সংবাদ সম্মেলন
দিনাজপুরে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
দিনাজপুরে বিরলে অপহরণের এক মাস পেরিয়ে গেলেও অপহৃত স্কুলছাত্রীর খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে মেয়েকে উদ্ধারের দাবিতে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা।
অপহৃত স্কুলছাত্রী ঈষা (১৬) রানী দিনাজপুরের বিরলের বিস্তইড় গ্রামের বাসিন্দা প্রদীপ কুমার সরকারের বড় মেয়ে এবং সে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গেল ২৭ নভেম্বর দুপুরের দিকে বাড়ি ফেরার সময় তাকে পাশ্ববর্তী ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের রেয়াজুল ইসলামের ছেলে আলফাজ আকাশ অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এব্যাপারে অভিযুক্ত আলফাজ আকাশকে প্রধান এবং তার বাবা রেয়াজুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও আরমানকে সহযোগী হিসেবে উল্লেখ করে বিরল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় ৩ ডিসেম্বর একটি অপহরণ মামলা করেন ভুক্তভোগীর বাবা প্রদীপ কুমার সরকার। তবে অপহরনের মাস পেরিয়ে গেলেও মেয়ে উদ্ধার না হওয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
মামলার অগ্রগতি জানতে যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা বিরল থানার উপপরিদর্শক (এসআই) বিধান চন্দ্র বর্মন জানান,অভিযুক্ত চারজনের মধ্যে জাহাঙ্গীর আলম আদালতের জামিনে আছেন।
তারা অপহৃত স্কুল ছাত্রীসহ অন্যান্যদের সঠিক অবস্হান চিহ্নিত করতে তৎপরতা অব্যাহত রেখেছেন বলেও জানান এসআই।
আরও পড়ুন: দিনাজপুরে অপহরণের পর শিশুকে হত্যা, আটক ১
রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ করে হোটেলে রেখে ধর্ষণ, অটোচালক গ্রেপ্তার
ময়মনসিংহে ডিবি পরিচয়ে অপহরণচেষ্টার অভিযোগে আটক ৪
বিএনপির সংবাদ সম্মেলন বিকালে
নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর এ ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করবে বিএনপি।
বিকাল ৩টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গতকাল, বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেও তা স্থগিত করা হয়।
গতকাল বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিরোধী দলের নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত এবং প্রায় ৩০০ বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়।
আরও পড়ুন: ফখরুলকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যেতে বাধা
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে যান চলাচল বন্ধ
খুলনায় ৪ দিনে বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী গ্রেপ্তার
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। বৃহস্পতিবার বিকাল ৪টায় তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ দিনের সফর শেষে গতকাল মঙ্গলবার ভোরে দেশে ফিরেছেন।
রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা তৃতীয় চার্লসের আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন এবং ২৪ সেপ্টেম্বর তিনি ওয়াশিংটন ডিসিতে যান।
শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেন।
আরও পড়ুন: যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
শুধু অপরাধ নয়, শাস্তির কথাও বিবেচনা করুন: প্রধানমন্ত্রী
ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ প্রধানমন্ত্রীর
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের ফলাফল নিয়ে বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলন করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ দিনের সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফিরেছেন।
রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয়-এর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ১৫ সেপ্টেম্বর শেখ হাসিনা যুক্তরাজ্যের লন্ডন যান।
এরপর ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। এছাড়াও তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।
পড়ুন: এই নারী মানেই শক্তি
শুধু অপরাধ নয়, শাস্তির কথাও বিবেচনা করুন: প্রধানমন্ত্রী
ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ প্রধানমন্ত্রীর
ঠাকুরগাঁওয়ে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপি-আ.লীগের সমাবেশকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া এবং আহত হওয়ার ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন দুটি দলের নেতারা।
আরও পড়ুন: একই স্থানে আ.লীগ-বিএনপির সমাবেশ, রাঙামাটিতে ১৪৪ ধারা জারি
রবিবার দুপুরে জেলা আ.লীগ ও জেলা বিএনপি তাদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।
জেলা আ.লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় অভিযোগ করে বলেন, শনিবার রুহিয়া থানা মাহিলা আ.লীগের একটি বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা স্থানীয় এমপি রমেশ চন্দ্র সেনের বাসায় হামলা চালায়।
বিএনপির সুপরিকল্পিত ন্যাকারজনক এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের অন্তরালে পরিকল্পিতভাবে আ.লীগের এই বর্ষীয়ান নেতা রমেশ চন্দ্র সেন ও সংগঠনের নেতা কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
এসময় আ.লীগের নেতাকর্মীরা তাদের বাধা দিতে গেলে তাদের ওপর হামলা করা হয়। পরে চৌরাস্তায় আ.লীগ একটি মিছিল নিয়ে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপসহ গুলি বর্ষণ করে।
আরও পড়ুন: বগুড়ায় একই স্থানে আ.লীগ-বিএনপির সমাবেশ, ১৪৪ ধারা জারি
এসময় তাদের তিনজন কর্মী গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন।
এদিকে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান তাদের দলীয় কার্যালয়ে লিখিত বক্তব্যে অভিযোগ করেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে রুহিয়া থানা বিএনপি। সমাবেশ শেষ করে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় মিছিলের পিছন দিক থেকে আ.লীগের নেতাকর্মীরা কোন কারণ ছাড়াই তাদের ওপর হামলা শুরু করে।
তারা আরও জানায়, ধারালো রামদা দিয়ে তাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ করা হয়। এসময় বিএনপির নেতা আনসারুল হকসহ তাদের অন্তত ১০জন নেতাকর্মী আহত হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫
নাটোরে ‘বাইকার গ্রুপের’ ৫ সদস্য আটক
নাটোরে অভ্যন্তরীণ সড়কে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়া বাইকার গ্রুপের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, দুটি চাপাতি ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- আব্দুল করিম, সোহেল রানা, রইচ উদ্দিন, ইয়াকুব ও রাজিব ওরফে রাজু (২৮)। আটক রইচের বাড়ি পাবনার সুজানগরে এবং বাকি চারজনের বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়।
আরও পড়ুন: অভিযান চালানোর সময় হামলা: খুলনায় ৩ পুলিশ আহত, আটক ৩
শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাইকার গ্রুপের সদস্যরা নাটোর জেলার বিভিন্ন ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাদের সোর্স রেখে দেয়। সোর্সের দেয়া তথ্য অনুযায়ী বাইকে অর্থ বহনকারীদের টার্গেট করে ফাঁকা রাস্তায় ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়া হয়। চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত জেলার সিংড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার অভ্যন্তরীণ সড়কে ঘটে যাওয়া ছিনতাইয়ের তদন্ত করতে গিয়ে বাইকার গ্রুপের সন্ধান পায় পুলিশ।
আরও পড়ুন: খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর ঘটনায় নারী আটক
তিনি বলেন, পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রাজু ছাড়া বাকি চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী: পিএমও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে।
পিএমও প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১১টায় তার কার্যালয়ে (পিএমও) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে সংবাদ সম্মেলনের বিষয়ে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনের কেন্দ্রবিন্দু হতে পারে দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি এবং ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন।
আরও পড়ুন: মঙ্গলবার উত্তরাঞ্চলের বন্যার ভয়াবহতা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
বাজেটে নিম্ন-মধ্যম আয়ের জনগণের জন্য কোনো সুখবর নেই: সিপিডি
সদ্য ঘোষিত বাজেটে নিম্ন ও মধ্যম আয়ের জনগণের জন্য কোনো সুখবর নেই বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির হার ৬.২৯ শতাংশ (বিবিএস অনুসারে এপ্রিলে) থেকে ৫.৬ শতাংশে নেমে আসবে বলে আশা প্রকাশ করলে সিপিডি নেতারা এ ব্যাপারে সরকারের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা মনে করেন, মুদ্রাস্ফীতি ১০ শতাংশের ওপরে পৌঁছেছে।
১ জুলাই থেকে শুরু হওয়া আসন্ন অর্থবছরের জন্য বাংলাদেশের ৬ দশমিক ৭৮ ট্রিলিয়ন টাকার জাতীয় বাজেট পেশের একদিন পর শুক্রবার এক সংবাদ সম্মেলনে সিপিডি এ পর্যবেক্ষণ তুলে ধরেন।
আরও পড়ুন: বাজেট অর্থনীতিকে শক্তিশালী করবে: অর্থমন্ত্রী
সিপিডির মতে, নিম্ন, মধ্যবিত্ত এবং স্থির আয়ের গোষ্ঠীগুলো একটি পরিবার চালানোর জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হবে কেননা মুদ্রাস্ফীতির প্রবণতা বেশি থাকলে পণ্যের দাম কমার সম্ভাবনা নেই।
