বর্তমান সরকার একটি বৈষম্যহীন সমাজ গড়তে চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, বিগত সরকার দেশের প্রায় সব ক্ষেত্র ধ্বংস করে গেছে। জুলাই-আগস্ট বিপ্লবের পর দেশ গড়ার একটি নতুন সুযোগ এসেছে।
শনিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রামের পতেঙ্গায় চিটাগং বোট ক্লাবে অনুষ্ঠিত চট্টগ্রামের বেসরকারি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সমাবর্তন-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘এ সরকার গঠন হয়েছে কিছু সময় ধরে। তাই শতভাগ জবাবদিহিতার মাধ্যমে কাজ করার চেষ্টা করছে। সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়। আমরা চেষ্টা করছি সব ধরনের বৈষম্য দূর করার।’
আরও পড়ুন: ভবিষ্যতে যারা আসবেন, অতীত থেকে শিক্ষা নেবেন: উপদেষ্টা সাখাওয়াত
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা গ্রাজুয়েশন শেষ করেছেন। মনে রাখতে হবে, সব শিক্ষা ক্লাসরুমের ভেতর থেকে পাওয়া যায় না, কিছু শিক্ষা পরিবেশ-প্রকৃতি থেকেও অর্জন করতে হয়। আমি মনে করি, আপনাদের প্রতিষ্ঠান পড়ালেখার পাশাপাশি সততা ও মূল্যবোধের শিক্ষা দিয়েছে, যা আপনারা নিজেদের কর্মজীবনে কাজে লাগাবেন।’
কর্মজীবনে নিজেদের প্রমাণ করতে হবে এবং অন্যের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
এ সময় ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামীর জীবনে নতুন অধ্যায় শুরু হলো বলে উল্লেখ করেন উপদেষ্টা ফাউজুল কবির খান।
চট্টগ্রামের পতেংগা বোডক্লাব মাঠে আয়োজিত এবারের সমাবর্তনে ২ হাজার ১৮৯ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি ও চ্যান্সলরের পক্ষ থেকে ডিগ্রি প্রদান করেন উপদেষ্টা।