রাজধানী
আগারগাঁওয়ে বিস্ফোরণে আহত ৪
রাজধানীর আগারগাঁও এলাকার তালতলা বাজারে সোমবার (২৭ নভেম্বর) একটি নির্মাণাধীন ভবনে বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন- রবিন (১৯), রফিকুল ইসলাম (২৪), স্বরলাল দাস (৪৫) ও মোজাফফর (২৬)।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, ভবনে কর্মরত শ্রমিকরা ব্যবহারের জন্য পানি রাখতে কেমিক্যালের একটি খালি ড্রাম কিনেছিলেন।
সকাল ৯টার দিকে তারা যখন ড্রামের ঢাকনা কাটছিলেন, তখন বিস্ফোরণ ঘটে। এতে চার শ্রমিক আহত হন বলে তাদের সহকর্মী শফিকুল ইসলাম জানান।
পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
এর মধ্যে রবিনের শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে এবং রফিকুলের শরীরের ৪৩ শতাংশ পুড়েছে। বাকি দুইজন সামান্য আঘাত পেয়েছে, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর মৌচাকে ইউএনবি কার্যালয়ের কাছে দুটি ককটেল বিস্ফোরণ
ভোলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ১, আহত ১
বগুড়ায় ককটেল বিস্ফোরণ, ট্রাক ও ভটভটিতে আগুন
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে আগুন
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় হানিফ ফ্লাইওভারের নিচে মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার অবরোধের আগে ঢাকার যাত্রাবাড়ীতে বাসে আগুন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) ডিএডি শাহজাহান শিকদার জানান, রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশি পাহারায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: রাজধানীর বিজয়নগরে বাসে আগুন
কুষ্টিয়ায় পুলিশের জব্দ করা বাসে আগুন
রাজধানীর বিজয়নগরে বাসে আগুন
রাজধানীর বিজয়নগর এলাকায় বৃহস্পতিবার ‘আজমেরি পরিবহনের’ একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেন বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৩ মিনিটে ওই এলাকার নাইটিঙ্গেল মোড়ে বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে যায় বলে জানান তিনি।
আরও পড়ুন: ফেনীতে মালবাহী কাভার্ডভ্যানে আগুন
ঢাকা-রাজশাহী ও গাজীপুরে ৩টি গাড়িতে আগুন
রাজধানীর মৌচাকে ইউএনবি কার্যালয়ের কাছে দুটি ককটেল বিস্ফোরণ
রাজধানীর মৌচাক এলাকায় ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) কার্যালয়ের কাছে বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ওপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক জানান, বিস্ফোরণের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।
আরও পড়ুন: বগুড়ায় ককটেল বিস্ফোরণ, ট্রাক ও ভটভটিতে আগুন
তিনি আরও জানান, ফ্লাইওভারের ওপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।
কসমস সেন্টারের নিরাপত্তা প্রহরী আশিকুর রহমান জানান, তিনি নিয়মিত দায়িত্ব পালন করছিলেন এবং অফিসের কাছে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের ককটেল বিস্ফোরণ
রাজধানীতে মোবাইলে কথা বলার সময় ট্রেন দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
রাজধানীর কাওরানবাজারে সোমবার বিকালে দুই ট্রেনের মাঝে পড়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত কাশেম মিয়া (৬০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে ফার্মগেটের মনিপুরী পাড়ায় থাকতেন।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফারুক আহমেদ বলেন, কাওরানবাজার মাছপট্টি এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কাশেম মিয়া মোবাইল ফোনে কথা বলছিলেন। হঠাৎ দুটি ট্রেনের মাঝখানে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহতের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ তার স্ত্রী রেহেনা বেগম ও ছেলে জাকির হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু
দিনাজপুরে ট্রাক ও ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু
রাজধানীতে চার সহযোগীসহ যুবদল নেতা গ্রেপ্তার
ঢাকার কেরাণীগঞ্জ ও মোহাম্মদপুর এলাকা থেকে রবিবার (১৯ নভেম্বর) আদাবর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিব শেখসহ পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার বাকিরা হলেন- মো. মাসুম (৩২), মো. আলমগীর (৩৮), মো. রাসেল (৩৮) ও মো. জাহাঙ্গীর আলম (৫৫)।
