গাজীপুরে আগুনে পুড়ে গেছে দুটি কলোনির ৫৭টি ঘর।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কলোনিতে এ আগুন লাগে।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, নগরের কোনাবাড়ির আমবাগ এলাকায় কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন পাশের অন্য কলোনিতে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে যুবক আটক
আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কাশিমপুরের সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় দুটো কলোনির ৫৭টি ঘরের মালামাল আগুনে পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।
আরও পড়ুন: কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ২