টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাড়ি দখলে নেওয়া কথিত সেই নারী সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (১০ মার্চ) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. গোলাম মাহবুব খান এই রিমান্ড মঞ্জুর করেন।
মিষ্টির বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের জশিহাটী গ্রামে। তিনি টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।
টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘মিষ্টিকে আজ সোমবার আদালতে হাজি করা হলে বিচারক তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, ‘বাড়িঘর ভাঙচুর, লুটপাট, দখল ও চাঁদা দাবির অভিযোগে কসরা মামলায় রবিবার (৯ মার্চ) রাতে শহরের আকুর টাকুর পাড়া হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’
আরও পড়ুন: মাগুরায় শিশু ধর্ষণ: মধ্যরাতে শুনানি, চার আসামি রিমান্ডে
এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বরেও জানান ওসি তানবীর।
এর আগে গত ৮ মার্চ সকালে পাগলদের আশ্রম হিসেবে ব্যবহারের জন্য টাঙ্গাইল শহরের ছোটকালীবাড়ি এলাকায় জোয়াহেরুল ইসলামের ৬ তলাবিশিষ্ট বাড়ি দখলে নেন সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টি। তিনি তালা ভেঙে ২০ জন পাগল নিয়ে ওই ভবনে প্রবেশ করেন। একই দিন রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দখলমুক্ত হয় বাড়িটি। এ ঘটনায় রবিবার রাতে জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান টাঙ্গাইল সদর থানায় মিষ্টিকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৮ থেকে ৯ জনকে আসামি করা হয়েছে।
মামলায় রওশন আরা খান উল্লেখ করেন, ৮ মার্চ সকালে বাসার গেটের ছয়টি তালা ভেঙে আসামিরা নগদ পাঁচ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি করে। ১৭ জন মানসিক ভারসাম্যহীনদের নিয়ে বাড়িতে উঠে বসবাস করতে থাকে। মিষ্টি ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে সাত দিনের মধ্যে বাড়িটি পুড়িয়ে দেওয়ারও হুমকি দেন।