সোমবার
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুল গাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১) ও নাটোর জেলা সদরের চাঁদপুর গ্রামের মোনায়েম হোসেনের ছেলে সিয়াম আহমেদ (১৯)।
আরও পড়ুন: বাগেরহাটে ট্রাক ও পিকআপের ধাক্কায় নিহত ২
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, নিহতদের মধ্যে দুইজন নাটোরের নবাব সিরাজউদ্দৌলা কলেজের ছাত্র ও একজন এসএসসি পরিক্ষার্থী ছিল। বেলকুচি থেকে তারা মোটরসাইকেলে নাটোর যাওয়ার পথে সোমবার সকাল পৌনে ৭টার দিকে পিছন থেকে অজ্ঞাত একটি যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ২, আহত ৪
ঢাকার বাতাসের মানের উন্নতি হলেও সোমবার সকালে 'অস্বাস্থ্যকর'
ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৯ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান ১৪তম।
গত কয়েক দিনে ঢাকা শীর্ষে থাকার পর ঢাকার বাতাসের মানের উন্নতি হয়েছে।
চীনের বেইজিং, পাকিস্তানের করাচি ও লাহোর যথাক্রমে একিউআই ২৩৪, ২১৮ ও ১৮৯ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।
একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে 'ঝুকিপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হল- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২,সিও,এসও২ এবং ওজোন (ও৩)।
আরও পড়ুন: টানা চতুর্থ দিনের মতো বিশ্বের সবচেয়ে দূষিত ঢাকার বাতাস
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) অনুসারে, বিশ্বে প্রতি বছর বায়ু দূষণে আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়। প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুর হার বৃদ্ধির কারণ।
আরও পড়ুন: বিশ্বের দূষিত বাতাসের তালিকায় আজকেও শীর্ষে ঢাকা
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা ও এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে নগরীর বন্দর থানার নেভাল একাডেমি ও জেলার হাটহাজারীতে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জনতা ব্যাংক লিমিটেডের ড্রাই ডক শাখার প্রিন্সিপাল অফিসার মাহবুবুল আলম ও পথচারী জিন্নাতুন নেসা (৫০)।
স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেলে করে অফিস যাচ্ছিলেন মাহবুবুল আলম এসময় তিনি নেভাল একাডেমির মোড়ে পৌঁছলে একটি তেলের ট্যাংকার তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে বন্দর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিহত মাহবুবুল আলম বন্দর থানার জনতা ব্যাংক লিমিটেডের ড্রাই ডক শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তিনি সন্দ্বীপের গাছুয়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, আজ সকালে সড়ক দুর্ঘটনায় একজন ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আমরা তার পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে মামলা দিবো।
এদিকে সকালের দিকে হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় বাসের ধাক্কায় নিহত জিন্নাতুন নেসা পাঁচ মেয়ে ও দুই ছেলেকে নিয়ে থাকতেন শাহজালাল আবাসিক এলাকায়। তার স্থায়ীবাড়ি নোয়াখালী জেলার চরজব্বর থানাধীন চরহাসান গ্রামে।
ওসি কামরুল আজম বলেন, সকালে শাহজালাল স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় শহরের দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে ছিটকে পড়েন ওই মহিলা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও চালক পালিয়ে যান।
আরও পড়ুন: জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২
দেশে ১০ জনের করোনা শনাক্ত
দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময় নতুন করে ১০ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৮১৮ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: দেশে ১২ জনের করোনা শনাক্ত
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ২৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ। এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩৭৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ দুই হাজার ২১৪ জনে।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ২৫ শতাংশ।
আরও পড়ুন: করোনা: দেশে মৃত্যু নেই, শনাক্ত ৬
দেশে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি, আক্রান্ত ৩
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আক্রান্তদের মধ্যে একজন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি দুইজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১০ জন ঢাকার মধ্যে এবং ১৬ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি, আক্রান্ত ৮
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৪৮ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৮২ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৬৯৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩৩২ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৬৩ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।
এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আক্রান্ত ৪ জন
মানবতাবিরোধী অপরাধ ত্রিশালের ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ময়মনসিংহের ত্রিশালের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্যরা হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।
কারাদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে কারাগারে আছেন- ডা. খন্দকার গোলাম সাব্বির আহমদ, হরমুজ আলী ও আব্দুস সাত্তার। পলাতক আছেন ফখরুজ্জামান ও খন্দকার গোলাম রব্বানী। পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন, রেজিয়া সুলতানা চমন ও ব্যারিস্টার তাপস কান্তি বল।
আরও পড়ুন: প্রেমিকসহ স্ত্রীকে খুন, স্বামীর আমৃত্যু কারাদণ্ড
আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম।
২০১৫ সালের ১৯ মে জাতীয় পাটির এমপি হান্নানসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন। মামলায় জাতীয় পার্টির তৎকালীন সংসদ সদস্য এম এ হান্নান ছাড়াও জামায়াত নেতা ফখরুজ্জামান ও গোলাম রব্বানীকে আসামি করা হয়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মতিউর রহমান ২০১৫ সালের ২৮ জুলাই থেকে ২০১৬ সালের ১১ জুলাই পর্যন্ত তদন্ত কাজ সম্পন্ন করেন। তদন্তে আরও পাঁচজনের সম্পৃক্ততা পাওয়ায় এ মামলার আসামি করা হয় মোট আটজনকে।
