ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি চেয়ে বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভে করেন সিএনজি চালিত অটোরিকশার একদল চালক।
রবিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে যানজট দেখা দিলে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।
পুলিশ বলেছে, এই চালকরা মূলত রাজধানীর বাইরের এলাকা থেকে আসা, এবং তারা রাজধানীজুড়ে অটোরিকশা চালানোর অনুমতির দাবিতে সড়ক অবরোধ করেন। বর্তমানে এই চালকদের রাজধানীর অভ্যন্তরে চলাচলের অনুমতি নেই।
পড়ুন: একসময় জঙ্গিবাদ নাটক ছিল: ডিআইজি রেজাউল করিম
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার ইউএনবিকে জানান, ঢাকার বাইরে থেকে আসা একদল সিএনজিচালক দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বিআরটিএ অফিসের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এরপর থেকে উত্তরা থেকে মোহাখালী ও মোহাখালী থেকে উত্তরা উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুলশান ট্রাফিক বিভাগের একটি সূত্র জানায়, পরিস্থিতি সামাল দিতে ঢুকতে চাওয়া যানবাহনগুলোকে কাকলি–গুলশান-২–গুলশান-১–আমতলী বা গুলশান-১ থেকে পুলিশ প্লাজা হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
বাহিরমুখী যানবাহনও একইভাবে বিকল্প পথে চালিত হচ্ছে, এবং উড়াল সড়ক দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। নামপ্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, উত্তরা থেকে তেজগাঁও ও হাতিরঝিলগামী যানবাহনও উড়াল সড়ক হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
আন্দোলনকারীদের সংগঠন ঢাকা-থ সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোট বলছে, তাদের গাড়ি ঢাকা জেলায় নিবন্ধিত হলেও মহানগরীতে চলাচলের সুযোগ পায় না। জেলার অন্য স্থানের মতো নগরে চলাচলের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসা হলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি।