দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক আচিম স্টেইনার।
প্রধানমন্ত্রীকে দেওয়া এক অভিনন্দন তিনি বলেন, 'আমরা বাংলাদেশের চমৎকার উন্নয়ন অগ্রযাত্রা এবং দেশকে আরও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারের প্রশংসা করি।’
আরও পড়ুন: মজুতদারদের জেলে পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
এতে তিনি বলেন, ইউএনডিপির নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে বাংলাদেশের নতুন নেতৃত্বকে স্বীকৃতি দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
তিনি বলেন, 'গুরুত্বপূর্ণ এ দায়িত্ব শুধু আপনার দেশের উন্নয়ন অর্জনের স্বীকৃতিই নয়, বরং বৈশ্বিক টেকসই উন্নয়ন এজেন্ডা তৈরিতে বাংলাদেশের জন্য একটি অমূল্য সুযোগও এনে দিয়েছে।’
বৈশ্বিক নেটওয়ার্ক ও দক্ষতাকে কাজে লাগানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ইউএনডিপি ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে স্মার্ট বাংলাদেশ রূপকল্প অর্জন এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ রূপকল্প অর্জনসহ অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও স্থিতিশীল উন্নয়নের জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনার সরকারকে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
আরও পড়ুন: নতুন প্রকল্প গ্রহণের আগে খরচ ও উপকারিতা বিবেচনা করুন: পরিকল্পনা কমিশনে শেখ হাসিনা