গত মৌসুম যেখানে শেষ করেছিল, নতুন মৌসুমে ঠিক সেখান থেকেই যেন শুরু করল বায়ের লেভারকুজেন। আক্রমণাত্মক ফুটবল, হার না মানা মানসিকতা আর শেষের চমকের পর শেষমেষ জয় পেয়ে শিরোপা জিতে মৌসুম শুরু করেছে শাবি আলোনসোর দল।
শনিবার (১৭ আগস্ট) রাতে ঘরের মাঠ বে আরেনায় স্টুটগার্টের বিপক্ষে ২-২ সমতায় ম্যাচ শেষ করার পর টাইব্রেকার জিতে জার্মান সুপার কাপ জিতেছে লেভারকুজেন।
এদিন ম্যাচের ৬৬ শতাংশ সময় বল ছিল স্টুটগার্টের পায়ে। এক-তৃতীয়াংশ সময় বল পেলেও তার মধ্যেই কাজের কাজ সারে শাবির শিষ্যরা।
ম্যাচের একাদশ মিনিটে গোল করে লেভারকুজেনকে এগিয়ে নেন ভিক্টর বনিফেস। এর চার মিনিট পর স্টুটগার্টকে সমতায় ফেরান এনসো মিলোত।
তবে ম্যাচের ৩৭তম মিনিটে ধাক্কা খান আলোনসো। ফরাসি উইঙ্গার মারতঁ তেরিয়েঁ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় লেভারকুজেন। এরপর বাধ্য হয়েই খেলার কৌশলে পরিবর্তন আনতে হয় শাবি আলোনসোকে।
আরও পড়ুন: রোনালদোর আল-নাসরকে গুঁড়িয়ে সৌদি সুপার কাপ জিতল আল-হিলাল
এরপর দ্বিতীয়ার্ধে ৬৩তম মিনিটে দ্বিতীয় গোল করে এগিয়ে যায় স্টুটগার্ট। বলের নিয়ন্ত্রণ ধরে রেখে একের পর এক আক্রমণে উঠে একসময় জয়ের সুবাসও পেতে শুরু করে তারা। তবে প্রতিপক্ষ লেভারকুজেন বলে কথা, শেষ মুহূর্তে গোল করে যাদের অসংখ্যবার ম্যাচ জিতে নেওয়ার প্রমাণ রয়েছে। এ ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি।
নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে গোল করে দলকে সমতায় ফেরান প্যাট্রিক শিক। ফলে ২-২ সমতায় ম্যাচ শেষ হলে ফলাফল নির্ধারণে টাইব্রেকারের শরণাপন্ন হতে হয়।
টাইব্রেকারে লেভারকুজেনের সবাই গোল পেলেও স্টুটগার্টের দুজন গোল পেতে ব্যর্থ হন। ফলে ৪-৩ ব্যবধানে জিতে শিরোপা উঁচিয়ে ধরে শাবি আলোনসোর শিষ্যরা।
লেভারকুজেনের দায়িত্ব নেওয়ার এক মৌসুম পরই ক্লাবটির ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা শিরোপা এনে দেন আলোনসো। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র একটি ম্যাচ হারে তার দল। এছাড়া জার্মান কাপও জেতে তারা। এরপর নতুন মৌসুমে লিগ শুরু হওয়ার আগেই জার্মান সুপার কাপের শিরোপা জিতল দলটি।