সাবেক
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ-এর নির্বাহী চেয়ারম্যান ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ার শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, সাক্ষাৎকালে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টনি ব্লেয়ার ইনস্টিটিউটের বৈশ্বিক ভবিষ্যতের জন্য নেতা ও সরকারকে সজ্জিত করার লক্ষ্যের প্রশংসা করেন।
আরও পড়ুন: এলডিসি-৫ সম্মেলন: দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকাকালীন টনি ব্লেয়ারের সঙ্গে তার বিভিন্ন বৈঠকের কথা স্মরণ করেন।
ইহসানুল করিম বলেন, উভয়েই বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক পর্যালোচনা করেছেন।
তারা খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট নিয়ে কথা বলেন, যেহেতু ইংল্যান্ড ক্রিকেট দল এই মুহূর্তে বাংলাদেশ সফরে আছে।
মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী এলডিসি-৫ সম্মেলনে যোগ দিতে দোহার উদ্দেশে রওনা হবেন শনিবার
চবিতে সাবেক ও বহিষ্কৃত শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে অবস্থানরত সাবেক ও বহিষ্কৃত সকল শিক্ষার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। একই সঙ্গে মাদক বিক্রি ও সেবন বন্ধের লক্ষ্যে ক্যাম্পাস এলাকায় নিয়মিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন: চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃত্বে শিমুল ও নুর
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যন্ড ডিসিপ্লিন সভার সদস্যদের সম্মতিতে ৯/১/২০২৩ তারিখে প্রদত্ত সুপারিশ-১ ও সুপারিশ-২ বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। ওই সুপারিশের আলোকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থানকারী মাদকাসক্ত, ক্যাম্পাস ও সংলগ্ন সম্ভাব্য মাদক বিক্রির স্থান ও মাদক সেবনের চিহ্নিত জায়গায় নিয়মিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।
পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, হল ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় অবস্থানকারী ছাত্রত্ববিহীন (সাবেক/বহিষ্কৃত শিক্ষার্থী) ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন ব্যক্তিদের আগামী ১৫ মার্চ তারিখের মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেয়া হয়।
এছাড়া নির্ধারিত ১৫ মার্চের পর ক্যাম্পাস এলাকায় ছাত্রত্ববিহীন ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কাউকে পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: চবিতে ছাত্রলীগের উপগ্রুপের মধ্যে ফের সংঘর্ষে ৮ কক্ষ ভাঙচুর, আহত ৩
শহীদ মিনারে শ্রদ্ধা জানানো নিয়ে চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
বরিশালে একই ঘরে মিলল সাবেক ইউপি সদস্যের মা-পুত্রবধূর লাশ
বরিশালের বাবুগঞ্জে একই ঘর থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এসময় ঘরে থাকা আরেক নারীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়।
বুধবার (২৫ জানুয়ারি ) মধ্যরাতে উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের পাশে নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন- কেদারপুরের সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের মা লালমুন নেছা (৯৫) ও তার পুত্রবধূ রিপা আক্তার (২৩)। দেলোয়ার হোসেনের স্ত্রী মিনারা বেগম (৫৫) বাবুগঞ্জের বাহেরচর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: সিলেটে ৫ দিনে হোটেল থেকে এক নারীসহ ৩ লাশ উদ্ধার
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বুধবার রাত ১১টার দিকে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ডাকাডাকি করে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। এ সময় তিনজনকে অজ্ঞান অবস্থায় খাটে শোয়া দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তিনজনের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় আছে।
ওসি আরও জানান, ঘরের মেঝে সিঁদ কাটা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যে কৌশলে পরিবারের সদস্যদের অজ্ঞান করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করে মূল ঘটনা উদঘাটনের আশ্বাস দেন বরিশালের জেলা পুলিশ সুপার (এসপি) ওয়াহিদুল ইসলাম।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
বুড়িগঙ্গা থেকে নিখোঁজ সাবেক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার
নিখোঁজের পাঁচদিন পর রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে বাংলাদেশ ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সাবেক এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকালে নদী থেকে অজ্ঞাত হিসাবে তার লাশ উদ্ধার করে নৌপুলিশ।
নিহত দুরন্ত বিপ্লব (৫১) একজন কৃষি খামারি ছিলেন। তিনি নেত্রকোনার পূর্বধলার ছোট ইলাশপুরের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে। তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন।
এছাড়াও তিনি জাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটিরও সদস্য ছিলেন।
নিহতের স্বজনরা জানান, গত ৭ নভেম্বর কেরানীগঞ্জ থেকে মায়ের সঙ্গে দেখা করতে মোহাম্মদপুর যাওয়ার সময় বিপ্লব নিখোঁজ হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাব উদ্দিন কবির এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, কেরানীগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন স্বজনরা। তারা রাত ৩টায় নারায়ণগঞ্জ এসে নিহতের ছবি দেখে লাশের পরিচয় শনাক্ত করেন।
তিনি আরও জানান, দুরন্ত বিপ্লব গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলো। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ময়নাতদন্তের পর পরিবারের মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
আরও পড়ুন: কুষ্টিয়ায় রেললাইনে কিশোরীর লাশ উদ্ধার
করতোয়ায় নৌকাডুবি: ৪৭ দিনের মাথায় আরেক শিশুর লাশ উদ্ধার
নাটোরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ১০ বছরের কারাদণ্ড
বরিশালে গ্রাহকদের টাকা আত্মসাৎ করার দায়ে গ্রামীণ ব্যাংকের উজিরপুর বামরাইল শাখার সাবেক ব্যবস্থাপক মাইদুল ইসলামকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।
আরও পড়ুন: খুলনায় স্ত্রীর করা মামলায় স্বামীর ৭ বছর কারাদণ্ড
আদালতের বেঞ্চ সহকারী মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল গ্রামীন ব্যাংক কেন্দ্রে ম্যানেজার থাকাকালীন ২০০৯ সালের ১৫ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার মাধ্যমে ১৭ জন গ্রাহকের এক লাখ ৫৮ হাজার ৬৭০ টাকা আত্মসাৎ করেন মাইদুল ইসলাম। এই ঘটনায় বরিশাল দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারি পরিচালক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে ২০১৪ সালের ২ জুলাই মামলা করেন।
২০১৭ সালে ২৭ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারি পরিচালক তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়।
আদালত সাত জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় শিশু ধর্ষণের দায়ে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ফেনীতে অস্ত্র মামলায় ৭ আসামির ২২ বছর কারাদণ্ড