামতের লক্ষ্যে গণশুনানির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন (পিআইসি) কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে মনিটরিং কমিটির সব সদস্যের উপস্থিতিতে যাচাই-বাছাই করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি আবুল হাসেম সই করা ৩০টি পিআইসির খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
অবশিষ্ট পিআইসি কমিটি দুয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে বলে সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন: সুনামগঞ্জের হাওরের পানি নিষ্কাশনে ধীরগতি, বিপাকে কৃষক
মহালিয়া হাওর পারের কৃষক শফিকুল ইসলাম বলেন, বিগত বছরগুলোতে পিআইসি কমিটি গঠনে অনেক অনিয়ম দেখা গেলেও এ বছর কৃষকদের অংশগ্রহণে গণশুনানির মাধ্যমে মনিটরিং কমিটির উপস্থিতিতে পিআইসি কমিটি গঠন করা হয়েছে, যা বিগত বছরগুলোতে দেখা যায়নি। আমরা হাওর পারের কৃষকরা বলতে চাই, এভাবে প্রতি বছর কৃষকদের অংশগ্রহণে পিআইসি কমিটি গঠন করা হলে কোনো বৈষম্য থাকবে না এবং প্রকৃত কৃষকরা তার সুফল পাবে।
তিনি বলেন, এই বছর নীতিমালা অনুযায়ী প্রকৃত কৃষকরা পিআইসিতে অন্তর্ভুক্ত হওয়ায় কথিত দুর্নীতিবাজদের পকেট ভারী না হওয়ায় প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমরা হাওর পারের কৃষকরা চাই সময়মতো বাঁধের কাজ শুরু হয়ে সময়মতো কাজ শেষ হোক, যেন আমাদের ধানগুলো তুলতে পারি।
শনির হাওর পারের কৃষক সামরুল ইসলাম বলেন, পিআইসি কমিটি প্রকাশিত হওয়ার পর কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দুর্নীতিমুক্ত পিআইসি কমিটি গঠন করায় হাওরবাসীর পক্ষ থেকে ইউএনও আবুল হাসেম স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা কৃষকেরা আশা করছি সময়মতো বাঁধের কাজ শেষ হবে, কৃষক নিশ্চিন্তে তার ধানগুলো তুলতে পারবে।’
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন, ‘প্রকৃত কৃষকদের অংশগ্রহণে সোনালী ফসল ঘরে তুলতে নীতিমালা অনুযায়ী এই বছর বাঁধ মেরামত ও সংস্কারের জন্য পিআইসি গঠন ও কমিটি প্রকাশিত করা হয়েছে।’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি আবুল হাসেম বলেন, ‘হাওর রক্ষা বাঁধে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কাবিটা নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর হাওর রক্ষা বাধ (পিআইসি) কাজের উদ্বোধন করা হয়েছে। হাওরের পানি অন্যান্য বছরের তুলনায় এই বছর ধীরে ধীরে নামছে। বৃহস্পতিবার ৩০টি পিআইসি খসড়া প্রকাশিত হয়েছে। অবশিষ্ট পিআইসির তালিকা প্রস্তুত রয়েছে প্রকাশ করা হবে।’
আরও পড়ুন: সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে উদ্বেগ বাড়ছে
৩ সপ্তাহ আগে
সুনামগঞ্জের হাওরের পানি নিষ্কাশনে ধীরগতি, বিপাকে কৃষক
সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরের পানি নিষ্কাশন হচ্ছে ধীরগতিতে। এতে বিপাকে রয়েছেন স্থানীয় অনেক কৃষক।
জানা গেছে, উপজেলার সব হাওরের পানি সঠিক সময়ে কমে বোরো ধান রোপণ করার প্রায় উপযুক্ত সময় হলেও বেহেলী ইউনিয়নের বাড়িরনামা হাওরের পানি এখনও পুরোপুরি কমেনি। ধীরগতিতে বাড়িরনামা হাওরের এই পানি নিষ্কাশনে বিপাকে রয়েছেন কৃষকেরা।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী একাধিক কৃষকের সঙ্গে কথা বলে বাড়িরনামা হাওরে সরেজমিনে গেলে কৃষকদের অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায়।
এ ব্যাপারে রহমতপুর গ্রামের কৃষক আব্দুল মিয়া বলেন, ‘জামালগঞ্জে অন্যান্য হাওরের তুলনায় এই মুহূর্তে আমাদের ছোট এ হাওরে এখনও অনেক জমি পানিতে তলিয়ে আছে। এই পানি আরও আগেই নিষ্কাশন হওয়ার কথা। কিন্তু বাড়িরনামা হাওরের মাঝখানে একটি বিল থাকায় গ্রামের কেউ পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ নিতে পারে না। তাই প্রশাসনের সহায়তায় যত দ্রুত সম্ভব আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।’
