চলতি বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের মতো দুর্ঘটনায় পাকিস্তানে এ পর্যন্ত কমপক্ষে ২১৫ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘণ্টায়ই ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)।
সোমবার (১৯ আগস্ট) এনডিএমএ এক প্রতিবেদনে জানিয়েছে, ২৪ ঘণ্টায় মোট ৪৩ জন আহত হয়েছেন। জুলাই থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমে আহতের সংখ্যা বেড়ে ৪০৫ জনে দাঁড়িয়েছে।
পুরো মৌসুমে নিহতদের মধ্যে ১০৮ শিশু ও ৩২ জন নারী রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া ও দক্ষিণ সিন্ধু প্রদেশে যথাক্রমে ৬৫ ও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ১৮ জন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পাঁচজন এবং উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলে চারজন নিহত হয়েছেন।
আরও পড়ুন: পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিহত ১৮৭
এনডিএমএ আরও জানিয়েছে, উল্লিখিত সময়কালে ৪৪৮ টি গবাদি পশু মারা গেছে এবং ২ হাজার ৫৭৫টি বাড়ি ও ৩১টি সেতু ক্ষতিগ্রস্থ হয়েছে।
আগামী ৪৮ ঘণ্টায় পাকিস্তানের কাবুল, সিন্ধু ও ঝিলাম নদীগুলির উপরের অববাহিকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এনডিএমএ।
চিকিৎসা পরিষেবা ও ত্রাণের জন্য পাকিস্তান সরকারের পক্ষ থেকে মোট ৮৬টি শিবির স্থাপন করা হয়েছে, যেখানে ৪ হাজার ১০২ জনকে চিকিৎসা ও ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।