আসামিরা হচ্ছেন-এম এ হান্নান, এম এ হান্নানের ছেলে রফিক সাজ্জাদ, ডা. খন্দকার গোলাম সাব্বির আহমদ, মিজানুর রহমান মিন্টু, মো. হরমুজ আলী, ফখরুজ্জামান, আব্দুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী।
একই বছরের ১ অক্টোবর প্রসিকিউশনের আবেদনক্রমে এ মামলার আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। পরে ওইদিনই ঢাকায় গ্রেপ্তার হন এম এ হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদ। ময়মনসিংহ সদর ও ত্রিশালে গ্রেপ্তার হন বাকি তিনজন।
আরও পড়ুন: চট্টগ্রামে উপজাতি তরুণীকে ধর্ষণ, মুদি দোকানিকে যাবজ্জীবন কারাদণ্ড
এর মধ্যে কারাবন্দী থাকা অবস্থায় এম এ হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদ এবং অপর এক আসামি মিজানুর রহমান মন্টু মারা গেছেন। বাকি জীবিত পাঁচজনের মধ্যে তিনজন কারাগারে বাকি দুইজন পলাতক রয়েছেন।
আনুষ্ঠানিক অভিযোগে তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, নির্যাতন, গুম, লুটপাট ও অগ্নিসংযোগের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ২১ এপ্রিল থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ত্রিশাল উপজেলায় তারা অপরাধগুলো সংঘটিত করেন বলে অভিযোগে বলা হয়েছে। ২০১৬ সালের ১১ জুলাই হান্নানসহ আটজনের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা।
এ মামলায় ২০১৬ সালের ১১ ডিসেম্বর এমপি হান্নানসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালের ২৭ মে এ মামলার বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার শেষে ২০২২ সালের ২৩ নভেম্বর রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। আর ১৬ ফেব্রুয়ারি রায়ের জন্য সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আরও পড়ুন: রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবকের ১১ বছর কারাদণ্ড
মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
বিএনপির গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান ইউএনবিকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে অধ্যাপক মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, ফখরুল হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন, যা তার সাম্প্রতিক কারাবাসের সময় আরও তীব্র হয়ে ওঠে।
সিঙ্গাপুরে এক সপ্তাহ চিকিৎসা শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। গত ১০ ফেব্রুয়ারি ফখরুল ও তার স্ত্রী ফলো-আপ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।
আরও পড়ুন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি
২০১৫ সালে কারাগারে থাকা অবস্থায় ফখরুলের ঘাড়ের অভ্যন্তরীণ ক্যারোটিড ধমনীতে ব্লক ধরা পড়ে।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তিনি। এরপর থেকে ফলো-আপ চিকিৎসার জন্য প্রতি বছর তাকে সিঙ্গাপুরে যেতে হয়।
গত ৯ জানুয়ারি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।
গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মির্জা ফখরুল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর রাজধানীতে বিএনপির বহুল আলোচিত জনসভার একদিন আগে রাজধানীর বাসা থেকে ফখরুল ও আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
পরে গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকার একটি আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: মির্জা ফখরুল ও আব্বাসের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন
সিলেটের সুরমা নদীর পাড় থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার
সিলেটের দক্ষিণ সুরমার সুরমা নদীর পাড় থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার বরইকান্দির টেকনিক্যাল রোডের মেসার্স ইমরান চায়না অটো রাইসমিলের সামনে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার।
তিনি বলেন, অজ্ঞাত লাশটি পঁচে গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের পাশাপাশি পিবিআই’র একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে কুকুরের মুখ থেকে নবজাতকের লাশ উদ্ধার!
মতলবে ভুট্টাখেত থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
গুলশান অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
রাজধানীর গুলশান এলাকায় রবিবার সন্ধ্যায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন ইউএনবিকে জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস অ্যান্ড রক্ষণাবেক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে কমিটির প্রধান করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-পরিচালক (অপারেশনস অ্যান্ড রক্ষণাবেক্ষণ), সহকারী পরিচালক, গুলশান জোনের উপ-সহকারী পরিচালক এবং স্থানীয় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
১২তলা ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৯জন পুরুষ, ১২ জন নারী ও এক শিশুসহ ২২ জনকে উদ্ধার করা হয়েছে।
পরে সেনাবাহিনী ও বিমানবাহিনীও উদ্ধার অভিযানে যোগ দিলে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: গুলশানে বহুতল ভবনে আগুন
চাঁদপুরের কলেজ গেট সংলগ্ন দোকানের আগুন নিয়ন্ত্রণে
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষাণার সময় আসামি মো. সুমন শেখ (৩৮) আদালতে উপস্থিত ছিলেন। তার বাড়ি রাজবাড়ী সদরের বিনোদপুর নিউ কলোনীতে।
আরও পড়ুন: কটিয়াদীতে সাবেক ইউপি সদস্য হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন
মামলার বিবরণীতে জানা যায়, ফদিরপুর শহরের চরকমলাপুর ভাড়া বাড়িতে ২০১৮ সালের ১৫ আগষ্ট রাতে তার স্ত্রী মমতাজ বেগমকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করেন দণ্ডপ্রাপ্ত স্বামী। পরে বিষয়টি গোপন করতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ওড়না মমতাজের গলায় বেধে ঘরের আড়ার সঙ্গে বেধে রাখে পালিয়ে যায় তিনি।
এই ঘটনায় গত ১৭ আগষ্ট নিহতের বোন আকলিমা বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ফরিদপুর জজ কোর্টের পিপি অ্যাড. নবাব আলী মৃধা জানান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক অশোক কুমার দত্ত আসামির উপস্থিতিতে পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
তিনি আরও বলেন, হাইকোর্ট বিভাগ কর্তৃক মৃত্যুদণ্ড বহাল রাখা সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রেখে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত।
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ গ্রেপ্তার