শিবপুর গ্রামের কৃষক বিল্লাল হোসেন বলেন, ‘আমাদের এই হাওরে কয়েকটি গ্রামের কৃষকের প্রায় একশ একর জমি রয়েছে। সময়মতো প্রতি বছর পানি নিষ্কাশন না হওয়াতে আমরা বিপাকে পড়ে যাই।’
বেহেলী গ্রামের সাবেক ইউপি সদস্য জয়ন্ত তালুকদার বলেন, ‘আমাদের এই হাওরটি যদিও ছোট, তবে এখনও জলমগ্ন রয়েছে। সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে জলমগ্ন থেকে পরিত্রাণের যেন ব্যবস্থা করে।’
বেহেলী গ্রামের বর্তমান ইউপি সদস্য যিশু তালুকদার বলেন, ‘এই হাওরে এখনও পানি থাকার কারণে অনেক জমি তলিয়ে আছে। সঠিক সময়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার।’
জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার সাহা বলেন, ‘পানি নিষ্কাশনের ব্যাপারটা ইউএনও মহোদয় ও পানি উন্নয়ন বোর্ড দেখে। তারপরও আমি ওনাদের সঙ্গে কথা বলে যৌথভাবে সমাধান করার চেষ্টা করব।’
৪ সপ্তাহ আগে
তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমনসহ চারজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে বাড়ির সামনের শনির হাওরের পাড় থেকে তাদের আটক করা হয়।
আটক চারজন হলেন- তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, ইশতিয়াক আখঞ্জি রাহি, মো. মুরাদ মিয়া ও মাকসুদ হোসেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলেয়োর হোসেন বলেন, ‘৪ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রবিবার মধ্যরাতে আশ্রাউল জামান ইমন নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ছেলেদের নিয়ে সংঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন এই তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ বিষয়ে তাদের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।
১ মাস আগে
বন্যার পর সুনামগঞ্জে ভয়াবহ আকার ধারণ করেছে নদীভাঙন
বন্যার পর এবার সুনামগঞ্জে ভয়াবহ আকার ধারণ করেছে নদীভাঙন। এতে বিপাকে পড়েছে নদীপাড়ের মানুষ। তিন দফা বন্যার পর নদীভাঙনে অসহায়ত্ব ফুটে উঠছে ভাটি জেলার মানুষের চোখে-মুখে।
সরেজমিনে দেখা যায়, ভাঙনের কবলে পড়ে সদর উপজেলার সদরপুর গ্রামের বাসিন্দা বশির মিয়ার পুরো বসতভিটাটি নদীতে বিলীন হয়ে গেছে। এখন নদীপাড়ে বসে প্রায় প্রতিদিনই কাঁদতে দেখা যায় তাকে।
ইউএনবিকে বশির মিয়া বলেন, ‘আমার মাথা গোঁজার ঠাঁই নাই। সবকিছু নদীতে বিলীন হয়ে গেছে। একমাত্র মেয়েকে নিয়ে যেখানে রাত হয় সেখানেই থাকি। এখন পর্যন্ত আমাদের কেউ খোঁজ নেয়নি।’
আরও পড়ুন: নড়াইলে মধুমতি নদীভাঙনের কবলে শতাধিক পরিবার
শুধু বশির মিয়ার নয়, সদরপুর গ্রামের আরও অনেকেরই শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার সুরমা, কুশিয়ারা, নলজুর, বটেরখাল, মহাশিং, নাইন্দাও পুরাতন সুরমা নদীর বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে ১২ উপজেলার ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার থেকে শুরু করে মসজিদ ও কবরস্থান নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে শত কোটি টাকার প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও কার্যকর ফল মিলছে না।
এদিকে, বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা।
১ মাস আগে
সুনামগঞ্জে তিন দিনব্যাপী পথনাটক উৎসব শুরু
সুনামগঞ্জে তিন দিনব্যাপী পথনাটক উৎসব-২০২৪ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে এ উৎসবের উদ্বোধন করা হয়।
‘হাল ছেড় না বন্ধু বরং কণ্ঠ ছাড় জোরে’ প্রতিপাদ্যে নিয়ে এ উৎসব চলবে আগামী শনিবার পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় পথনাটক উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শেরগুল আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ থাই মিস্ত্রি রিপন মিয়া।
