আহত
নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণের পর আগুন, আহত ২
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনে বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয় এবং তা আংশিক ধসে পড়লে দুইজন আহত হয়।
আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, সকাল ৯টার দিকে ওই এলাকার দোতলা একটি ভবনে বিস্ফোরণের পর আগুন লাগে। বিস্ফোরণের পর ভবনটির একটি অংশ ধসে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
তবে কী কারণে বিস্ফোরণ ও আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: সায়েন্স ল্যাবে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু, সংখ্যা বেড়ে ৫
সীতাকুণ্ডে বিস্ফোরণ: অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার
মাগুরায় দুই দলের সংঘর্ষে কৃষক নিহত, আহত ১০
মাগুরায় দুই দলের সংঘর্ষে এক কৃষক নিহত ও অপর ১০জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটায় জেলার মহম্মদপুর উপজেলায় কালিশংকরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কৃষক আরিফুল ইসলাম (৪০) কালিশংকরপুর গ্রামের অলী হাসানের ছেলে।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাক চাপায় মুক্তিযোদ্ধা নিহত
মহম্মদপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার জানান, বালিদিয়া ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত রবিউল ইসলাম ও গোলজার ইসলামের সমর্থিত লোকদের এলাকায় নেতৃত্ব ও আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছু দিন যাবত বিরোধ চলে আসছিলো। পূর্ব বিরোধের সূত্র ধরে বৃহস্পতিবার সকাল আটটায় কালিশংকরপুর গ্রামে উভয় দলের সমর্থৃকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আরিফুল ইসলাম প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হয়।
তিনি আরও জানান, আহতদের মাগুরা সদর ও মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর লুটপাট শুরু হয়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এই ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মতলব উত্তরে বজ্রপাতে কৃষক নিহত
সাভারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে নিহত ৩
সাভারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে আহত ৫
সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে সোমবার অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার রাত ১০টার দিকে আশুলিয়ার গৌরীপুর ও কুমকুমারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় শতাধিক দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে ইউএনবির সাভার প্রতিনিধি জানিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় উক্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।
আরও পড়ুন: বাসের সিট নিয়ে স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত
আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য হোসেন আলী বলেন যে গৌরীপুরের বটতলা এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডার সূত্রপাত হয়।
তিনি ইউএনবিকে আরও বলেন, ‘পরে রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী দত্তপাড়া এলাকার ড্যাফোডিল ক্যাম্পাসে গিয়ে বিষয়টি অন্য শিক্ষার্থীদের অবহিত করেন। শতাধিক শিক্ষার্থী একত্রিত হয়ে গৌরীপুর ও কুমকুমারী এলাকায় শতাধিক দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।’
যে শিক্ষার্থীর মোটরসাইকেল দুর্ঘটনায় জড়িত ছিল তার পরিচয় এখনও জানা যায়নি।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন: রাজধানীতে ৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বগুড়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৪
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিহতরা হলেন- অটোরিকশা চালক আবু তালেবের ছেলে হেফজুল (৪০), ওমরপুর গ্রামের তানসেনের ছেলে আব্দুল আলিম (২) এবং অটোরিকশার যাত্রী সাখাওয়াত হোসেনের ছেলে মিনহাজ রহমান (২০)।
স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে কুন্দারহাট বাসস্ট্যান্ডে বিপরীতমুখী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। এছাড়া এ ঘটনায় আহত আরও চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হয়।
কুন্দারহাট থানার উপপরিদর্শক (এসআই) হাসনাত আলী জানান, দুর্ঘটনার পর পরই ট্রাক ও অটোরিকশা সরিয়ে নেয়া হয় এবং হতাহতদের শজিমেক হাসপাতলে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই সবজি ব্যবসায়ীর
পবিপ্রবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ৪
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুর রহমান নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন শ্রমিক।
শনিবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক মসজিদের পাশে নির্মিত ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল ভবনের ছাদে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
স্থানীয় সুত্রে জানা যায়, ছাদ ঢালাই দেয়ার জন্য তড়িঘড়ি করে রাতেই রড দিয়ে ছাদের কাজ করছিলেন শ্রমিকেরা। রডের সঙ্গে বৈদ্যুতিক মেইন লাইনের সংযোগ হয়ে ছিটকে পড়ে ইমরান হোসেন (২৫), মো. মনির (২৭), শফিকুর রহমান (৩৮) সহ চার জন মারাত্মক স্পৃষ্ট হয়। এতে শ্রমিকদের প্রায় ৭০ শতাংশ শরীর পুড়ে দগ্ধ হয়। আহত শ্রমিকদের মধ্যে শফিকুর রহমানের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
পবিপ্রবি হেলথকেয়ার সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. এ. টি. এম. নাসির উদ্দীন বলেন, আহত শ্রমিকদের হেলথ কেয়ারে আনলে দেখা যায় শ্রমিকদের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা করলে কোন ধরণের আশংকা থাকবে না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঠিকাদার প্রতিষ্ঠানের আরও বেশি সচেতন হওয়া দরকার ছিলো। এ ধরণের ঘটনা কোন ভাবেই কাম্য নয়।
এ বিষয়ে ঠিকাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
কুড়িগ্রামে 'ইভটিজিংয়ের প্রতিবাদ' করায় সংঘর্ষ, আহত ১০
