তেজগাঁও
রাজধানীর তেজকুনিপাড়া বস্তিতে আগুন
রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: ২২ ঘণ্টা পর সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে
তিনি জানান, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে বস্তির একটি ঝুপড়ি থেকে আগুনের সূত্রপাত হয় এবং আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
তিনি আরও জানান, আগুন নেভাতে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের অতিরিক্ত দুটি ইউনিট আসছে। আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: মানিকগঞ্জে শিক্ষা সফরের বাসে আগুন
ময়মনসিংহে যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় আগুনে নিহত ৪, আহত ৭
তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
রাজধানীর তেজগাঁও এলাকায় রবিবার অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত আলী হোসেন (১৬) ওই এলাকার বাসিন্দা ও সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন:রংপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩
হোসেনের বাবা আজমির মাতবর জানান, সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ সরকার (বিজি) প্রেসের সামনে আলী হোসেন কোচিং ক্লাসে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কায় সে গুরুতর আহত হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন:বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
কুমারখালীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত, আহত ৫
দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা মঙ্গলবার এলাকাভিত্তিক লোডশেডিং এর সম্মুখীন হয়েছেন।
নগরীর তেজগাঁও এলাকার এক বাসিন্দা জানান, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তারা এক ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হন, অন্যদিকে নিকেতনের আরেক বাসিন্দা জানান,তাদের এলাকায় সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
একটি শীর্ষস্থানীয় কোম্পানির নির্বাহী মোহাম্মদ শাহজাহান বলেন, বনানীতে তাদের অফিস দুপুর ১২টা থেকে এক ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী দেশে বিদ্যুৎ উৎপাদনকে প্রভাবিত করে জ্বালানি সংকট মোকাবিলায় দৈনিক দুই ঘণ্টা লোডশেডিং এর বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান।
আরও পড়ুন: ঢাকার কোন এলাকায় কখন লোডশেডিং, জানাল ডিপিডিসি
পরে দৈনিক এক ঘণ্টা লোডশেডিংয়ের সংশোধিত সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, ‘এলাকা অনুযায়ী, আমরা সারা দেশে প্রতিদিন এক ঘণ্টার লোডশেডিং শুরু করব। প্রয়োজন হলে, সিদ্ধান্তটি এক সপ্তাহ পরে পুনর্বিবেচনা করা হবে।’
সরকার রাত ৮ টার মধ্যে শপিং মল বন্ধ, এয়ার কুলারের সীমাবদ্ধ ব্যবহার সহ বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বেশ কয়েকটি পদক্ষেপের ঘোষণা করেছে। অফিসের সময় সীমিত করার পরিকল্পনাও চলছে।
আরও পড়ুন: লোডশেডিং সরকারের ভুল নীতির ফল: বিএনপি
বনশ্রীর জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে সোমবার সকালে একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, সকাল পৌনে ১১টার দিকে 'রক্সি স্যান্ডেল' কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে খিলগাঁও ও তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
পেট্রাপোল বন্দরে আগুন লেগে পণ্যসহ ৩টি ট্রাক ভস্মীভূত
খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়েছে
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা নাইকো দুর্নীতি মামলার শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৪ মে ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটির শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে সময় আবেদন করা হয়।
আদালত সময় আবেদন মঞ্জুর করে শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সুস্থতার জন্য দোয়া চেয়েছেন খালেদা জিয়া
উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
উল্লেখ্য এ মামলার আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন আইন মন্ত্রণালয়ে
গীতিকার রাসেল ও’নিলের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর নিজ বাসা থেকে রাসেল ও'নিল নামে পরিচিত বিশিষ্ট গীতিকার মেহবুবুল হাসান রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৭ বছর।
বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগানের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে রাসেল তার রুমে যায় এবং পরে রাত সাড়ে ১১টার দিকে তার পরিবারের লোকজন পুলিশকে ফোন করে জানায় রাসেল দরজা খুলছে না। পরে পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, বাসায় একটি সুইসাইড নোট পাওয়া গেছে যাতে বোঝা যায় এটি আত্মহত্যা। তবে পুলিশ বিষয়টি আরও তদন্ত করছে। শুক্রবার দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দেশের অন্যতম প্রতিশ্রুতিশীল এবং সফল গীতিকার রাসেল ও'নিল দলছুট ব্যান্ডের অনেক জনপ্রিয় গান এবং গায়ক বাপ্পা মজুমদারের জন্যও গান লিখেছেন। যেমন 'মন ছুঁয়েছো', 'জোছনাবিহা‘, 'দিন বাড়ি যায়, 'সুর্য স্নানে চল' ইত্যাদি।
উল্লেখ্য সাংবাদিক হিসেবেও কাজ করেছেন রাসেল। পরে সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপন শিল্পে যোগ দেন।
আরও পড়ুন: ২৬ হলে মুক্তি পেল ‘রাত জাগা ফুল’
সোহেল রানার শারীরিক অবস্থার উন্নতি
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে সবজি ব্যবসায়ী নিহত
রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় সোমবার ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত মহরম আলী (৫০) সবজি ব্যবসায়ী ও নরসিংদীর রায়পুরা উপজেলার ইব্রাহিম আলীর ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকালে ট্রেনের ধাক্কায় মহরম আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে গ্রামীণ ব্যাংকের নারী কর্মীর মৃত্যু
পাবনায় ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১
ছিনতাই চক্রের কতিপয় সদস্য ছিনতাইয়ের উদ্দেশে কাওরান বাজার এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে একজনকে অস্ত্রসহ আটক করেছে র্যাব।
মঙ্গলবার বিকাল ৪টায় র্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারস্থ ১নং সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ মো. মাহিন হোসেন হৃদয়কে (২২) আটক করে।
আটককৃত হৃদয় কুমিল্লার চৌদ্দগ্রামের মৃত বাবু মিয়ার ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে ‘আনসার আল ইসলামের’ ৩ সদস্য আটক
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, এই অস্ত্র ব্যবহার করে হৃদয় ও তার সহযোগীরা কারওয়ান বাজার এলাকায় বিভিন্ন কাঁচামাল ব্যবসায়ীসহ বিভিন্ন পথচারীদের নিকট হতে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করতো। সে ছিনতাই ছাড়াও চাঁদাবাজি, মাদক ব্যবসা, চুরি, ডাকাতির সাথে সমানভাবে সম্পৃক্ত বলে জানা গেছে।
আরও পড়ুন: গাজীপুরে ইয়াবাসহ কারারক্ষী আটক
কারওয়ান বাজার এলাকায় হৃদয় গ্যাং নামে তার একটি কিশোর গ্যাং রয়েছে, এই কিশোর গ্যাং এর সদস্যরাও বেশির ভাগ সময় সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে সবকিছু ছিনতাই করে নেয় বলে স্বীকার করেছে আটক হৃদয়।
তার বিরুদ্ধে ঢাকার ৩টি থানায় বিভিন্ন ধারায় ১২টি মামলা রয়েছে বলে জানায় র্যাব-২।
রাজধানীতে ৬৫ লাখ টাকার হেরোইনসহ আটক ২
রাজধানীর কাওরানবাজার এলাকা থেকে ৬৫ লাখ টাকা মূল্যের হেরোইনসহ দুজনকে আটকের কথা জানিয়েছে র্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার র্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দুজনকে আটক করে বলে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তারা হলেন- মো. শরিফুল ইসলাম (৩৮) ও মো. আরিফুল ইসলাম (২৮)।
আরও পড়ুন: রাজশাহীতে হেরোইনসহ আটক ১
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, মাদক ব্যবসায়ীদের একটি চক্রের কতিপয় সদস্য মাদকের একটি বড় চালান সীমান্ত এলাকা হতে পিকআপযোগে রাজধানী ঢাকার তেজগাঁও থানাধীন কাওরানবাজার এলাকায় নিয়ে আসছে। চালানটি আটক করার জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-২ এবং মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে তেজগাঁও থানাধীন কাওরানবাজারস্থ ৪এ জে টাওয়ার এর সামনে রাস্তার ওপরে বিশেষ চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করতে থাকে। রাত ৯টা ৩৫ মিনিটের দিকে একটি নীল রংয়ের পিকআপ সেখানে পৌঁছালে র্যাব থামার জন্য সংকেত দেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে কৌশলে পালানোর চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা। পালানোর সময় দুইজনকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে প্রথমে তারা অস্বীকার করলেও পরবর্তীতে গাড়িতে হেরোইন আছে বলে স্বীকার করে। তাদের দেয়া তথ্যমতে গাড়ির চালকের সিটের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৫ লাখ টাকা মূল্যের ৬৪০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
আরও পড়ুন: রাজধানীতে হেরোইনসহ ‘মাদক ব্যবসায়ী’ আটক
প্রাথমিক অনুসন্ধান ও আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে পিকআপের মাধ্যমে বিভিন্ন কাঁচামাল পরিবহনের আড়ালে হেরোইন বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট হস্তান্তর করে আসছিল।