বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভা চলার সময় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। নিক্ষেপ করা দুটি ককটেলের একটি বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এ সময় কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এ ঘটনার জন্য পুলিশের ব্যর্থতাকে দায়ী করেছেন এনসিপি নেতারা।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সভা চলছিল। সেখানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন। ৪টার দিকে পরিষদ চত্বরে একটি ককটেল বিস্ফোরণ হয়।
বগুড়া জেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য শওকত ইমরান বলেন, বিকেল চারটার দিকে একদল সন্ত্রাসী জেলা পরিষদ মিলনায়তনের সভা লক্ষ্য করে জেলা পরিষদ অফিস চত্বরে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এ সময় চারদিকে আতঙ্কের সৃষ্টি হয়।
তিনি বলেন, অনেকে দৌড়ে পালিয়ে যান। এনসিপি নেতারা মিলনায়তন থেকে নিচে নেমে আসেন।
এ ঘটনার পর সারজিস আলম অভিযোগ করে সাংবাদিকদের বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। প্রশাসনের গাফিলতির কারণে এমনটা ঘটেছে। এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে বগুড়া জেলা প্রশাসন ব্যর্থ হয়েছে।
পরে পুলিশের কড়া পাহারায় সারজিস আলমসহ দলের নেতার্মীরা জেলা পরিষদ ত্যাগ করেন। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।