বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রবিবার(৩১ আগস্ট) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে দেশের সামগ্রিক বর্তমান পরিস্থিতি এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ।
আজ বিএনপির সঙ্গে বৈঠকের আগে প্রধান উপদেষ্টা সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গেও আলোচনা করবেন।
রবিবার প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, বিএনপির সঙ্গে নির্ধারিত বৈঠক আজ বিকাল ৩টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৭টা পুনঃনির্ধারণ করা হয়েছে।
পড়ুন: প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ দিয়েছেন প্রধান উপদেষ্টা: ডা. তাহের