জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলতুন্নেসা হলের তিন কর্মচারী প্রাধ্যক্ষের বাসায় কাজ করতে অস্বীকৃতি জানানোয় চাকরিচ্যুত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। চাকরি ফিরে পেতে তারা টানা ছয়দিন ধরে হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে ষষ্ঠ দিনের মতো হলের সামনে অবস্থান নিতে দেখা যায় চাকরিচ্যুত ওই তিন নারী কর্মচারীকে।
তারা হলের ডাইনিং এটেন্ড্যান্ট মীরা রানী রায়, চম্পা এবং পরিচ্ছন্নতাকর্মী মোছা. সোমা। তিনজনই দেড় বছর আগে আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড সিকিউরিটি সল্যুশন’-এর মাধ্যমে নিয়োগ পেয়ে কর্মরত ছিলেন।
ভুক্তভোগীরা দাবি, গেল আগস্ট মাসে হঠাৎ করেই তাদের চাকরিচ্যুত করা হয় এবং একই পদে নতুন তিনজনকে নিয়োগ দেওয়া হয়। এর আগে প্রাধ্যক্ষের বাসায় গৃহকর্মীর মতো কাজ করতে অস্বীকৃতি জানানোর পর থেকেই তাদের নানা হুমকি দেওয়া হচ্ছিল।
মীরা রানী রায় বলেন, ‘আমরা হলে পরিশ্রম করে কাজ করেছি। কিন্তু প্রভোস্ট স্যারের বাসায় কেন কাজ করতে যাব? সেই কারণে আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। এখন সংসার চালানোই কষ্টকর হয়ে পড়েছে।’
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান বলেন, ‘প্রাধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতেই আউটসোর্সিং কোম্পানিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। সিদ্ধান্ত কোম্পানিই নিয়েছে।’
ওয়ার্ল্ড সিকিউরিটি সল্যুশনের ডিরেক্টর (অপারেশন) মিনারুল ইসলাম বলেন, ‘ওই তিন কর্মচারী প্রাধ্যক্ষের বাসায় কাজ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এ কারণেই তাদের সরানো হয়েছে।’
তবে হল কর্মচারীদের প্রাধ্যক্ষের বাসায় কাজ করানোর নিয়ম আছে কিনা সে বিষয়ে প্রশ্ন রেখেছেন তিনি।
এর আগে, এক বিবৃতিতে ফজিলতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘আমি কাউকে চাকরিচ্যুত করিনি। আউটসোর্সিং কর্মচারীদের নিয়োগ, বদলি বা অব্যাহতির ক্ষমতা কেবল কোম্পানির। আমি দায়িত্ব নেওয়ার পর দেখি, হলে ডাইনিং কার্যক্রম বন্ধ থাকলেও কর্মচারী আছে, কিন্তু সুইপার নেই। তাই কোম্পানিকে নতুন সুইপার নিয়োগ দিতে বলেছিলাম।’
তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরের তথ্যমতে, নতুন নিয়োগপ্রাপ্ত তিনজনের কেউই ‘সুইপার’ পদে নয়, বরং আগের চাকরিচ্যুত কর্মচারীদের পদেই নিয়োগ পেয়েছেন, অর্থাৎ চাকরিচ্যুত তিনজনের জায়গা প্রতিস্থাপিত হয়েছেন তারা। বর্তমানে হলে চারজন কর্মচারী সুইপিংয়ের কাজ করছেন।
ভুক্তভোগীরা ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর অভিযোগ দিয়ে চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন।