সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে উত্থান হলেও সূচক কমেছে চট্টগ্রামে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮ পয়েন্ট।
বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ২ এবং বাছাইকৃত শেয়ার ব্লু-চিপের সূচক বেড়েছে ৫ পয়েন্ট।
লেনদেনে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৪, কমেছে ৯৫ এবং অপরিবর্তিত আছে ৬৯ কোম্পানির শেয়ারের দাম।
শুরুর প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১৮০ কোটি টাকা।
আরও পড়ুন: উত্থান দিয়ে সপ্তাহ শুরু, সূচক বেড়েছে ঢাকা-চট্টগ্রাম পুঁজিবাজারে
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ২ পয়েন্ট।
লেনদেন হওয়া ৮৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৬, কমেছে ২৭ এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে প্রথম ঘন্টায় মোট লেনদেন ১ কোটি ৮০ লাখ টাকা ছাড়িয়ে গেছে।