প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটি রোডম্যাপ ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব বলেন।
নাহিদ বলেন, ‘আমাদের আলোচনার মূল বিষয় ছিলো তিনটি রোডম্যাপ। সেগুলো হলো, বিচার, সংস্কার এবং নির্বাচন।’
পাশাপাশি এগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান এনসিপির এই শীর্ষ নেতা। নাহিদ আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন। সেখানে আমরা ড. ইউনুসের প্রতি সমর্থন জানিয়েছি।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি দাবি ছিল। সরকারের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল ৩০ কার্যদিবসের মধ্যে সেটি হবে। নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয়, সে বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি। সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে।’
নাহিদের ভাষ্যে, ‘জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন প্রক্রিয়া ধীর গতিতে এগোচ্ছে। গণঅভ্যুত্থান অধিদপ্তর থেকে যে সঞ্চয়পত্র দেওয়ার কথা ছিল, সেটি এখনো সব শহীদ পরিবার পায়নি। মাসিক ভাতা দেওয়ার কথা ছিল, সেটি এখনো শুরু হয়নি। আমরা বলেছি, যাতে দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুত দাবি আর্থিক সহায়তাসহ পুনর্বাসন যাতে নিশ্চিত করা হয়।’
এ ছাড়া, শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় নির্বাচন করেছিল এবং মানুষের ভোটের অধিকার হরণ করেছিল উল্লেখ করে আওয়ামী লীগ আমলের সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বানের কথাও জানান তিনি।
আরও পড়ুন: জুলাই হত্যাকাণ্ডের বিচার, সংস্কার ও নির্বাচন নিশ্চিত করতে হবে: এনসিপি
এরপর, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলেছি ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি আকারে সরকারে গিয়েছিলেন, সরকারকে বৈধতা দিয়েছেন। ফলে তাদের সঙ্গে রাজনৈতিক কোনো দলের বা এনসিপির সম্পর্ক নেই; সেটা আজকে আমরা পরিষ্কার করেছি।’
নাহিদ বলেন, ‘আমরা শুরু থেকেই যারা আন্দোলন করছি, আমাদের লক্ষ্য একটি নতুন বাংলাদেশ গড়ার এবং সংস্কারের মধ্য দিয়েই সেই নতুন বাংলাদেশ পাওয়া সম্ভব।’
তার ভাষ্যে, ‘সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকেই অনেকেই সরে এসেছেন এবং ড. ইউনুস কে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে। এভাবে উনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয়। সেই বিষয়ে সরকার প্রধান হতাশা ব্যক্ত করেছেন।’
আরেক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘কোনো রাজনৈতিক দল নয়, বরং জনগণ এবং গণঅভ্যুত্থানকারী ছাত্র-জনতা, তাদের আহ্বানে ড.ইউনূস দায়িত্বে এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তিনি কমিটেড, কোনো রাজনৈতিক দলের প্রতি উনি কমিটেড নন।’