পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে নারী ও শিশুসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে বোদা উপজেলার বড়শশী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর চন্ডীপুর গ্রামের বিষ্ণজিত রায়, তার স্ত্রী খুশি রায় ও ছেলে প্রানাভি রায়। এছাড়া কাহারোল উপজেলা তেলিয়ান গ্রামের শ্রী রতন রায়, তার স্ত্রী চন্দনা রাণী রায়, ছেলে শ্রী সমর রায় ও মেয়ে চুমকা রাণী রায় এবং পঞ্চগড় বোদা উপাজেলাধীন উৎকুড়া গ্রামের শ্রী সুজন রায়।
সোমবার (২০ জুলাই) দুপুরে নীলফামারী ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজিবি জানায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বোদা উপজেলার কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে। এ সময় তিন শিশু ও দুই নারীসহ ৮ জনকে আটক করেন তারা।
আরও পড়ুন: বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮ রোহিঙ্গা আটক
আটক ব্যক্তিরা ভারতে তাদের স্বজনদের বাড়িতে যেতে দালালের সঙ্গে এক লাখ ৩০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয় বলে জানায় বিজিবি।
নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের বোদা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত প্রক্রিয়া চলছে। তবে অভিভাবকদের কাছে মুচলেকা নিয়ে শিশুদের তাদের স্বজনদের কাছে দেওয়া হয়েছে।