জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবির পরিপ্রেক্ষিতে প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ধারণা করা হচ্ছে, এটিই হতে যাচ্ছে দলটির প্রতীক। তবে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসির এ সিদ্ধান্তে সন্তুষ্ট নয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে’ শীর্ষক এক সেমিনারে এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী।
নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, “নির্বাচন কমিশন নতুন গেজেটে আমাদেরকে ‘শাপলা কলি’ প্রতীক দিয়েছে। কমিশন এটি কিসের ভিত্তিতে নির্ধারণ করেছে, তা আমাদের বোধগম্য নয়। তবে ‘শাপলা’ প্রশ্নে আমরা আপসহীন।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সমনে রেখে এনসিপিসহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে এনসিপিকে তফসিলে থাকা ৫০টি প্রতীকের মধ্যে থেকে মার্কা বেছে নিতে ৭ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেয় ইসি।