নড়াইলের লোহাগড়া উপজেলার ভাটপাড়া গ্রামে জান্নাতি খানম (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অজিদ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, মৃত জান্নাতি খানম একই গ্রামের সুমন শেখের স্ত্রী।
পরিবারের এক সদস্য জানান, সুমন শেখ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আর জান্নাতি পরিবারসহ গ্রামের বাড়িতে থাকতেন। বুধবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান তিনি। সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। এ সময় জান্নাতিকে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অজিদ কুমার রায় বলেন, কী কারণে জান্নাতি আত্মহত্যা করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।