দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। তবে, এই সময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি।
বুধবার (৬ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই শনাক্তের খবর পাওয়া যায়। বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৬৭ শতাংশ।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আরও একজনের করোনা শনাক্ত
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন। পাশাপাশি মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭২৩ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত, দেশে ২০ লাখ ৫২ হাজার ২৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর সারা দেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫৩০।