বিস্ফোরণ
রাজধানীর মগবাজারে বিস্ফোরণে আহত ৪
রাজধানীর মগবাজার এলাকায় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে মগবাজার ওয়্যারলেস এলাকায় একটি ওষুধের দোকানের সামনে বিস্ফোরণটি ঘটে।
আহতরা হলেন- সাইফুল ইসলাম (৩৬), তারেক (২০), আবুল কালাম (২৫) ও মো. শাহীন (৩০)।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে মগবাজার ওয়্যারলেস এলাকায় একটি ওষুধের দোকানের সামনে বিস্ফোরণটি ঘটে এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি বলে জানান ওসি। তিনি আরও বলেন, ‘যাইহোক, আমরা এটি একটি ককটেল বা অন্য কিছু ছিল কি না তা খতিয়ে দেখছি।’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই বিপদমুক্ত আছে।
আরও পড়ুন: সিলেটে গ্যাস লাইন বিস্ফোরণে যুবকের মৃত্যু
ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ির সামনে বোমা বিস্ফোরণ
সিলেটে গ্যাস লাইন বিস্ফোরণে যুবকের মৃত্যু
সিলেট নগরীতে গ্যাস লাইন বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিটন পাল টিটু (২৪) বিশ্বনাথ উপজেলার মদনপুর গ্রামের লাবণী পালের ছেলে এবং দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: ফতুল্লায় গ্যাস লাইন লিকেজে মা-মেয়ে দগ্ধ
টিটনের ফুফাতো ভাই রণি দাস জানান, গত ১ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে টিটনসহ তিনজন (রণিও ছিলেন) নগরের শাহী ঈদগাহ থেকে হেঁটে ইলেকট্রিক সাপ্লাই সড়ক দিয়ে যাচ্ছিলেন। ওই সময় সড়কের পাশের গ্যাস লাইনে বিস্ফোরিত হয়। সেখানেই মারা যান টিটন।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, একটি ছেলে অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়েছিলাম। শুনেছি তিনি মারা গেছেন।
আরও পড়ুন: গ্যাস সংকটের কারণে না’গঞ্জে এক বছরে ২৭ জন দগ্ধ ও ৫ জনের মৃত্যু
আসাদগেটে গাড়ির গ্যাস সিলিন্ডারে আগুন লেগে আহত ২
ধামরাইয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু মরিয়ম মারা গেছে
রাজধানীর ধামরাই উপজেলার একটি বাড়িতে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর দগ্ধ পাঁচজনের মধ্যে দুই বছরের শিশু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে।
মৃত শিশুটির নাম মরিয়ম। শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন বলেন, শরীরের ১৫ শতাংশ দগ্ধ নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মরিয়ম রাত আড়াইটার দিকে মারা যায়।
অগ্নিদগ্ধ অন্য ব্যক্তিরা হলেন-গার্মেন্টস শ্রমিক মো. মঞ্জুরুল (৩২), তার স্ত্রী জোসনা বেগম (২৫), জোসনার বড় বোন হোসনা বেগম (৩০) ও তার মেয়ে সাদিয়া আক্তার (১৮)। সবার স্থায়ী ঠিকানা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা।
ডা. এসএম আইয়ুব হোসেন আরও বলেন, মঞ্জুরুলের শরীরের ৩৩ শতাংশ, জোসনার ৪০ শতাংশ, হোসনার ২৫ শতাংশ ও সাদিয়ার ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে।
ভোর সাড়ে ৫টার দিকে ধামরাইয়ের কুমরাল গ্রামের বাসিন্দা জোসনা তাদের ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করলে বিস্ফোরণটি ঘটে। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ
রাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩জন দগ্ধ
ইরাকে বিস্ফোরণে ৯ পুলিশ নিহত: কর্তৃপক্ষ
ইরাকে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের ঘটনায় ফেডারেল পুলিশ বাহিনীর টহলরত অন্তত নয়জন সদস্য নিহত হয়েছেন।
রবিবার উত্তর ইরাকে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।
সামরিক মুখপাত্র ইয়াহিয়া রসুলের একটি টুইট অনুসারে, নিহতদের মধ্যে একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। কিরকুক প্রদেশের রিয়াদ জেলার আলি আল-সুলতান গ্রামে হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
রসুল আরও বলেন, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানিকে হামলা সম্পর্কে অবহিত করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন: আফগানিস্তানে জ্বালানি ট্যাঙ্কার টানেলে বিস্ফোরণ, নিহত ১৯
দুই ইরাকি নিরাপত্তা কর্মকর্তা স্বীকার করেছেন যে ডিভাইসটি বোমা ছিল এবং বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন। তবে বিস্ফোরণের পর জঙ্গিদের সঙ্গে শুরু হওয়া সংঘর্ষে আরও তিন পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাননি।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।
বুধবার, বাগদাদের উত্তরে তারমিয়াহ জেলায় নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযানের সময় বোমা বিস্ফোরণে তিন ইরাকি সেনা নিহত হয়। নিহতদের মধ্যে ৫৯ পদাতিক ব্রিগেডের কমান্ডারও ছিলেন।
এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট গ্রুপের একটি অংশ এলাকায় সক্রিয় রয়েছে এবং অতীতে তারা ইরাকে একই ধরনের হামলার দাবি করেছে।
২০১৯ সালে মার্কিন সমর্থিত অভিযানে আইএস পরাজিত হয়েছিল এবং সিরিয়ার শেষ ঘাঁটিটি এবং ইরাকে এটির নিয়ন্ত্রিত সমস্ত অঞ্চল হারিয়েছিল। এছাড়া গ্রুপটির গোপন শাখার সদস্যরা সক্রিয় থেকে হামলা চালিয়েছে যা বহু ইরাকি এবং সিরিয়ানকে হত্যা করেছে৷
ইরাকের কুর্দি-চালিত আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী বাগদাদ এবং ইরবিলের মধ্যে চলমান বিরোধের কারণে জঙ্গিরা উত্তরের একটি অংশ জুড়ে নিরাপত্তা ফাঁকগুলোকে সফলভাবে কাজে লাগিয়েছে।
বিশেষ করে কিরকুক, দিয়ালা, নিনেভা এবং সালাদ্দীন প্রদেশের গ্রামীণ এলাকাগুলো পুলিশের জন্য কঠিন হয়ে পড়েছে, যেখানে ইরাকি নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কম এবং আইএস জঙ্গিরা নিয়মিতভাবে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত করছে। অনেক সময় নিরাপত্তার ফাঁকফোকরের কারণে তারা রাতারাতি শহরগুলো দখল করতে পেরেছে।
আরও পড়ুন: আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে মর্টার বিস্ফোরণে নিহত ৪, নিখোঁজ ২০
বাবুগঞ্জে ককটেল বিস্ফোরণ: বিএনপির ২০৫ নেতাকর্মীর নামে মামলা
আফগানিস্তানে জ্বালানি ট্যাঙ্কার টানেলে বিস্ফোরণ, নিহত ১৯
আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরের পারওয়ান প্রদেশে একটি টানেলে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।
রবিবার স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৮, আহত ২১
কাবুলের প্রায় ৮০ মাইল উত্তরের সালং টানেল মূলত ১৯৬০ সালে সোভিয়েত আক্রমণে সহায়তা করার জন্য নির্মিত হয়েছিল। এটি দেশের উত্তর ও দক্ষিণের মধ্যে একটি মূল সংযোগ।
পারওয়ান প্রদেশের মুখপাত্র সাইদ হিমাতুল্লাহ শামীম বলেছেন, শনিবার রাতে টানেল বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
তিনি বলেন, জীবিতরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে।
তিনি বলেন, রাত সাড়ে ৮ টায় এই ঘটনা ঘটেছে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
স্থানীয় কর্মকর্তা ডা. আবদুল্লাহ আফগান জানান, পারওয়ানের স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত ১৪ জন নিহত এবং ২৪ জন আহত রোগীর সন্ধান পেয়েছে।
তিনি বলেন, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুই শিশু রয়েছে এবং বাকিরা পুরুষ যারা গুরুতরভাবে দগ্ধ এবং তাদের চেনা যাচ্ছে না।
দেশটির গণপূর্ত মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মৌলভি হামিদুল্লাহ মিসবাহ রবিবার সকালে বলেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কর্মরত দলের সদস্যরা এখনও টানেলটি পরিষ্কারের কাজ করছে।
আরও পড়ুন: আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে মর্টার বিস্ফোরণে নিহত ৪, নিখোঁজ ২০
আফগানিস্তানে ৯ নারীসহ ২৭ জনকে জনসমক্ষে বেত্রাঘাত
মীরসরাইয়ে রড তৈরির কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় রড তৈরির কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকায় অবস্থিত রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম-এর কারখানার স্ক্র্যাপ ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোকেল আহাম্মদ (৩২) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মহেশপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে।
শ্রমিকরা জানান, কারখানায় কাজ করার এক পর্যায়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সোকেল গুরুত্বর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
মীরসরাই জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের লাশ চট্টগ্রাম মেডিকেলে রয়েছে। সেখান থেকে থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানতে চাইলে বিএসআরএম মীরসরাই ইউনিটের ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মোল্লা বলেন, সোকেল নামে এক শ্রমিক নিহত হয়েছে। তবে সে আমাদের কোম্পানির শ্রমিক নয়। সে কোম্পানিতে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান হাজেরা এন্ট্রারপ্রাইজের অধীনে কর্মরত ছিল। আমি ওই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে যোগাযোগ করেছি। আলোচনা করে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাকচাপায় নিহত ২
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ: ৭৫ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে বোমা হামলার ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন রবিবার ভোরে ঢাকা মহানগর যুবদলের (দক্ষিণ) আহ্বায়ক গোলাম মাওলা শাহিনসহ বিএনপির ১৫ জনকে এবং অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনের নামে মামলা করেন।
আরও পড়ুন: নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ
মামলার এজাহারে বলা হয়, শনিবার পল্টন থানা পুলিশ দায়িত্ব পালনকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে অতর্কিতভাবে প্রায় ৫০-৬০ জন অজ্ঞাত ব্যক্তি সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
পরে ওই এলাকায় একটি ক্রুড বোমা বিস্ফোরিত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান এসআই শামীম।
আরও পড়ুন: আইজিপির কাছে ‘গায়েবী’ মামলার প্রতিকার চাইল বিএনপি
ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের পাঁয়তারার অভিযোগ
নাটোরে ৫টি ককটেল বিস্ফোরণ, বিএনপি কর্মী আটক
নাটোর সদর উপজেলার পুরাতন ডাঙ্গাপাড়া ব্রিজ এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোণের ঘটনা ঘটেছে।
সোমবার রাত ৯টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় এক বিএপি কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম আব্দুল ওহাব।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, সোমবার রাত ৯টার দিকে পুরাতন ডাঙ্গাপাড়া ব্রিজ এলাকায় পরপর পাঁচটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি কর্মী আব্দুল ওহাবকে আটক করে।
এসময়,সেখানকার একটি নির্মাণাধীন দোকান থেকে আটটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিএনপির বিক্ষোভকে ঘিরে আতঙ্ক তৈরির জন্য এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
আরও পড়ুন: পাসপোর্ট অফিসে নারীকে রুমে আটকে সাদা কাগজে সই, পরিচালকের বিরুদ্ধে মামলা
কুষ্টিয়ার কুমারখালীতে ১৯ ফুট উচ্চতার গাঁজার গাছসহ আটক ১
সেনাবাহিনীতে চাকরির আশ্বাস দিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, আটক ১
রূপগঞ্জে ডকইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডকইয়ার্ডে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক জাহাজ নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই শ্রমিক।
বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় কিং ফিশার ডকইয়ার্ডে সাংহাই-৮ নামের একটি জাহাজে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত নুরুজ্জামান রাজধানি ঢাকার দোহার থানা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ রোহিঙ্গা দগ্ধ
রূপগঞ্জ থানার উপ-সহকারী পরিদর্শক শহিদুল ইসলাম খান জানান, দড়িকান্দি এলাকায় কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজে কাজ করার সময় হঠাৎ করে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়।
এসময় নুরুজ্জামান, সহিদুল ও ইউনুস মিয়া নামে তিন শ্রমিক আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় নুরুজ্জামানের মৃত্যু হয়।
আহত অপর দুইজনকে সেখানে চিকিৎসা দেয়া হয়।
এছাড়া খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই রোহিঙ্গার মৃত্যু
ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১
তুরস্কের ইস্তাম্বুল শহরের ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
এছাড়া এ হামলার দায় কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
রবিবারের বিস্ফোরণে ছয়জন নিহত ও কমপক্ষ্যে ৮১ জন ব্যক্তি আহত হয়েছেন। ইস্তিকলাল অ্যাভিনিউটি বেশ জনপ্রিয় একটি সড়ক; যেখানে নানা দোকান ও সারি সারি রেস্তোরাঁ রয়েছে। আর এই সড়কটির মাধ্যমে বিখ্যাত তাকসিম স্কয়ারে যাওয়া যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লুকে উদ্ধৃত করে তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, যে ব্যক্তি বোমাটি রেখেছিল কিছুক্ষণ আগে আমাদের ইস্তাম্বুল পুলিশ বিভাগ তাকে গ্রেপ্তার করেছে। তিনি সন্দেহভাজন ব্যক্তির পরিচয় জানাননি তবে বলেছেন যে আরও ২১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আরও পড়ুন: ইস্তাম্বুলে বাংলাদেশ- তুরস্ক পর্যটন সম্ভাবনা নিয়ে আলোচনা
মন্ত্রী জানিয়েছেন, প্রাপ্ত প্রমাণ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও এর সিরিয়ার সমর্থক পিওয়াইডি’র প্রতি ইঙ্গিত দিচ্ছে।
তিনি বলেন যে এই হামলার প্রতিশোধ নেয়া হবে।
সোয়লু বলেন, ‘ইস্তিকলাল এভিনিউতে যারা এই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে বাধ্য করেছে, তাদের অনেক বেশি কষ্ট দেয়া হবে।’
সোয়লু মার্কিন যুক্তরাষ্ট্রকেও দোষারোপ করেন।
তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিয়ার কুর্দি গোষ্ঠীকে সমর্থন করার অভিযোগ করেন।
সোয়লু বলেন, হাসপাতালে ভর্তি হওয়া ৮১ জনের মধ্যে ৫০ জনকে ছেড়ে দেয়া হয়েছে। আহতদের মধ্যে পাঁচজন জরুরি চিকিৎসা নিচ্ছিলেন এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: ইস্তাম্বুলে বোমা হামলায় নিহত ৬, আহত ৮১
ইউক্রেনের শস্য বহনকারী জাহাজ ইস্তাম্বুলে পৌঁছেছে