এদের মধ্যে রাকিব ও জাহাঙ্গীরকে কেরাণীগঞ্জ এবং বাকিদের মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া উইং) শিহাব করিমের সই করা র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ডের সব ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন রাকিব। ধানমন্ডি ও নিউমার্কেট এলাকাসহ ঢাকার কয়েকটি থানায় আটটি মামলার আসামি তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে অস্ত্রসহ স্থানীয় যুবদল নেতা গ্রেপ্তার
এ ছাড়া, গত কয়েকদিন ধরে অবরোধ ও হরতাল চলাকালে যুবদল নেতা রাকিবের নেতৃত্বে মাসুম, আলমগীর, রাসেল, জাহাঙ্গীর রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে নাশকতামূলক কর্মকাণ্ড চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে এলিট ফোর্সের সদস্যরা রবিবার মোহাম্মদপুর ও কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, ৫ যুবদল-ছাত্রদল নেতাকর্মী আটক
চট্টগ্রামে ছাত্রলীগ ও যুবদলের মধ্যে সংঘর্ষ, আহত ৫
রাজধানীর বিভিন্ন স্থানে হরতাল উপলক্ষে বিএনপি ও জোটের সমাবেশ
আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে রবিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপিসহ কয়েকটি সমমনা দল ও জোট।
বিরোধী দলগুলো একটি বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য অবিলম্বে নির্বাচন কমিশনের (ইসি) তফসিল বাতিলের আহ্বান জানিয়েছে।
৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে তেজগাঁও, ফকিরাপুল, জিগাতলা, বাড্ডা, মালিবাগ, গুলশান, বনানী, গ্রিন রোড, ধানমণ্ডি, রমনা ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
অন্যদিকে, রবিবারও তালাবদ্ধ বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দুই পাশের সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল।
গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, গণ অধিকার পরিষদ, ১২ দলীয় জোট এলডিপি, লেবার পার্টি, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, গণফোরাম-এনপিপি ও বাম গণতান্ত্রিক জোটও বিজয়নগর, পুরানা পল্টন, নাইটিঙ্গেল ক্রসিং, জাতীয় প্রেস ক্লাব ও মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
এসব মিছিল-সমাবেশ থেকে বিরোধী দলীয় নেতা-কর্মীরা নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের বিরুদ্ধে একতরফা নির্বাচন করার চেষ্টার অভিযোগ করে এর বিরুদ্ধে নানা স্লোগান দেন।
বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য বিরোধী দল আজ সকাল ৬টায় সারাদেশে হরতাল পালন করে।
আরও পড়ুন: তফসিল বাতিল করে আগে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুন: বিএনপি
গত ৭ জানুয়ারি ইসি দ্বাদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার পর বিরোধী দলগুলোর পক্ষ থেকে এই প্রথম হরতাল পালন করা হচ্ছে।
গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ঘোষণা করেন, আগামী ৭ জানুয়ারি দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
দুপুর সাড়ে ১২টার দিকে গণতন্ত্র মঞ্চ বিজয়নগর থেকে একটি মিছিল বের করে, যা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্যে জোট নেতারা অভিযোগ করেন, দেশ ও জনগণকে বিপদে ফেলে ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি 'প্রহসনমূলক' নির্বাচন করতে চায় আওয়ামী লীগ সরকার।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, বর্তমান সরকারের অধীনে একতরফা নির্বাচন প্রতিহত করতে দেশের অধিকাংশ বিরোধী দল এখন ঐক্যবদ্ধ।
তিনি বলেন, আওয়ামী লীগ কোনো প্রতিপক্ষ ছাড়াই ফাঁকা মাঠে গোল দিতে চায়।
তিনি আরও বলেন, ‘যদি আরেকটি একতরফা নির্বাচন হয়, তাহলে দেশ শুধু অর্থনৈতিক সংকটই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভয়ানক কূটনৈতিক সংকটের সম্মুখীন হবে।’
সাকি বলেন, সরকার যেকোনো উপায়ে ক্ষমতায় থাকার জন্য দেশের মানুষকে বিপদে ফেলছে।
