সারাদেশ
কিশোরগঞ্জে কটিয়াদীতে স্কুলের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুলের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
নিহত আশিক খাঁ (২৪) মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে। আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয়রা জানায়, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি গঠন নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল নেতা আশিকের মৃত্যু হয়।
জেলার হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলমান রয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
২ দিন আগে
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের রফিপুর এলাকায় ট্রাকচাপায় মামুন আহমদ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকালে রফিপুর নামক স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন আহমদ উপজেলার পাঁচমাইল এলাকার শিংপুর গ্রামের মুহিবুর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা।
তিনি জানান- নিহত মামুন তার মোটরসাইকেল নিয়ে হেতিমগঞ্জ বাজারের দিকে আসার পথে রফিপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২ দিন আগে
নাফ নদী থেকে ৪ রোহিঙ্গার লাশ উদ্ধার, বিজিবি সদস্য নিখোঁজ
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফের সমুদ্রে নৌকাডুবিতে এক শিশুসহ চার রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ বিজিবি সদস্য শাহপরীর দ্বীপ বিজিবি সীমান্ত ফাঁড়িতে সিপাহী পদে কর্মরত বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শনিবার(২২ মার্চ) রাত সাড়ে ৭টা পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম উপকূল এলাকা থেকে ভেসে আসা রোহিঙ্গাদের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে এক শিশু এবং তিনজন নারী।
স্থানীয়রা আরও জানান, শুক্রবার রাতের মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা টেকনাফে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকায় সাগরে ভাসতে দেখে বিজিবির সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারে যান।
এ সময় উত্তাল সাগরের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। তাদের চিৎকারে নারী-শিশুসহ ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় জেলে ও বিজিবি। পরে নিখোঁজ বিজিবির সদস্যসহ রোহিঙ্গাদের সন্ধানে সাগরে তল্লাশি চালানো হয়। ডুবে যাওয়া নৌকায় অর্ধশতাধিক লোকজন ছিল বলে জানিয়েছেন উদ্ধার রোহিঙ্গারা।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘নৌকাডুবির ঘটনায় চার রোহিঙ্গার লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় বিজিবির সদস্যসহ আরও বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ‘সমুদ্রপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ায় রোহিঙ্গাদের একটি নৌকা ডুবে যায়। নৌকার তলা ফেটে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার অভিযানে যান এবং শিশুসহ ২৪ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে যাওয়া একজন বিজিবি সদস্য সমুদ্রে নিখোঁজ হন।’
আরও পড়ুন: আগামী ঈদ নিজ দেশে করবে রোহিঙ্গারা, প্রত্যাশা প্রধান উপদেষ্টার
২ দিন আগে
চাঁদপুরে জেলেদের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ
চাঁদপুর সদরের বহরিয়া এলাকায় জেলেদের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছেন।
সোমবার (১৭ মার্চ) দুপুরে বহরিয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায় ৩ ও ৯ নম্বর ওয়ার্ডে জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের (ভিজিএফ) চাল বিতরণকালে এই ঘটনা ঘটে।
জানা গেছে, কার্ড ব্যতীত কিছু জেলে চাল নিতে চাইলে ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া অনুসারী এবং ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি সুমন আহমেদ ভূঁইয়ার অনুসারীদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে দুপক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ‘রাব্বি নামে একজনের মাথায় টেঁটাবিদ্ধ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকী আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।’
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে।’
৮ দিন আগে
ঢাকা-নারায়ণগঞ্জে জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ জেলায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ও কামরাঙ্গীরচর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান।
