সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে সূচকের পতন দিয়ে, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬ পয়েন্ট। বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস ৩ পয়েন্ট এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ৪ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৩৯১ কোম্পানির দাম কমেছে বেশিরভাগের। ১১৪ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২০০ এবং অপরিবর্তিত আছে ৭৭ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে এ এবং বি ক্যাটাগরিতে বেশিরভাগ কোম্পানির দাম কমলেও, বেড়েছে জেড ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দাম। এ ক্যাটাগরিতে থাকা ৯৭ কোম্পানির মধ্যে ৩৮ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২৩ এবং অপরিবর্তিত আছে ৯৭ কোম্পানির শেয়ারের দাম।
দাম কমেছে লেনদেনে অংশ নেওয়া ৩৬ মিউচুয়াল ফান্ডের বেশিরভাগের। ২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ২১ এবং অপরিবর্তিত আছে ১৩ কোম্পানির ইউনিটের দাম।
আরও পড়ুন: পুঁজিবাজার: প্রথম ঘণ্টায় উত্থান, পরের ঘণ্টায় পতন
২০ কোম্পানির ৭ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে ডিএসই ব্লক মার্কেটে। উত্তরা ব্যাংক সর্বোচ্চ ১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
ঢাকার বাজারে সারাদিনে মোট ২৫৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ৩২৬ কোটি টাকা।
৯ দশমিক ৮৪ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষ শেয়ার সোনারগাঁও টেক্সটাইল। অন্যদিকে ৮ দশমিক ৪০ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে ইউনাইটেড ফাইন্যান্স।
চট্টগ্রামেও পতন
ঢাকায় মতো সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সারাদিনের লেনদেনে সিএসইতে সার্বিক সূচক কমেছে ১৪ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ১৯০ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৯, কমেছে ৭৭ এবং অপরিবর্তিত আছে ৩৪ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে মোট ৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ৭ কোটি ৮৪ লাখ টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতেও শীর্ষ শেয়ার সোনারগাঁও টেক্সটাইল এবং ৯ দশমিক ৫৪৫ শতাংশ দর হারিয়ে তলানিতে এনভয় টেক্সটাইল।