মাঘ মাসের প্রথম দিনেই পঞ্চগড়ের আকাশ কুয়াশায় ঢাকা পড়েছে। এখন পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। রাস্তাঘাটে যানবাহন এবং মানুষের চলাচল অনেকটা কমে গেছে। যানবাহনগুলো কেবল হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করছে। হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে পরিবেশ আরও শীতল হয়ে উঠেছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।
পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ।
তিনি জানান, মঙ্গলবার (১৪ জানুয়ারি) এখানে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল। তবে এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।