গ্রেপ্তাররা হলো- সুমন (৩৮), সুলতানা (২৮) ও হানিফ গাজী (৪৮)। এসময় তাদের কাছ থেকে ২০ লাখ টাকার জাল নোট, আংশিক প্রিন্ট করা ১০০০ টাকা মূল্যমানের ৯ লাখ ৭৬ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টায় মাদবর বাজারের বুড়িগঙ্গা গণপাঠাগার সমাজকল্যাণ সংস্থার সামনে বেড়িবাঁধে চেকপোস্ট বসিয়ে অটোরিকশা থেকে জাল টাকা ও মালামালসহ সুমন, সুলতানা ও হানিফ গাজীকে গ্রেপ্তার করা হয়।
কামরাঙ্গীরচর থানা সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন নারায়ণগেঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলীর গ্যাস লাইন নামক এলাকার সুমনের ভাড়া বাসা থেকে ১০০০ ও ৫০০ টাকা মূল্যমানের ১৬ লাখ টাকার জাল নোট, এক পাশে প্রিন্ট করা ১০০০ টাকা মূল্যমানের ৯ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ (আংশিক প্রিন্ট করা) অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের জাল নোট তৈরি করে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রয় করতো। তারা আসন্ন ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে সেগুলো সরবরাহ করার জন্য তাদের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জাল নোট তৈরি ও বিক্রয় করার অপরাধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের প্রত্যেকের দুই দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আরও পড়ুন: বাগেরহাটে ১৬ লাখ জাল টাকাসহ আটক ১
১০ দিন আগে
কুষ্টিয়ায় তামাক খেত থেকে নারীর লাশ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুরে তামাক খেত থেকে সন্তোষী বালা দাসী (৪৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের আবদুস সালামের বাড়ির পাশের খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
ভুক্তভোগী সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের (মশান-ঢেপাহাটি-একতারপুর) এলাকার ঋষি পাড়ার ঝন্টু দাসের স্ত্রী।
পাতা কুড়াতে গিয়ে বিকাল থেকে নিখোঁজ ছিলেন ওই নারী। পুলিশ ধারণা করছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান বলেন, শুক্রবার বিকালের দিকে পাতা কুড়াতে বাড়ি থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যায়। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙ্গতে গিয়ে তার লাশ দেখতে পান।
ওই নারীর কানে স্বর্ণের দুল ছিল। ঘটনাস্থলের আশেপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। হত্যাকাণ্ড ঘটতে পারে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে তামাক খেতের মাঝে তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন।
ওসি আরও জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। তবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
১০ দিন আগে
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ
বকেয়া বেতন পরিষদের দাবি ও এক শ্রমিককে মারধরের প্রতিবাদে গাজীপুরে ঢাকা -ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে দুটি মহাসড়কেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বিএসআইএস অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা গত এক মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
আরও পড়ুন: কারখানা বন্ধ ও ছাঁটাই: ফতুল্লায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ
এছাড়া আরও কয়েকটি এলাকার পোশাক কারখানায় বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এতে করে অন্তত পাঁচটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের অবরোধে ওই সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।
খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।
অপরদিকে, জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় একজন শ্রমিককে মারধরের ঘটনার প্রতিবাদে কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। এতে ওই সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে যানবাহন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
মৌচাকে শ্রমিক বিক্ষোভের জেরে বিশৃঙ্খলার আশঙ্কায় নগরের ইটাহাটা ও ইসলামপুর এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, অবরোধে তীব্র যানজট
১৪ দিন আগে
রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৩
রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার বিকালে নগরীর বিহাস মোড়, পবা উপজেলার কাটাখালী ও পুঠিয়া উপজেলার ধাদাস এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। এদের মধ্যে দুজন স্কুল ও কলেজছাত্র।
নিহতরা হলেন- রাজশাহী নগরীর মৌলভী বুধপাড়া এলাকার মো. সাকলাইনের ছেলে স্কুলছাত্র মো. সাদিক (১৫)।
পবা উপজেলার কাটাখালীর বাখরাবাজ এলাকার রবিউল ইসলামের সালেহ আহমেদ (৩২)।
