টেস্টে সাফল্যের পর এবার ইংল্যান্ডের সীমিত সংস্করণের ক্রিকেটেরও প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২০২৭ সালের শেষ পর্যন্ত ম্যাককালামের চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইসিবি।
ইংল্যান্ডের সাদা বলের কোচ হিসেবে ম্যাথু মটের স্থলাভিষিক্ত হচ্ছেন ম্যাককালাম। আগামী বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ও টে-টোয়েন্টি দলের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং চলতি বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হতাশাজনক পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়েন মট। এরপর পদত্যাগ করেন এই কোচ।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সূচি চূড়ান্ত
মটের পদত্যাগের পর ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয় মার্কাস ট্রেসকোথিককে। চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হতে চলা সিরিজ এবং অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলটির দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের সাবেক এই ওপেনার। এরপর জানুয়ারিতে ভারত সফরের আগে দায়িত্ব গ্রহণ করবেন মাককালাম।
২০২২ সালে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর ভয়ডরহীন ব্র্যান্ডের ক্রিকেট নিয়ে এসেছেন ম্যাককালাম। তার এই আক্রমণাত্মক খেলার ধরন অবলম্বন করে সাফল্যও পেয়েছে ইংল্যান্ড। ৪২ বছর বয়সী সাবেক এই কিউই অধিনায়ক দলটির দায়িত্ব নেওয়ার আগের ১৭ টেস্টে মাত্র একবার জয়ের দেখা পায় ইংল্যান্ড। তবে তার তত্ত্বাবধায়নে ২৮টি টেস্ট ম্যাচ খেলে ১৯টিতে জিতেছেন স্টোকস-রুটরা।
ক্রিকেটার থাকাকালে আগ্রাসী ব্যাটিংয়ের কারণে তার ডাকনাম হয়ে গিয়েছিল ‘বাজ’। এবার প্রথম শ্রেণির ক্রিকেটে সেই ব্র্যান্ড চালু করায় তার খেলার কৌশল ‘বাজবল’ নামে পরিচিতি পেয়েছে।
লাল বলের সাফল্যের ধারা তিনি এবার সীমিত ওভারের ক্রিকেটেও বয়ে আনতে চান। নতুন দায়িত্ব পেয়ে তাই উচ্ছ্বসিত ম্যাককালাম।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘টেস্ট দলের সঙ্গে কাটানো সময় আমি দারুণ উপভোগ করেছি। এখন সাদা বলের দায়িত্ব পেয়ে আমি রোমাঞ্চিত।’
‘নতুন এই চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি প্রস্তুত। অধিনায়ক জস ও দলের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করতে আমি উন্মুখ।’
আরও পড়ুন: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
আগামী সপ্তাহে ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর সংক্ষিপ্ত বিশ্রাম পাবেন ম্যাককালাম। এরপর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অক্টোবরের শুরুতে পাকিস্তান সফরে যাবে তার দল। এরপর নভেম্বরের শেষের দিকে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করবে ইংল্যান্ড।
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতেই জয় পেয়ে ইতোমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। এবার লঙ্কানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে শুক্রবার তৃতীয় টেস্টে মাঠে নামছেন ম্যাককালামের শিষ্যরা।