লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।
জানা যায়, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তিনি ঢাকা ক্লাবে হঠাৎ পড়ে গিয়ে আঘাত পান।
ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন বলে ইউএনবিকে নিশ্চিত করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) পরিচালক ফরিদ কবির। বাডাস ইব্রাহিম কার্ডিয়াক এবং বারডেম হাসপাতালের মাদার কনসার্ন।