সাংস্কৃতিক পর্বে ‘গণজাগরণের গান’ পরিবেশন করে সিলেটের ‘রংধনু ব্যান্ড’। ‘সব মনে রাখা হবে’ (আবৃত্তি) পরিবেশনায় ‘সত্য শব্দ সংগঠন’, নাটক ‘বাউলের কথা’ পরিবেশনায় ছিল ‘বন্ধন থিয়েটার’ এবং নাটক ‘শিক্ষা’ পরিবেশন করে ‘একতা নাট্য সংস্থা’।
২২ নভেম্বরের পরিবেশনা
নাটক ‘কাউয়া সমাচার’ পরিবেশন করবে ‘কথাকলি থিয়েটার’; ‘জাগো’ নাটক পরিবেশনায় থাকবে ‘থিয়েটার একুশ’ এবং ‘কথাকলি থিয়েটার’ সংগীত পরিবেশন করবে।
২৩ নভেম্বরের পরিবেশনা
আবৃত্তি (নিমন্ত্রণ) পরিবেশন করবে আবৃত্তি দল ‘জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জ’; সংগীত পরিবেশনায় থাকবে ‘নগরনাট সিলেট’; নাটক ‘খেলাঘর’ পরিবেশন করবে ‘থিয়েটার মুরারিচাঁদ’ সিলেট এবং নগরনাট সিলেটের পরিবেশনায় দ্বি-দলীয় পালা অথবা পিঁয়াজ ও জুতার বাড়ি খাওয়ার গল্প পরিবেশিত হবে।
২ মাস আগে
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে রাস্তা ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা
সুনামগঞ্জ মধ্যনগরে পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ও চলাচলের রাস্তা ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৪ ইউনিয়নের জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা। মধ্যনগর থেকে মহিষখলা যাওয়া-আসার একমাত্র রাস্তাটি ভেঙে গিয়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়। বন্ধ রয়েছে ছোট-বড় সব ধরনের যান চলাচল।
জানা যায়, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়িবাঁধসহ গুরুত্বপূর্ণ এই রাস্তাটিও ভেঙে যায়। পরিবহন চলাচল অনুপযোগী হওয়ায় উপজেলা সদরের সঙ্গে চামরদানী, বংশীকুন্ডা দক্ষিণ, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। পাশাপাশি উপজেলা সদরসহ আশপাশের এলাকা থেকে শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছেন না।
আরও পড়ুন: শেরপুরে পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি; আরও ৮ ইউনিয়ন প্লাবিত
স্থানীয়রা জানায়, অনেকদিন ধরেই এই রাস্তাটা ঝুঁকিপূর্ণ। সঠিক তদারকি ও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তা দিয়ে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে। হঠাৎ ঢলে রাস্তাটি ভেঙে যায়। এতে এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরাও স্কুল-কলেজে যেতে পারছে না।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরিদ মিয়া বলেন, অনেকদিন ধরেই রাস্তাটা ঝুঁকিপূর্ণ। ঢলের কারণে রাস্তা ভেঙে যাওয়ায় জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।
মধ্যনগর উপজেলায় দায়িত্বরত ধর্মপাশা উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ সাহাবউদ্দিন বলেন, সড়কটি আমরা পরিদর্শন করে এসেছি। খুব দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য কাজ চলমান।
আরও পড়ুন: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত খাগড়াছড়ির নিম্নাঞ্চল
২ মাস আগে
সুনামগঞ্জে মা-ছেলেকে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জ সদরে মা-ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শহরের এসপি বাংলো এলাকার বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- ফরিদা বেগম (৪৫) ও ছেলে মিনহাজ (২২)।
স্বজনরা জানায়, শহরের এসপি বাংলো এলাকার একটি বাসায় ফরিদা বেগম তার ছেলেকে নিয়ে থাকতেন। পাশের রুমেই ভাড়া দিয়েছিলেন তার খালাতো বোন ও বোনের ছেলেকে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে বাসায় গৃহকর্মী এসে ঘর খোলা ও তাদের লাশ মাটিতে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। খবর পেয়ে তাৎক্ষণিক লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আরও বিস্তারিত পরে জানানো হবে।’
২ মাস আগে