পতন দিয়ে দিনের প্রথম ঘণ্টার লেনদেন শুরু হয়েছে ঢাকার পুঁজিবাজারে। অন্যদিকে চট্টগ্রামে প্রথম ঘণ্টায় বেড়েছে সার্বিক সূচক।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স, শরীয়া ভিত্তিক ডিএসইএস এবং বাছাইকৃত ব্লু-চিপ ডিএস-৩০ কমেছে ১ পয়েন্ট করে।
সূচক কমার পাশাপাশি দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। প্রথম ঘণ্টায় ১১০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৪৮ এবং অপরিবর্তিত আছে ৯৮ কোম্পানিতে।
আরও পড়ুন: সূচকের পতন হলেও বছরের সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১২০ কোটি টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। লেনদেন হওয়া ৭০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩, কমেছে ২৫ এবং অপরিবর্তিত আছে ১২ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় সিএসইতে লেনদেন ১ কোটি ২০ লাখ টাকা ছাড়িয়ে গেছে।