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘ইভটিজিংয়ের প্রতিবাদ’ করার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অভিযুক্ত তরুণ ও ভুক্তভোগী কিশোরীর বাবাসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শনিবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইটারী গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বাসে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রনি মিয়া (২০) দীর্ঘদিন ধরে একই এলাকার ৯ম শ্রেণির এক হিন্দু শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাওয়া-আসার সময় ফুল ও চিঠিপত্র দিতেন এবং বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলতেন। ৯ম শ্রেণির ওই শিক্ষার্থী এর প্রতিবাদ করে তার বাবাকে জানালে বিষয়টি মেয়েটির বাবা অভিযুক্ত ছেলের বাবা মো. হাছেন আলীকে জানান। এতে রনি ক্ষিপ্ত হয়ে শনিবার বিকালে প্রাইভেটে যাওয়ার সময় ওই শিক্ষার্থীর হাত জোরপূর্বক ধরে তাকে পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
মেয়েটির চিৎকারে তার জ্যাঠাত ভাই সুবাশিষ চন্দ্র ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ করায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বাবা, ভাই ও নিকট আত্মীয়সহ ১০ জন গুরুতর আহত হন।
আহতরা বর্তমানে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত।
প্রতিবাদকারী মেয়েটির ভাই সুবাশিষ চন্দ্র সরকার বলেন, দীর্ঘদিন ধরে আমার বোনকে অভিযুক্ত রনি প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিল। আমরা দুইদিন আগে তাকে শাসন করার জন্য তার বাবাকে বিচার দিয়েছিলাম। সেই জেরে শনিবার সন্ধ্যার দিকে আমাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা এর সঠিক বিচার চাই।
অভিযুক্ত রনি গুরুতর অসুস্থ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে রনির মা নাজমা বেগম মুঠোফোনে বলেন, আমার ছেলে ছাত্র মানুষ। এবার এইচএসসি পরীক্ষা দেবে। ওই মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারাই শনিবার বিকালের দিক ফোনে ডেকে নিয়ে রড দিয়ে আমার ছেলের মাথায় মারে, সে হাসপাতালে ভর্তি। আমি বাধা দিতে গেছি আমাকেও মারছে। আমরা এর বিচার চাই।
ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. আলী শেখ বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। আমরা বিষয়টি দেখছি।
ফুলবাড়ী উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনিল চন্দ্র বলেন, আসলে বিষয়টি খুবই স্পর্শকাতর। দুই সম্প্রদায়ের দুইটি পরিবারের মধ্যে এরকম সংঘর্ষের ঘটনা দুঃখজনক। আমরা বিষয়টি থানাকে অবহিত করেছি।
এ ব্যাপারে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ইভটিজিংয়ের শিকার চবি ছাত্রী, ৩ বহিরাগত আটক
কিশোরগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা, আহত ব্যক্তির মৃত্যু
নাটোরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২
নাটোরের লালপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ওয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন (১৮) জেলার সিংড়া উপজেলার কতুয়াবাড়ি গ্রামের নূর মোহম্মদের ছেলে।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুর রহিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তারা দুইজন শামীমের আত্নীয় বলে জানা গেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুরে শিক্ষাসফরের বাসে আগুন, আহত ১০
গাজীপুরের শ্রীপুরে একটি শিক্ষাসফরের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাস থেকে নামার সময় আহত হয় অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
এ সময় বাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বাস থেকে লাফিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
আরও পড়ুন: নাটোরে আগুনে পুড়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু, আহত বাবা
গাজীপুর মহানগরের হাড়িনাল এলাকার অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী জানান, বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকার ড্রিম হলিডে পার্কে শিক্ষাসফর থেকে ফেরার পথে মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় পৌঁছে উড়াল সেতুতে উঠার সময় হঠাৎ পেছন থেকে ধোঁয়া দেখা যায়।
তিনি আরও বলেন, মুহূর্তেই আগুন বাসে ছড়িয়ে পরে। এ সময় বাস থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়। বাসটিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৭২ জন ছিলেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন: পুড়ে গেছে ২ হাজার ঘর
লক্ষ্মীপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে কাজী সোলায়মান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আমিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ১২ জনকে আটক করেছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬
আহতদের মধ্যে রয়েছেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাকির হোসেন, চন্দ্রগঞ্জ থানার এসআই আবদুর রহিম ও কনস্টেবল মোজাম্মেল হোসেন এবং ছাত্রলীগ কর্মী আকবর হোসেন।
আকবর চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমানের ভাই।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। এ সময় হামলার নেতৃত্ব দেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। এতে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ করে।
মাসুদ চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক কাজী সোলায়মানের অনুসারী বলে জানা গেছে। এছাড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার এম মাহফুজ্জান আশরাফ বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
তিনি আরও বলেন, এতে পাঁচ পুলিশ আহত হয়েছে। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় আওয়ামী লীগের উভয় পক্ষের মোট ১২ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে শিশু নিহত: ১০ জনের বিরুদ্ধে মামলা
গাজীপুরে আ.লীগের সঙ্গে সংঘর্ষের সময় পিস্তল ঠেকানো বিএনপি কর্মীকে গ্রেপ্তার
নাটোরে আগুনে পুড়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু, আহত বাবা
নাটোরের বড়াইগ্রামে ঘরে আগুন লেগে দুই সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন সন্তানদের বাবাও। মঙ্গলবার রাতে উপজেলার খোকসা গ্রামে অগ্নিকাণ্ডে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মা সোমা আক্তার এবং দুই শিশু সন্তান ১০ বছর বয়সী মেয়ে ওমিয়া এবং পাঁচ বছর বয়সী ছেলে ওমর। আহত অলি বখশকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার খোকসা গ্রামের বাস চালক ওলি বখশ তার স্ত্রী সোমা আক্তার,১০ বছর বয়সী মেয়ে ওমিয়া এবং ৫ বছর বয়সী ছেলে ওমরকে সঙ্গে নিয়ে নিজেদের টিনশেড ঘরে ঘুমিয়ে ছিলেন। আকস্মিকভাবে পুরো ঘরে আগুন লেগে যায়। এতে ঘরের ভেতরেই পুড়ে ওই ৩ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় অলিকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন: পুড়ে গেছে ২ হাজার ঘর