ভিডিওতে দেখা গেছে, কুয়াচ্ছন্ন মহাসড়কে একটি গাড়িবহর এগিয়ে যাচ্ছে। এক পুলিশ সদস্য সেটিকে স্যালুট দিচ্ছে। ভিডিওর শেষের দিকে কালো পোশাকে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর একটি ছবি দেখা গেছে।
ফ্যাক্টচেক
গেল ২০ ফেব্রুয়ারি শেখ হাসিনাকে হিন্দলে সরিয়ে নেওয়ার যে দাবি নাছিমা সুলতানা মহুয়া নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে, সেটি সঠিক না।
বার্তা সংস্থা ইউএনবির ফ্যাক্টচেকের অনুসন্ধানে জানা গেছে, এটি ২০২২ সালের ৫ জানুয়ারি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটির পাঞ্জাব রাজ্যের ফিরোজপুর সফর বাতিল করার ভিডিও।
দেশটির হিন্দি ভাষায় প্রচারিত এবিপি নিউজ টেলিভিশনসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এই ভিডিওটি তখন প্রচার করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘নরেন্দ্র মোদি রাজ্যটির ভাটিণ্ডা জেলার পথে রয়েছেন এবং সেখান থেকে বিমানে করে নয়াদিল্লি ফিরে যাবেন।’
এবিপি নিউজের তিন মিনিট তিন সেকেন্ডের এই ভিডিওর দুই মিনিট ১৬ সেকেন্ড পরে এই দৃশ্য দেখা গেছে।