দেশের ডাক বিভাগের সেবার মান বাড়াতে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ় তাইয়েব আহমেদ এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রানার বা পোস্টম্যানদের সময় বাঁচানোর জন্য ই-বাইক বরাদ্দ দেওয়া হবে, পোস্টাল এড্রেস ডিজিটাইজেশন এবং অ্যাড্রেসের বিপরীতে জিও লোকেশন ম্যাপিং করা হবে।
এছাড়া ডাক বিভাগের সাথে বেসরকারি কুরিয়ার এবং পার্সেল সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলোর এমওইউ সই করে আরবান পার্সেল ডিস্ট্রিবিউশনের সাথে সাথে রুরাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করা হবে।
ফাইজ় তাইয়েব আহমেদ বলেন, ডাক বিভাগ গ্রামীণ অঞ্চলে পার্সেল বিতরণে শক্তিশালী, অন্যদিকে বেসরকারি পার্সেল সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো শহরের শক্তিশালী। এ দুয়ের সমন্বয়ে দেশের পার্সেল ডেলিভারি নেটওয়ার্ককে শক্তিশালী করবে বলে আশা করি।
‘পাশাপাশি আসন্ন আমের মৌসুমে ডাক বিভাগকে কীভাবে কাজে লাগানো যায়, সে জন্য আমরা পরিকল্পনা তৈরি করছি,’ বলেন তিনি।