চাঁদপুর সদরের বহরিয়া এলাকায় জেলেদের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছেন।
সোমবার (১৭ মার্চ) দুপুরে বহরিয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায় ৩ ও ৯ নম্বর ওয়ার্ডে জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের (ভিজিএফ) চাল বিতরণকালে এই ঘটনা ঘটে।
জানা গেছে, কার্ড ব্যতীত কিছু জেলে চাল নিতে চাইলে ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া অনুসারী এবং ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি সুমন আহমেদ ভূঁইয়ার অনুসারীদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে দুপক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ‘রাব্বি নামে একজনের মাথায় টেঁটাবিদ্ধ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকী আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।’
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে।’