বাংলাদেশে কোনো জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে আবারও দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৮ জুলাই) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ অঙ্গীকার করেন।
তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। আমরা সর্বশক্তি দিয়ে সন্ত্রাসীদের আমাদের মাটি থেকে নির্মূল করব।’
বৈঠককালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চলমান শুল্ক আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রায় ৪০ মিনিটব্যাপী এ বৈঠকে উপস্থিত ছিলেন উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পড়ুন: নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করলে শাসন ব্যবস্থায় ভারসাম্য নষ্ট হবে: সালাহউদ্দিন
যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জেকবসন বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি ওয়াশিংটনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। বলেন, আগামী বছরের শুরুর দিকে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে এ প্রক্রিয়া চূড়ান্ত রূপ পাবে বলে আশা করা যায়।
প্রধান উপদেষ্টা ইউনূস বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে কাজ করছে।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এই কমিশন খুব ভালো কাজ করছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন।’