এছাড়া, পুঠিয়া উপজেলার বেলপুকুর চেকপোস্ট এলাকার আব্দুল খালেকের ছেলে আলিফ (১৮)। তিনি বেলপুকুর ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসির শিক্ষার্থী।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
কাটাখালী থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়নাল বলেন, বিকাল ৩টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে নগরীর উপকন্ঠ পবার কাটাখালীর আদর্শ কলেজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে সাদিকের মৃত্যু হয়।
নিহত সাদিক পবার হরিয়ান এলাকায় কোচিং শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে আদর্শ কলেজ এলাকায় অজ্ঞাত যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এদিকে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী নগরীর বিহাস মোড় এলাকায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সালেহ আহমেদ (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি কাটাখালী বাজারের দিক থেকে বুধপাড়া ফ্লাইওভারের দিকে যাচ্ছিল। পথে বিহাস মোড়ে দুর্ঘটনার শিকার হয়ে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা তার লাশ নিয়ে যান।
অন্যদিকে বেলপুকুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন বলেন, সন্ধ্যা ৭টার দিকে পুঠিয়ার বেলপুকুরে ধাদাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী আলিফ (১৮) আহত হন। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
১৪ দিন আগে
আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে
সাভারের আমিনবাজারের ৪০০/২৩০ কেভি সাবস্টেশন পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া ৯টার সময় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সম্পূর্ণ নির্বাপনে কাজ করছে দমকল কর্মীরা।
এর আগে আজ সকাল সোয়া ৭টার দিকে গ্রিডে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, দেড় ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহ উদ্দিন ব্রিফিংয়ে বলেন, আমিনবাজরের পাওয়ার গ্রিডে আগুনটি তেল সংশ্লিষ্ট হওয়ায় নির্বাপন ক্রিটিক্যাল পদ্ধতিতে করতে হয়। সেকারণে আমাদের ইউনিটগুলো একটু বেশি লেগেছে। প্রথমে আগুন লাগা ট্রান্সফরমার শনাক্তের চেষ্টা করা হয়। আমরা একটি ট্রান্সফরমারে আগুন শনাক্ত করেছি। আশেপাশে কোথাও আগুন ছড়াতে পারেনি।
তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ এখনো জানা যায়নি। প্রযুক্তিগত বিষয় থাকায় আগুন নির্বাপনের পর গঠিত তদন্ত কমিটি বিস্তারিত বলতে পারবে। নাশকতার কিছু পাইনি, তবে তদন্ত কমিটিই এটি বলতে পারবেন।
আরেক প্রশ্নে তিনি বলেন, আগুনে কোনো হতাহত নেই। আগুন শুধু একটি ট্রান্সফরমারে লেগেছে। ব্যাকআপ ট্রান্সফরমার থাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন হচ্ছে না।
কল্যাণপুর, সাভার, মিরপুর, চামড়াশিল্প, কুর্মিটোলা, সিদ্দিক বাজারসহ বিভিন্ন স্টেশন থেকে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন: ৩৬ মিনিট পর নিয়ন্ত্রণে মুক্তিযোদ্ধা জাদুঘরের আগুন
১৪ দিন আগে
কালীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের শ্রুতিধর এলাকায় মহাসড়কের পাশে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে গলায় অস্ত্র ঠেকিয়ে ১৫ ভড়ি স্বর্ণালঙ্কার, নগদ অর্থ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার (৯ মার্চ) ভোরে উপজেলার শ্রুতিধর এলাকায় ডাকাতির ঘটনাটি ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও পরিবারের লোকজন সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলা শ্রুতিধর এলাকার আব্দুল কাইয়ুমের রোববার ভোরে ৪ থেকে ৫ জনের একদল ডাকাত দরজার তালা ভেঙে ঘরে ঢুকে। পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের বাক্স, আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে ১৫ ভড়ি স্বর্ণালঙ্কার ও নগদ ১৪ লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নেয়। ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত ১ ঘণ্টা ডাকাতরা এ লুটপাট চালায়।
বাড়ির মালিক আব্দুল কাইয়ুম বলেন, ভোরের দিকে দুজন লোক ছুরি নিয়ে আমার গলা আটকে ধরে। এ সময় আমি কোনো কিছুই করতে পারিনি। আলমারি ড্রয়ার ভেঙ্গে স্বর্ণালংকার নগদ অর্থ ও জমির দলিল নিয়ে গেছে। এই ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন,খবর শুনে আমাদের পুলিশ টিম তাদের বাড়ি পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দিলেই ডাকাতদের ধরতে অভিযান শুরু হবে।
আরও পড়ুন: ডাকাতি-ছিনতাই প্রতিরোধে পুলিশের তিন ইউনিটের কাজ শুরু
১৬ দিন আগে