পিআর পদ্ধতিতে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল বলেন, ‘এমন নয় যে জনগণ প্রচলিত নির্বাচনী পদ্ধতিতে আস্থা হারিয়ে ফেলেছে। ১৭ বছর ধরে তারা কোনো ভোট দিতে পারেনি। জনগণ চায় ভোটাধিকার। বিদ্যমান পদ্ধতি নিয়ে তাদের কোনো অভিযোগ নেই।’
শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর মৌচাকে কসমস সেন্টারে আয়োজিত ‘ইলেকশন ২০২৬: এ ক্রিটিক্যাল লুক অ্যাট প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)।
রুবেল বলেন, ‘পিআরের কথা তখনই ভাবা যেত, যদি জনগণ বিদ্যমান পদ্ধতির ওপর আস্থা হারিয়ে ফেলতো।’
যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান আরও চাপে পড়বে বলে রুবেল জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের মতো ভৌগলিক অবস্থানের দেশে পিআর পদ্ধতি স্থিতিশীলতা নষ্ট করবে। তখন প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার, চীন—এদের মধ্যে পড়ে চিরেচ্যাপ্টা পরিস্থিতি সৃষ্টি হবে।’
তিনি আরও বলেন, ‘এভাবেই বঙ্গোপসাগরীয় অঞ্চলের দিকে বিশ্বের শক্তিধর সব রাষ্ট্রের নজর থাকে। এ অঞ্চল কোনো কারণে অস্থিতিশীল হলে তারা বাংলাদেশ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে।’
পিআরের অস্থিতিশীলতার সবচেয়ে বড় উদাহরণ হিসেবে রুবেল নেপালকে উল্লেখ করেন। তিনি বলেন, ‘নেপালে ১৭ বছরে ১৪ বার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য পিআর অনেক ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করেছে।’
তিনি যোগ করেন, ‘সরকার যদি কাজ করার মতো সময় ও স্থিতিশীলতা না পায়, তাহলে দেশের পরিস্থিতি খারাপ হবে। এমন সময়ে পিআর পদ্ধতির দিকে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না।’
দেশ দীর্ঘ সময় অস্থিতিশীল থাকলে আবারও ফ্যাসিজমের সম্ভাবনার শঙ্কা প্রকাশ করেন রুবেল। তিনি বলেন, ‘হাসিনার ফ্যাসিজম ছিল অনপপুলার ফ্যাসিজম। যদি অস্থিতিশীল পরিস্থিতি থেকে নতুন করে কোনো ফ্যাসিজম জন্ম নেয়, তা হবে পপুলার ফ্যাসিজম—এটি হাসিনার ফ্যাসিজমের থেকেও ভয়ঙ্কর হবে।’
রাজনীতিকে সংসদে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, ‘সংসদের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। এরপরও যদি পিআর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর প্রয়োজন মনে হয়, সেজন্য এটি নিরাপদ হবে উচ্চকক্ষে আনা।’
কসমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউএনবির সম্পাদক-ইন-চিফ এনায়েতউল্লাহ খানের সভাপতিত্বে আয়োজিত আলোচনায় অংশ নেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং নির্বাচন কমিশনের সাবেক সচিব সম জকরিয়া প্রমুখ।