সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। অন্যদিকে চট্টগ্রামে দিনের শুরুতেই কমেছে সার্বিক সূচক।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লেনদেন শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০ পয়েন্ট।
বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ১ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৬ পয়েন্ট।
দিনের শুরুতে ডিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯, কমেছে ৭৩ এবং অপরিবর্তিত আছে ৬৫ কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: টানা চতুর্থদিনের মতো পতনের মুখে পুঁজিবাজার
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ৪ পয়েন্ট।
সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০, কমেছে ৮ এবং অপরিবর্তিত আছে ১ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে দিনের শুরুতে মোট লেনদেন হয়েছে ২ কোটি ৩২ লাখ টাকা।
আরও পড়ুন: পুঁজিবাজারে বিশেষ বিনিয়োগের পরিমাণ ও সময়সীমা বাড়াতে গভর্নরকে চিঠি