প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন, তিনি তার দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সাম্প্রতিক সময়ে তার পদত্যাগরে গুঞ্জন ওঠার পর শনিবার (২৪ মে) পরিকল্পনা উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করলেন।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই আছেন। তিনি পদত্যাগ করার কথা বলেননি। অন্যান্য উপদেষ্টারাও রয়েছেন। আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা তা পালনের জন্য এখানে আছি।’
আরও পড়ুন: গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক, সবার দৃষ্টি যমুনায়
শনিবার (২৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক হয়েছে।
পরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা একটি অনানুষ্ঠানিক রুদ্ধদ্বার বৈঠক করেন।
বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। অনির্ধারিত বৈঠকটি রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে দুপুর ১২টা ২০ মিনিটে শুরু হয়ে দুপুর ২টা ২০ মিনিটে শেষ হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের স্থিতিশীলতা ও ধারাবাহিকতা নিয়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা এবং ক্রমবর্ধমান জল্পনার মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো।