ফায়ার সার্ভিস
মোংলা ইপিজেডের আগুন ২৪ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের আটটি টিমের ২৪ ঘন্টার নিরলস প্রচেষ্টার পর বুধবার বিকালে বাগেরহাটের মোংলা ইপিজেডের একটি ভারতীয় লাগেজ কারখানায় লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
বিকাল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খুলনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মামুন মাহমুদ জানান, বিকাল ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং তারা কারখানায় ডাম্পিংয়ের কাজ শুরু করেছে।
আরও পড়ুন: মোংলা ইপিজেডে ভিআইপি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে ভিআইপি-১ লাগেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তখনও কারখানার ভেতরের বিভিন্ন জায়গায় স্ফুলিঙ্গ দেখা যায়।
অগ্নিকাণ্ডের সময় কর্তৃপক্ষ কারখানা থেকে ৭৭৫ জন শ্রমিককে বের করে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
অন্যদিকে, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: মোংলায় বসুন্ধরা গ্যাস ফ্যাক্টরিতে বিস্ফোরণে দগ্ধ ৬
বাগেরহাটে আগুনে ৭ দোকান পুড়ে ছাই
বাংলামোটরে সেন্টমার্টিন পরিবহনের বাসে আগুন
রাজধানীর বাংলামোটরে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হলে পাশের একটি গোডাউনেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পৌণে একঘন্টার চেষ্টায় ১০টা ৭ মিনিটে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পুরান ঢাকার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু
পুরান ঢাকার জুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর চকবাজার এলাকায় শনিবার রাতে একটি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম জানান, শনিবার রাত ১১টা ৪৪ মিনিটের দিকে ইমামগঞ্জের একটি হার্ডওয়্যার মার্কেটে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে লালবাগ, সদরঘাট ও পলাশী ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শনিবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু
পুরান ঢাকার জুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ২ তেলবাহী ট্রাকের আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার জুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার আলুবাজারের একটি জুতার গুদামে লাগা আগুন বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়ন্ত্রণে এসেছে। এর আগে এদিন বিকাল ৫টার দিকে পাঁচতলা ভবনটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (গণমাধ্যম শাখা) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বিকাল ৫টা ৩৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ২ তেলবাহী ট্রাকের আগুন নিয়ন্ত্রণে
সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ফের আগুন
না’গঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস
সক্ষমতা বাড়াতে জনগণকে যুক্ত করুন: অগ্নিনির্বাপকদের প্রতি প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে তাদের কার্যক্রমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সক্ষমতা বৃদ্ধিসহ তিনটি লক্ষ্যে মনোযোগ দিতে বলেছেন।
তিনি বলেন,‘আপনাদের উচিত জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করা, সাধারণ মানুষকে সম্পৃক্ত করার মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি করা এবং এর সদস্যদের মনোবল বৃদ্ধি করা।’
মঙ্গলবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে নগরীর মিরপুর-১০ এলাকায় এফএসসিডি ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) সপ্তাহ-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।
অগ্নিকাণ্ড এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশে এ সপ্তাহ পালিত হচ্ছে।
শেখ হাসিনা ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২২ পালনের সময় এফএসসিডি সদস্যদের এই লক্ষ্যগুলো মাথায় রাখতে বলেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের জীবন রক্ষার জন্য প্রত্যেকেরই অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ নেয়া উচিত।
তিনি বলেন, ‘আমি মনে করি অগ্নিকাণ্ডের ক্ষেত্রে কীভাবে নিজেদের রক্ষা করা যায় সে সম্পর্কে শৈশবকাল থেকে আমাদের শিশু ও গৃহিণীদের প্রশিক্ষণ দেয়া খুবই জরুরি।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আধুনিকায়নে তার সরকার কর্তৃক বাস্তবায়িত কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এক সময় অবহেলিত প্রতিষ্ঠানটিকে সময়ের দাবি অনুযায়ী আমরা এখন একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছি।’
খুলনায় মার্কেটে আগুন, ১৬টি দোকান পুড়ে গেছে
খুলনা সদর উপজেলার বড়ো বাজারে বুধবার দুপুরে আগুনে কমক্ষে ১৬টি দোকান পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে ভৈরব বাসস্ট্যান্ডের পাশের বাজারের একটি দোকানে আগুন লাগে এবং কিছুক্ষণের মধ্যেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খুলনা ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি দমকল কাজে লাগানো হয় এবং আগুন নেভাতে তাদের প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়।
আরও পড়ুন: খুলনার রূপসা ইউসেপ স্কুলের আগুন নিয়ন্ত্রণে
দুর্গাপূজার ছুটির কারণে আজ বুধবার বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, আগুনের সঠিক উৎস ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: রাজধানীর এরশাদ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
খুলনায় পাটকলের আগুন নিয়ন্ত্রণে
রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৩
রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় পদ্মা নদীতে দুটি নৌকাডুবির ঘটনায় তিনজন কৃষি শ্রমিক নিখোঁজ হয়েছেন। রবিবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকরা হলেন-রাজশাহী নগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকার বাসিন্দা নজু, নবী ও সাদেক।
রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক জাকির হোসেন জানান, জোগার ঘাট এলাকা থেকে মধ্যচরের দিকে যাওয়ার সময় নদীতে প্রবল স্রোতের কারণে ২৭ শ্রমিক বহনকারী নৌকাটি ডুবে যায়।
আরও পড়ুন: গড়াই নদীতে নৌকাডুবি, নিখোঁজ ১
তিনি বলেন, তাদের মধ্যে ২৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নৌকাডুবি: ২ জেলে নিখোঁজ
পাকিস্তানে নৌকাডুবিতে ১৯ নারীর মৃত্যু
পুরান ঢাকার প্লাস্টিক কারখানায় আগুন
পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় সোমবার একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হলেও তাৎক্ষণিকভাবে এর উৎপত্তি জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ওয়ারহাউস ইন্সপেক্টর (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে এবং আরও দুটি ইউনিট পথে রয়েছে।
অগ্নিকাণ্ডে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।
পড়ুন: কায়রোতে গির্জায় আগুন: নিহত ৪১, আহত ১৪
কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, নিহত ২
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন
গাজীপুর শহরের মাজুখান এলাকায় ঝুট মালামালের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাশের দুটি বসত বাড়ি পুড়ে গেছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে গুদামে আগুন লাগে এবং আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। চারটি ফায়ার ইউনিট আড়াই ঘণ্টা সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কারখানায় আগুন
মগবাজারে ভবনে আগুন
রাজধানীর মগবাজার মোড়ের একটি ভবনে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সোমবার বিকাল সোয়া তিনটার দিকে চারতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: বনশ্রীর জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে