গাজীপুরের পূবাইলে ট্রেনে কাটা পড়ে এক নারী ও দুই শিশু নিহত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটি পূবাইল বাজার (ফাটপাড়) রেলক্রসিং অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি আখাউড়ার দিকে যাওয়ার সময় এক নারী দুই শিশুকে নিয়ে দ্রুত ট্রেনের সামনে চলে যান। এরপর তাদের নিয়ে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরে মরদেহের সঙ্গে থাকা একটি ব্যাগে পাওয়া ভোটার আইডি কার্ড থেকে দেখা যায়, ওই নারীর নাম হাফেজা খাতুন মালা। আইডি কার্ডের তথ্য অনুযায়ী, তার বাবার নাম মোজাম্মেল হক, বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকায়।
নিহত দুই শিশুর বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পূবাইল রেলস্টেশন মাস্টার মুসা। তিনি বলেন, পূবাইল বাজার রেলগেটের কাছেই এক নারী দুই শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারছে না।
তিনি আরও বলেন, পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবেন।