ফেনীর সোনাগাজীতে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার হিসেবে বাইসাইকেল পেয়েছে ৩০০ শিশু-কিশোর।
বুধবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের আমিরাবাদ বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়।
সোনাগাজী নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলমের সভাপতিত্বে, কলরব শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক পরিচালক ইয়াসিন হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, হোসাফ গ্রুপের পরিচালক মাবরুর হোসাইন, সোনাগাজী দাগনভূঞা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তাসলিম হোসাইন, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার লুবনা, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাওলানা নুরুন নবী, জেলা ছাত্রলের সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রানা, সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল হালিম প্রমুখ।
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ীদের হয়েছেন তাদেরও পুরস্কার দেওয়া হয়েছে।
আরও পড়ুন: টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৬৫ শিশু-কিশোর
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আমাদের নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রী ও যুবসমাজকে মাদক, ইভটিজিং ও অপরাধ থেকে দুরে রাখতে ধর্মীয় শিক্ষা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করতে হবে। একসঙ্গে টানা ৪০ দিন জামাতে ২৯৪ জন শিশু নামাজ আদায় করা বিরল। ২৯৪ জনকে বাইসাইকেল বিতরণ করার মাধ্যমে ধর্মীয় শিক্ষায় উৎসাহ করলে অন্য শিশুরাও এগিয়ে আসবে। এ খবরে এ কাজে অনেকে উৎসাহিত হবে।
নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জানান, ইউনিয়ন পরিষদের আয়োজনে ৪০ দিনব্যাপী ৫ ওয়াক্ত জামাতে নামাজ পড়লে বাইসাইকেল উপহার দেওয়া হবে হবে ঘোষণা দিলে ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েকশত শিশু জামাতে নামাজ পড়তে দুটি মসজিদে উপস্থিত হয়। এতে ২৯৪ জন টানা ৪০ দিন উপস্থিত থাকায় তাদের মাঝে এ উপহার বিতরণ করা হয়েছে।