সোমবার রাতে বন্দর নগরীর জিমনেসিয়ামে রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।
এ নির্বাচনে মোট ২৩ শতাংশ ভোট পড়েছে জানিয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, আওয়ামী লীগ প্রার্থী মোসলেম উদ্দীন ৮৭ হাজার ২৪৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবু সুফিয়ান পেয়েছেন ১৭ হাজার ৯৩৫ ভোট।
বেসরবকারিভাবে ঘোষিত ফলাফলে অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন প্রতীক নিয়ে এক হাজার ১৮৫ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীক নিয়ে ৯৯২ ভোট, ন্যাপের বাপন দাশগুপ্ত কুঁড়েঘর প্রতীক নিয়ে ৬৫৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক আপেল প্রতীক নিয়ে ৫৬৭ ভোট পেয়েছেন।
উপনির্বাচনে মোট ১৭০টি কেন্দ্রে চার লাখ ৭৪ হাজার ৪৮৫ ভোটার ছিলেন। তবে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়ে মধ্যে এক লাখ ৮ হাজার ৫৮১ ভোটার তাদের ভোট দেন।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে বিজয়ী মোসলেম উদ্দীন চৌধুরী অগ্রাধিকার ভিত্তিতে কালুরঘাট সেতু নির্মাণ কাজ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।