জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি স্বর্ণের দোকানে চাঁদাবাজি করার সময় দুই যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া বাজারের এই ঘটনা ঘটেছে।
তারা হলেন—নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুরের তৈয়ব আলীর ছেলে সাগর আহমেদ (৩৩) এবং সদর উপজেলার জগত সিংহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমরান হোসেন (৩১)।
আরও পড়ুন: গাজীপুর সাফারি পার্ক থেকে ৩ লেমুর চুরি, গ্রেপ্তার ১
দোকানমালিক তাপস চন্দ্র বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে সাদা পোশাকে দুজন মোটরসাইকেলে করে দোকানের সামনে নামেন। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দোকানে ঢুকে অবৈধ মালামাল আছে বলে অভিযোগ করে আমার সঙ্গে আলাদাভাবে গোপনে কথা বলতে চান। এ সময় তার টাকাও দাবি করেন। ওই সময় আমার দোকানে স্থানীয় আওলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহ আলম বসে ছিলেন। তাদের আচরণে সন্দেহ হলে তিনি তাদের ডিবি পুলিশের পরিচয়পত্র দেখাতে বলেন। কিন্তু তারা পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে বিষয়টি তৎক্ষণাৎ পাঁচবিবি থানাকে অবগত করা হয়। পরে পুলিশ দ্রুত ওই দোকানে এসে দুজনকে আটক করে নিয়ে যায়।’