সিপিডির নির্বাহী পরিচালক ডা. ফাহমিদা খাতুন বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, খাদ্যপণ্যসহ সব ধরনের পণ্যের দাম বাড়ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করার পর থেকে বিশ্ববাজারে পণ্যের দাম বাড়ছে।
তিনি বলেন, বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পর্যাপ্ত পদক্ষেপ নেয়া হয়নি। চাল-ডালসহ ২৯টি পণ্যের দাম কমানোর প্রয়োজন ছিল, কিন্তু তা হয়নি। সিপিডি এক্ষেত্রে কর কমানোর সুপারিশ করেছিল কিন্তু তাও রাখা হয়নি।
ফাহমিদা খাতুন আরও বলেন, অর্থমন্ত্রী অর্থনীতির চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করলেও তিনি চ্যালেঞ্জ মোকাবিলার পথ উল্লেখ করেননি।
সিপিডি বলছে, বেসরকারী খাতে ঋণের প্রবৃদ্ধি ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে যা বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নিলে প্রভাবিত হবে।
এক্সচেঞ্জ রেট ২৩ অর্থবছরে গড়ে প্রতি মার্কিন ডলারের জন্য ৮৬.২ টাকায় পৌঁছাবে বলে বলা হলেও কীভাবে লক্ষ্যমাত্রা অর্জিত হবে তা বাজেটে বলা হয়নি।
কৃষি খাতে এবং খাদ্য উৎপাদনে ভর্তুকি বাড়ানোর জন্য বাজেটের প্রশংসা করা হয়েছে।
আরও পড়ুন: বাজেট ২০২২-২৩: কৃষিযন্ত্রে বিশাল ভর্তুকি
এবারও হচ্ছে না চট্টগ্রামের শত বছরের জব্বারের বলি খেলা
এবছরও হচ্ছে না চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও তিন দিনব্যাপী বৈশাখী মেলা। করোনা মহামারির কারণে গত দুই বছর অনুষ্ঠিত হয়নি শত বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসা এ বলিখেলা। তবে এবার করোনা নয়, ঐতিহাসিক লালদীঘির মাঠটি সংস্কারের পর উদ্বোধন ও উন্মুক্ত না করায় এবার বলিখেলা হবে না বলে জানিয়েছেন আয়োজকরা।
বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হল আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
আরও পড়ুন: রমজানে বাংলা নববর্ষ কিভাবে উদযাপন করবেন? কোথায় ঘুরতে যাবেন?
সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত ১১০ বছর ধরে এই বলীখেলা লালদীঘি মাঠেই অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে এবার সংস্কার কাজ শেষে উদ্বোধনের অপেক্ষায় থাকা মাঠটি এখনও উন্মুক্ত করা হয়নি। তাই এ বছরও জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হবে না।
আয়োজকরা এসময় বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে পরিচিত আবদুল জব্বারের বলীখেলা ও মেলাসহ চট্টগ্রামের সকল ধরনের অনুষ্ঠান পুনরায় ফিরে পেতে লালদীঘির মাঠ দ্রুত উন্মুক্ত করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।
চীনে বিধ্বস্ত বিমানের ৪৯ হাজারের বেশি টুকরো উদ্ধার
চীনে গেলে সপ্তাহে চায়না ইস্টার্ন বোয়িং ৭৩৭-৮০০ নামে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানটির ধ্বংসাবশেষের ৪৯ হাজারের বেশি টুকরো পাওয়া গেছে বলে জানিয়েছেন চীনা কর্মকর্তারা।
বৃহস্পতিবার দেশটির সংবাদ সংস্থা সিনহুয়া চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এভিয়েশন সেফটি ডিরেক্টর ঝু তাও এর বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সেফটি ডিরেক্টর ঝু তাও এক সংবাদ সম্মেলনে বলেছেন, দুর্ঘটনার প্রায় ১০ দিন পর বিধ্বস্ত বিমানটির অনুভূমিক স্টেবিলাইজার, ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ অংশগুলো উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: চীনে বিমান বিধ্বস্ত: বেঁচে যাওয়া কাউকে পাওয়া যায়নি
ঝু বলেন, দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয়া হবে।
গুয়াংজি সরকারের একজন কর্মকর্তা ঝাং ঝিওয়েন বলেছেন, ২২ হাজার কিউবিক মিটার (আট লাখ ঘনফুট) এরও বেশি মাটি খনন করা হয়েছে এবং প্লেনের ৪৯ হাজার ১১৭ টুকরো পাওয়া গেছে। দুর্গম অঞ্চল সঙ্গে বৃষ্টি ও কর্দমাক্ত অবস্থার কারণে অনুসন্ধান কাজ বিঘ্নিত হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে দুটি ‘ব্ল্যাক বক্স’- ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার পাওয়া গেছে। পরীক্ষা ও বিশ্লেষণের জন্য এগুলো বেইজিং পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চীনে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু
এদিকে দীর্ঘদিনের আন্তর্জাতিক চুক্তির অধীনে তদন্তে অংশ নিতে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের মার্কিন তদন্তকারীদের একটি দল এবং বোয়িং এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের উপদেষ্টাদের চীনে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২১ মার্চ (সোমবার) চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি প্রদেশে ১২৩ জন যাত্রী ও ৯ জন ক্রু সদস্য নিয়ে বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে সবাই নিহত হন।