তিনি বলেন, আওয়ামী লীগের জোটের শরিক জাতীয় পার্টিও বলছে বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সাকি আরও বলেন, ‘ভোট কারচুপিকে নির্বাচন হিসেবে প্রচারণা চালানোটা আওয়ামী লীগের জন্য লজ্জাজনক। আমরা জনগণ এভাবে বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস হতে দেব না। সেজন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং আমরা বিজয়ী হব।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নির্বাচনের তফসিল স্থগিত করে বিরোধী দলের নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা হাজার হাজার মামলা প্রত্যাহারের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘সব মানুষ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে। এরপরও ক্ষমতাসীন দলের নেতারা প্রতারণার আশ্রয় নিয়ে মিথ্যা বক্তব্য দিচ্ছেন। এমনকি তাদের (আওয়ামী লীগ নেতাদের) প্রতারণামূলক বক্তব্য শুনে শয়তানও লজ্জিত হয়।’
আরও পড়ুন: রবিবার থেকে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শুরু
দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংকট চরমে, জনগণ প্রতিরোধ করতে প্রস্তুত: রিজভী
রাজধানীর শান্তিনগরেই থেমে গেল ইসলামী আন্দোলনের গণমিছিল
পুলিশের বাধায় রাজধানীর শান্তিনগর মোড়ে শেষ হয়েছে ‘দলীয় সরকারের অধীনে একতরফা তফসিল জনগণ মানে না’ ব্যানারে শুরু হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল।
আরও পড়ুন: এক দফা আন্দোলন: বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর ইউনিটের গণমিছিল
বুধবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল হয়ে শান্তিনগর চৌরাস্তায় পুলিশের বাধার মুখে পড়ে গণমিছিলটি।
মিছিলটি শুরু হওয়ার পর থেকে এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। তবে বিকাল সোয়া ৪টা থেকে এসব সড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: ঢাকায় শনিবার গণমিছিল করবে বিএনপিসহ সমমনা দল
এক দফা আন্দোলন: রাজধানীতে কালো পতাকা নিয়ে বিএনপির গণমিছিল শুরু
রাজধানীর মিরপুরে বিআরটিসির বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক ৩
রাজধানীর মিরপুরে মঙ্গলবার বিআরটিসির একটি দোতলা বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১০-এর মোড়ে যানজটে আটকা পড়া বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. হাফিজুর রহমান (৩৫), শহিদুল ইসলাম (২০) ও মো. শামীম (৪৫)।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মিরপুরে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটিসহ ৩ বাসে আগুন
ঢাকা মহানগর পুলিশের এই কর্মকর্তা বলেন, বাসে আগুন দিয়ে পালানোর চেষ্টা করার সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দু’জনকে আটক করা হয়।
বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ফারুক।
বিএনপিসহ সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধকে সামনে রেখে রাজধানীর মিরপুরে ৪টি বাসে আগুন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর শনির আখড়ায় বাসে আগুন
ফরিদপুরে বাসে আগুন ও লোকাল বাসে ইট-পাটকেল নিক্ষেপ
রাজধানীর শনির আখড়ায় বাসে আগুন
রাজধানীর শনির আখড়ায় চৌরাস্তা ব্রিজের কাছে মৌমিতা পরিবহনের একটি বাস থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টার অবরোধের অংশ হিসেবে সেমাবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সাভারে পার্ক করা বাসে আগুন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে চৌরাস্তা ব্রিজের কাছে মৌমিতা পরিবহনের একটি বাস থামিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
মঙ্গলবার সকাল ৬টায় শেষ হওয়া চলমান অবরোধে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুরসহ ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ সৃষ্টি করতে বিএনপি ও সমমনা দলগুলো বুধবার থেকে আবারও ৪৮ ঘণ্টার দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ অবরোধ করবে।
সোমবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
আরও পড়ুন: ফরিদপুরে বাসে আগুন ও লোকাল বাসে ইট-পাটকেল নিক্ষেপ
দিনাজপুরে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা